নতুন উদ্যোগেও যানজট বিজয় সরণিতে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫
     ১১:২৭ অপরাহ্ণ

আরও খবর

পাকিস্তানকে খুশি করতেই বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতির উপর আঘাত?

জুডিশিয়াল ইনকোয়ারি স্থগিত, বিভ্রান্তিকর প্রতিবেদন,জুলাই ২০২৪-এর সহিংসতা নিয়ে বিতর্ক চলছে

কয়লা শেষ, গ্যাস নেই, এবার বিদ্যুৎও যাবে

গঙ্গা জলচুক্তির মেয়াদ শেষ ২০২৬-এ: নবায়ন নিয়ে বিরোধিতার মধ্যেই ফারাক্কায় তথ্যানুসন্ধানে বাংলাদেশি প্রতিনিধি দল

‘রং হার মানাবে গিরগিটিকেও’: ইসরাত আমিনের রাজনৈতিক ভোল পাল্টানো ও সুবিধাবাদের চাঞ্চল্যকর নজির

মিয়ানমারের ড্রোন হামলার অভিযোগ: সীমান্তে যুদ্ধের শঙ্কা ও আঞ্চলিক নিরাপত্তায় ‘লাল সংকেত’

ঋণে ডুবে থাকা রাষ্ট্র: অন্তর্বর্তী সরকারের ব্যর্থ অর্থনীতি ও ভবিষ্যৎ বন্ধকের রাজনীতি

নতুন উদ্যোগেও যানজট বিজয় সরণিতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫ | ১১:২৭ 120 ভিউ
রাজধানীতে জাহাঙ্গীর গেট থেকে আসা গাড়িগুলোকে বিজয় সরণিতে ডানে মোড় নিতে দেওয়া হচ্ছে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের নতুন এই উদ্যোগে বিজয় সরণিতে যানজট সৃষ্টি হয়েছে। বিনা প্রচারে সিগন্যালের ইউটার্ন বন্ধ করে একমুখী যান চলাচলের ব্যবস্থা করায় বিড়ম্বনায় পড়েছেন যাত্রীরা। ফলে এই সিগন্যালে রশি টানিয়ে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করেন ট্রাফিক পুলিশ সদস্যরা। তবে আজ রবিবার সরকারি অফিস খোলার দিন এই সিগন্যাল পয়েন্টে আরও বেশি যানজট সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। শনিবার সকাল থেকে এসব রুটে চলাচলকারী যানবাহনের চালকদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে জানিয়ে সেখানে দায়িত্বরত কয়েকজন ট্রাফিক পুলিশ সদস্য বলেন, চালক ও যাত্রীদের সঙ্গে তর্কবিতর্ক করতে হয়েছে। বিশেষ করে

ভিআইপি ও সামরিক যানবাহনগুলো কোনো নির্দেশনা মানতে চায় না। ফলে বাধ্য হয়ে তাদের গাড়িগুলো ছেড়ে দিতে হয়েছে। যে কারণে অন্য পরিবহন চালকদের সঙ্গেও একই সমস্যায় পড়তে হচ্ছে। শনিবার দুপুরে সরেজমিন ঘুরে দেখা যায়, বিজয় সরণি সিগন্যালে রাস্তার মাঝখানে রশি টানিয়ে দেওয়া হয়েছে। যাতে যানবাহনগুলো ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করতে না পারে। জাহাঙ্গীর গেট থেকে আসা যানবাহনগুলোকে বিজয় সরণি থেকে ডানে মোড় নিতে দেওয়া হচ্ছে না। মোহাম্মদপুর-ধানমন্ডি রুটের গাড়িগুলোকে প্রধান উপদেষ্টার অফিসের সামনে থেকে পুরাতন বিমানবন্দরে নতুন রাস্তা দিয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে ফার্মগেট থেকে আসা যানবাহনগুলোকে ডানে বা তেজগাঁও শিল্পাঞ্চলের দিকে যেতে দেওয়া হচ্ছে না। এসব গাড়িকে প্রধান উপদেষ্টার অফিসের সামনে

দিয়ে ইউটার্ন নিতে বলা হচ্ছে। ট্রাফিক সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীতে যানজট নিরসনে বিভিন্ন সড়কে ব্যারিকেড দিয়ে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছে ট্রাফিক বিভাগ। বিভিন্ন সড়কে যানজট নিরসনে সুফলও পেয়েছে ট্রাফিক পুলিশ। এরই ধারাবাহিকতায় শনিবার থেকে বিজয় সরণি সিগন্যালের দুটি সড়কে একমুখী যান চলাচলে বাধ্য করছে ট্রাফিক পুলিশ। তবে নানা প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে সংশ্লিষ্টদের। এর আগে বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে বিজয় সরণিসহ আশপাশে সড়কে যান চলাচলের নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির ট্রাফিক বিভাগ মানিক মিয়া এভিনিউ ও তেজগাঁও শিল্পাঞ্চলের শহীদ তাজউদ্দিন আহমেদ অ্যাভিনিউসহ বিভিন্ন স্থানে যান চলাচল নিয়ন্ত্রণের ফলে যানজট কমেছে, যার সুফল

ইতোমধ্যে জনসাধারণ পেতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিজয় সরণি ক্রসিংয়ের চারপাশের রাস্তায় সৃষ্ট যানজট কমাতে শনিবার থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাহাঙ্গীর গেট থেকে আসা মোহাম্মদপুর, ধানমন্ডি, খেজুরবাগান, মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখী যানবাহন বিজয় সরণি থেকে ডানে মোড় নিতে পারবে না। এসব যানবাহন প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রবেশ গেটের আগে ডানে মোড় নিয়ে আগারগাঁও লিংক রোডে উঠবে এবং বিআইসিসি মোড় অথবা আগারগাঁও ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছবে। সড়কে কোনো ধরনের সাইন বা আগে থেকে দিকনির্দেশনা ছাড়া হঠাৎ করে সড়কে প্রতিবন্ধকতায় নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন যাত্রীরা। তারা বলছেন, হঠাৎ করে এভাবে সড়ক নিয়ন্ত্রণে যানজট কমার চেয়ে বৃদ্ধি পাবে। তা ছাড়া এক

কিলোমিটারের রাস্তা চার কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। ইয়ামিন রহমান নামে এক চালক বলেন, যানজট নিরসনে ট্রাফিক বিভাগ যে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারে। তবে আগে থেকে দিকনির্দেশনা না দিয়ে হঠাৎ করে কোনো কাজ করলে আমাদের সমস্যায় পড়তে হয়। সড়কের কোথাও কোনো দিকনির্দেশনা বা ব্যানার নেই মন্তব্য করে খলিল নামে এক যাত্রী বলেন, কোনো পরিকল্পনা ছাড়াই সরকার যা ইচ্ছে তাই করছে। যেহেতু বিজয় সরণি দিয়ে ডানে যেতে দেবে না, তাহলে জাহাঙ্গীর গেট থেকে নানাভাবে প্রচার করা উচিত ছিল। তাহলে এভাবে আমাদের বিড়ম্বনায় পড়তে হতো না। প্রথম কিছুদিন এ সড়কে চলাচলকারী যানবাহনগুলোর কিছুটা সমস্যার সৃষ্টি হবে মন্তব্য করে বিজয় সরণিতে দায়িত্বরত

ট্রাফিক সার্জেন্ট আরিফ বলেন, সবাই যখন বিষয়টিতে অভ্যস্ত হয়ে উঠবে, তখন যাত্রীদের বিড়ম্বনা কমে আসবে। জাহাঙ্গীর গেট ও ফার্মগেট থেকে আসা যানবাহনগুলোকে ডানে মোড় নিতে না দেওয়া একই সঙ্গে দুইটা রাস্তার সিগন্যাল ছাড়া যাচ্ছে। এতে করে এই এলাকার যানজট কিছুটা কমে আসবে। বিজয় সরণি এলাকায় যানজট নিরসনে ডানে মোড় নিতে না দেওয়া দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের নানা সমস্যার মুখোমুখি পড়তে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আজ গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ ॥ আজ রবিবার গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। গত ২২ জানুয়ারি প্রকল্পের পরিচালক মো. আফতাব হোসেন খানের সই করা বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো

হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন এবং পরিবেশ সংরক্ষণে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে পাতাল ও উড়াল সমন্বয়ে এমআরটি লাইন-৫ নর্দান রুটের কাজ চলছে। এ প্রকল্পের প্রস্তাবিত রুট গুলশান-২ (গোল চত্বর) মেট্রো স্টেশন এলাকায় রবিবার সকাল আটটা থেকে বিশেষ ব্যবস্থাপনায় পরিষেবা লাইন স্থানান্তরের কাজ চলছে। এ সময় গুলশান-২ মোড় অভিমুখী লেনে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। যে কারণে জনসাধারণকে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার এবং সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করা হলো। সাময়িক অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো এবার দেশে স্বর্ণের দামে বড় পতন অস্ট্রেলিয়ায় গোলাগুলিতে নিহত ৩, হামলাকারী পলাতক দুবাইয়ে তুষারপাতের ছবি শেয়ার করলেন ক্রাউন প্রিন্স মাঝ আকাশে বৃদ্ধার সঙ্গে কিয়ারার দুর্ব্যবহার পাকিস্তানকে খুশি করতেই বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতির উপর আঘাত? জুডিশিয়াল ইনকোয়ারি স্থগিত, বিভ্রান্তিকর প্রতিবেদন,জুলাই ২০২৪-এর সহিংসতা নিয়ে বিতর্ক চলছে Bangladesh crisis News Yunus regime Dhaka’s Turbulent Streets: The Root of the Chaos Sits in Jamuna কয়লা শেষ, গ্যাস নেই, এবার বিদ্যুৎও যাবে গঙ্গা জলচুক্তির মেয়াদ শেষ ২০২৬-এ: নবায়ন নিয়ে বিরোধিতার মধ্যেই ফারাক্কায় তথ্যানুসন্ধানে বাংলাদেশি প্রতিনিধি দল ‘রং হার মানাবে গিরগিটিকেও’: ইসরাত আমিনের রাজনৈতিক ভোল পাল্টানো ও সুবিধাবাদের চাঞ্চল্যকর নজির মিয়ানমারের ড্রোন হামলার অভিযোগ: সীমান্তে যুদ্ধের শঙ্কা ও আঞ্চলিক নিরাপত্তায় ‘লাল সংকেত’ ঋণে ডুবে থাকা রাষ্ট্র: অন্তর্বর্তী সরকারের ব্যর্থ অর্থনীতি ও ভবিষ্যৎ বন্ধকের রাজনীতি নির্বাচনের নামে দখলদার ইউনুসের বানানো মেটিক্যুলাস ডিজাইনের মাধ্যমে যা চলছে, তাকে এক কথায় বলা যায় সিট ভাগাভাগির নির্বাচন। রক্তের দামে কেনা ইউনুসের ক্ষমতার খতিয়ান ইউনুসনামা : ক্ষমতা দখলের পর থেকে ধ্বংসযজ্ঞের হিসাব রাজনীতির চোরাবালি: আদর্শের বিসর্জন ও এক ‘অরসেলাইন’ নির্বাচনের আখ্যান বিকাশে ভোট কেনা ও কেন্দ্র দখলের ‘নীল নকশা’: ১২ ফেব্রুয়ারির নির্বাচন জিম্মি করার ভয়ানক ছক জামায়াতের লিফলেট বিতরণ ও দেয়াললিখন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ জামায়াত কানেকশন ও দিল্লি সফর: সারাহ কুককে ফিরিয়ে দিল সাউথ ব্লক