ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চট্টগ্রামের ঘটনায় ছাত্রশিবির সভাপতির স্ট্যাটাস
আইনজীবী সাইফুলকে নিজেদের কর্মী দাবি জামায়াত আমিরের
জামায়াত আমিরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক
জুলাই বিপ্লব ইতিহাসের ইতিবাচক পরিবর্তন: ডা. শফিকুর রহমান
বিএনপির দুই গ্রুপের বোমাবাজি, আহত ৭
সরকারকে অবিলম্বে সংঘাত সংঘর্ষ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে
চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনায় সতর্ক করে যা বললেন মাহফুজ আলম
ধৈর্য্য, ধৈর্য্য এবং ধৈর্য্য: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ও তার জামিন আবেদন নামঞ্জুর নিয়ে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে সকলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনটির ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে এ আহ্বান জানানো হয়।
পোস্টে বলা হয়, সারাদেশের সম্মানিত আলেম-ওলামাসহ সাধারণ জনগণকে ধৈর্য ধরার অনুরোধ জানাচ্ছি আমরা। কোনো চক্রান্তের ফাঁদে পা দেব না। আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদেরই। চট্টগ্রামে হত্যাকাণ্ড ও নাশকতায় যারা জড়িত, তাদের সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। আমরা সম্প্রীতিতে বিশ্বাসী। আমাদের এই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য নানান
ষড়যন্ত্র চলছে। ধৈর্য ধৈর্য এবং ধৈর্য। কোনো অপ্রীতিকর ঘটনায় না জড়াতে দেশবাসীকে ধৈর্য ধরার অনুরোধ করেন সংগঠনটির নেতারা। এই ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ঘটনার প্রেক্ষিতে সকলকে শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা হত্যার এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে যথাযথ আইনি কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছেন।
ষড়যন্ত্র চলছে। ধৈর্য ধৈর্য এবং ধৈর্য। কোনো অপ্রীতিকর ঘটনায় না জড়াতে দেশবাসীকে ধৈর্য ধরার অনুরোধ করেন সংগঠনটির নেতারা। এই ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ঘটনার প্রেক্ষিতে সকলকে শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা হত্যার এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে যথাযথ আইনি কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছেন।