ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
৩০ বছরের পুরোনো শাড়িতে বিয়ে, রহস্য খোলাসা করলেন কীর্তি সুরেশ
না ফেরার দেশে অভিনেত্রী অঞ্জনা রহমান
উড়োজাহাজ দুর্ঘটনায় ৬৮ হাজার ডলার অনুদান দিলেন বিটিএসের জে-হোপ
বিয়ে না করেই একসঙ্গে বসবাস , বিপাকে অভিনেত্রী স্বাগতা
রণবীরের ‘ধুরন্ধর’ ছবির লুক নিয়ে তোলপাড়
ঠোঁটে ঠোঁট রেখে রাজ-শুভশ্রীর বর্ষবরণ!
বছর শেষে তাসনিয়া ফারিণের প্রাপ্তি
নতুন বছরের প্রথম আদর আলিয়াকে, ভিডিও ভাইরাল
নতুন বছরের শুরুতেই ভালোবাসার জোয়ার! স্ত্রী আলিয়াকে বাহুডোরে বেঁধেই ২০২৫ সালকে স্বাগত জানালেন রণবীর কাপুর। পরিবারের সঙ্গেই সেলিব্রেশনে মেতেছিলেন এই তারকা দম্পতি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিও শেয়ার করেন নীতু কাপুর। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
রণবীরের নারীসঙ্গ নিয়ে একসময় প্রচুর আলোচনা হতো বি-টাউনে। দীপিকা পাড়ুকোণ, ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে ছিলেন কাপুর জুনিয়র। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিংয়ে আলিয়া ও তার সম্পর্কের সূত্রপাত। ২০২২ সালের এপ্রিল মাসে ঘরোয়াভাবেই বিয়ে সারেন তারকা যুগল। সেবছরের নভেম্বর মাসেই রাহার জন্ম। এখন রণবীর পুরদস্তুর ‘ফ্যামিলি ম্যান’।
ভিডিও তে দেখা যায়, নতুন বছরকে স্বাগত জানাতে কোনও বিলাসবহুল রিসোর্টে গিয়েছিলেন তারা। সঙ্গী নীতু কাপুর, সোনি রাজদান, স্বামী ও
কন্যা-সহ রিধিমা কাপুর আর অবশ্যই ছোট্ট রাহা। মাঝরাতের সেলিব্রেশন হয় খোলা আকাশের নিচে। সেখানে সম্ভবত রাহা ছিল না। তবে রণবীর ছিলেন মেজাজে। হাতে শ্যাম্পেনের বোতল নিয়েই নতুন বছরকে স্বাগত জানান তারকা। আতসবাজির রোশনাইয়ে আকাশ ভরে উঠতেই ছুটে চলে আসেন আলিয়ার কাছে। তাকে জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দেন।
কন্যা-সহ রিধিমা কাপুর আর অবশ্যই ছোট্ট রাহা। মাঝরাতের সেলিব্রেশন হয় খোলা আকাশের নিচে। সেখানে সম্ভবত রাহা ছিল না। তবে রণবীর ছিলেন মেজাজে। হাতে শ্যাম্পেনের বোতল নিয়েই নতুন বছরকে স্বাগত জানান তারকা। আতসবাজির রোশনাইয়ে আকাশ ভরে উঠতেই ছুটে চলে আসেন আলিয়ার কাছে। তাকে জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দেন।