ধেয়ে আসছে সুপার টাইফুন কং-রে – ইউ এস বাংলা নিউজ




ধেয়ে আসছে সুপার টাইফুন কং-রে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪ | ১০:১২ 31 ভিউ
সুপার টাইফুন কং-রে তাইওয়ানের দিকে ধেয়ে আসছে। ঘণ্টায় ২৪০ কিলোমিটার (প্রতি ঘণ্টায় ১৫০ মাইল) বেগে এগুচ্ছে এ ঝড়। বুধবার এটি সুপার টাইফুনে পরিণত হয়। ঘূর্ণিঝড় বিষয়ক জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (জেটিডব্লিউসি) এসব তথ্য প্রকাশ করেছে। সিএনএন-এর প্রতিবেদন বলছে, এটি ক্যাটাগরি-৪ মাত্রার আটলান্টিক হারিকেনের সমান বিধ্বংসী শক্তি অর্জন করেছে। অতি শক্তিশালী টাইফুনটি বৃহস্পতিবার সকালে তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলের কম জনবসতিপূর্ণ কাউন্টি তাইটুং-এ আছড়ে পড়তে পারে। বুধবার সকালে সংবাদ সম্মেলনে তাইওয়ানের আবহাওয়া সংস্থার আবহাওয়াবিদ চু মেই-লিন বলেন, টাইফুনটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় গোটা তাইওয়ানে রাতের শেষের দিকে ঝড়ের তাণ্ডব শুরু হতে পারে। মঙ্গলবার যখন ঝড়টি কাছাকাছি আসছিল তখন কেন্দ্রীয় আবহাওয়া

প্রশাসন (সিডব্লিউএ) একটি সমুদ্র সতর্কতা জারি করে। বুধবার দুপুর পর্যন্ত, সংস্থাটি দ্বীপটি ৫০ শতাংশের বেশি কাউন্টির জন্য সতর্কতা জারি করেছে। তিনি বলেন, পূর্বাভাসে দেখা গেছে, শক্তিশালী ঝড়টি সরাসরি দক্ষিণ-পূর্ব উপকূলে ল্যান্ডফল করার আগে কিছুটা দুর্বল হতে পারে, কিন্তু তবুও এটি প্রবল বৃষ্টিপাত, জলোচ্ছ্বাস এবং ভূমিধসের ঝুঁকি নিয়ে আসতে পারে। আমরা সবাইকে যথাযথ প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করেছি। তিনি সতর্ক করে বলেন যখন টাইফুনটি ভূমি স্পর্শ করবে তখন ঢেউ ৮ মিটার উচ্চতায় পৌঁছাতে পারে। এদিকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার বিকাল নাগাদ তাইওয়ানে আঘাত হানতে পারে সুপার টাইফুন কং-রে। এর কারণে দেশটির কর্তৃপক্ষ দূরবর্তী দ্বীপগুলোর বাসিন্দাদের পেশাগত ও শিক্ষাগত কার্যক্রম

স্থগিত করতে সতর্কবার্তা জারি করেছে। এছাড়া নৌযান নিয়ে জেলেরা ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরে গিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাসিনাকে সহজে ফেরত দেবে না ভারত পাঁচ দিন ধরে শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, বিপর্যস্ত জনজীবন চোখ ধাঁধানো বিলবোর্ড বসিয়ে ৫ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার মিশন কারও ক্যারিয়ার সায়াহ্নে, কারও সূর্য উদিত ইউক্রেনে উত্তর কোরীয় সেনাদের ব্যাপক প্রাণহানি: হোয়াইট হাউস সাফজয়ী কোচ গোলাম রব্বানীকে ফেরাচ্ছে বাফুফে আমি প্লেন থেকে ঝাঁপ মারছি, সরি মা! আজারবাইজানি বিমান বিধ্বস্তের ঘটনায় ইউক্রেনের দিকে আঙুল রুশ বিমান প্রধানের উত্তর গাজার শেষ হাসপাতালে আগুন ধরিয়ে দিয়েছে ইসরাইলি সেনারা শনিবার রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ সচিবালয়ে সংঘটিত অগ্নিকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিবৃতি গাজায় হাসপাতালের কাছে হামলায় নিহত ৫০ ঘুরেফিরে সেই আটজনই স্বাস্থ্যের কেনাকাটায় হজ কোটা এবারও পূরণ হচ্ছে না সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না সাংবাদিকরা, বেসরকারি পাসও বাতিল দেশের বাস্তব চিত্র প্রকাশে চলচ্চিত্র বানাব: মোস্তফা সরয়ার ফারুকী ন্যূনতম সংস্কার করে নির্বাচন চায় জামায়াত বিশৃঙ্খল অবস্থায় নির্বাচনে যাওয়া হবে ভয়াবহ: হোসেন জিল্লুর ‘ক্লাউন কোহলি’, সংবাদ মাধ্যম থেকে মেলবোর্নে দুয়ো বৃষ্টি সাদপন্থি ও জুবায়েরপন্থি গ্রুপের দ্বন্দ্ব, সতর্ক অবস্থানে যৌথ বাহিনী