ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ধীরপায়ে একশ পার বাংলাদেশের
দারুণ শুরুর পর ছন্দপতনে রান তোলার গতি কমেছে বাংলাদেশের। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদউল্লাহর ব্যাটে চড়ে ২৩.২ ওভারে একশ পেরিয়েছে বাংলাদেশের রান।
সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। তানজিদ-সৌম্যর উদ্বোধনী জুটিতে ৫৩ রান এলেও হঠাৎ ছন্দপতনে বিপাকে পড়ে দল। ৫৩ থেকে ৫৮ রানে পৌঁছাতেই প্রথম তিন ব্যাটার সাজঘরের পথ ধরেন।
সিরিজজুড়ে ব্যাট হাতে ভুগতে থাকা তাওহিদ হৃদয় ৭ রানের বেশি রান করতে পারেননি। ৭২ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে এখন টেনে নিচ্ছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদউল্লাহ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভারে ৪ উইকেটে ১১২ রান তুলেছে বাংলাদেশ। ৫৫ বলে ৩০ রান নিয়ে ব্যাট করছেন মিরাজ, ২২ বলে
১৭ রান করেছেন মাহমুদউল্লাহ। প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজে প্রথম দুই ওয়ানডের একটি করে জিতেছে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে ৯২ রানে হারে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানের জয়ে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজের শেষ ওয়ানডে তাই এখন সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে।
১৭ রান করেছেন মাহমুদউল্লাহ। প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজে প্রথম দুই ওয়ানডের একটি করে জিতেছে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে ৯২ রানে হারে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানের জয়ে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজের শেষ ওয়ানডে তাই এখন সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে।