
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

সরকারি ৩ দপ্তরের শীর্ষ পদে রদবদল

মৃত্যু সনদ নিতে ঘুস, গণশুনানিতে কাঁদলেন নাগরিক

যে কারণে এবার স্বাধীনতা পদক পাচ্ছেন না জেনারেল ওসমানি

নিজ বাসায় খুন হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ

‘দেশের স্থিতিশীলতা রক্ষায় জাতীয় নির্বাচন জরুরি’

ড. আমিরুল ইসলামের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

জলবায়ু পরিবর্তনে উপকূলীয় নারীরা বিপর্যয় ও দুর্ভোগের শিকার
ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ অব্যাহত

মাগুরার সেই শিশুটি সোমবার সকালে প্রথমবারের মতো চোখের পাতা নেড়েছে। তবে তার শারীরিক অবস্থার খুব সামান্যই উন্নতি হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে শিশুটির স্বাস্থ্যের এই অবস্থার কথা জানিয়েছেন উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। এদিকে শিশুটিকে ধর্ষণে জড়িতদের বিচার দাবিতে তৃতীয় দিনের মতো সোমবারও বিক্ষোভে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। নারীর প্রতি সব ধরনের হয়রানি, খুন-ধর্ষণ, নির্যাতন বন্ধসহ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। তারা ধর্ষকদের প্রকাশ্য শাস্তি, দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৯০ দিনের মধ্যে বিচার নিষ্পত্তি ও রায় কার্যকরের দাবি জানান।
শিশুটিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৪ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার মূল আসামি হিটু শেখের
৭ দিন ও অপর তিন আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রোববার মধ্যরাতে রিমান্ড শুনানি শেষে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবদুল মতিন এই আদেশ দেন। ধর্ষণে জড়িতদের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাগুরার আইনজীবীরা। মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) আলাউদ্দিন সরদার বলেন, আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ৭ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছিল। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) শিশুটিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, মাগুরার শিশুটির স্বাস্থ্যের বিষয়ে
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আজও তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। চিকিৎসকরা তাকে জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থার খুব সামান্য উন্নতি হয়েছে। তবে শ্বাসনালির সমস্যার কারণে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘিœত হয়েছে। শিশুটির মস্তিষ্কে পানি জমে গিয়েছিল। সেটি এখনো অপসারণ করা সম্ভব হয়নি। তবে বুকের মধ্যে যে বাতাস জমেছিল, সেটি দূর করা গেছে। চিকিৎসকরা আশাবাদী দু-একদিনের মধ্যে তার স্বাস্থ্যের অবস্থার কিছুটা উন্নতি হবে। ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মানববন্ধন ও সমাবেশ : দেশে চলমান নৈরাজ্যকর পরিস্থিতির প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির
দাবিতে দ্বিতীয় দিনের মতো সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। সমাবেশে বিক্ষোভকারীরা ধর্ষকদের প্রকাশ্য শাস্তির দাবি করেন। বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, অপরাজেয় বাংলা, কার্জন হল, শহিদ মিনারসহ বিভিন্ন স্থানে পৃথকভাবে এসব বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এছাড়া বিভিন্ন পয়েন্টে ভূগোল ও পরিবেশ, ব্যাংকিং অ্যান্ড ইনসিওরেন্স, ফার্মেসি, ম্যানেজমেন্ট, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, পরিসংখ্যান, ইসলামের ইতিহাসও সংস্কৃতি, আন্তর্জাতিক সম্পর্ক, প্রাণিবিদ্যা, সমাজবিজ্ঞান ইত্যাদি বিভাগ ও অনুষদ আলাদা বিক্ষোভ সমাবেশ করে। মিছিল-সমাবেশে শিক্ষার্থীরা ধর্ষণ ও নারী নিপীড়নবিরোধী নানা স্লোগান দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ বলেন, বিগত দিনগুলোতে ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচার হয়নি। যদি বিচার
নিশ্চিত করা হতো তাহলে এখন এত ধর্ষণের ঘটনা ঘটত না। আমরা ধর্ষকদের ফাঁসি চাচ্ছি এবং উš§ুক্ত স্থানে ফাঁসি চাচ্ছি। এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন পৃথকভাবে বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন করেছেন। দুপুরে হাইকোর্টের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে ছাত্রদল। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, যতই দিন যাচ্ছে, নারীদের প্রতি অত্যাচার, নির্যাতন ও ধর্ষণের ঘটনার সংবাদ আমরা পাচ্ছি। তাতে ছাত্র সমাজ ও জনগণ শঙ্কিত। বেলা ১১টায় কেরানীগঞ্জের রামেরকান্দা এলাকায় সরকারি ইস্পাহানী কলেজ সড়ক এলাকায় মানববন্ধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেরানীগঞ্জ উপজেলা। এ ছাড়া সকালে কেরানীগঞ্জের আটি ভাওয়াল সড়ক এলাকায় পৃথক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন আটি ভাওয়াল উচ্চবিদ্যালয় অ্যান্ড
কলেজের শিক্ষার্থীরা। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দুপুর সাড়ে ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সচেতন ছাত্র-জনতা। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়। দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা নিষ্পত্তির দাবি জানিয়েছে সম্মিলিত নারী প্রয়াস। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, ধর্ষণের ক্ষেত্রে ৯০ দিনের মধ্যে শুধু বিচার নয় বরং এই সময়ের মধ্যে রায়ের বাস্তবায়ন করতে হবে। ধর্ষণে জড়িতদের সহায়তা দেবে না
মাগুরার আইনজীবীরা: জেলা আইনজীবী সমিতি আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এই সিদ্ধান্তের কথা জানান তারা। সমাবেশে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল, অ্যাডভোকেট রোকনুজ্জামান খান, অ্যাডভোকেট ফারহানা খানম বিউটি প্রমুখ।
৭ দিন ও অপর তিন আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রোববার মধ্যরাতে রিমান্ড শুনানি শেষে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবদুল মতিন এই আদেশ দেন। ধর্ষণে জড়িতদের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাগুরার আইনজীবীরা। মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) আলাউদ্দিন সরদার বলেন, আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ৭ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছিল। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) শিশুটিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, মাগুরার শিশুটির স্বাস্থ্যের বিষয়ে
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আজও তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। চিকিৎসকরা তাকে জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থার খুব সামান্য উন্নতি হয়েছে। তবে শ্বাসনালির সমস্যার কারণে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘিœত হয়েছে। শিশুটির মস্তিষ্কে পানি জমে গিয়েছিল। সেটি এখনো অপসারণ করা সম্ভব হয়নি। তবে বুকের মধ্যে যে বাতাস জমেছিল, সেটি দূর করা গেছে। চিকিৎসকরা আশাবাদী দু-একদিনের মধ্যে তার স্বাস্থ্যের অবস্থার কিছুটা উন্নতি হবে। ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মানববন্ধন ও সমাবেশ : দেশে চলমান নৈরাজ্যকর পরিস্থিতির প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির
দাবিতে দ্বিতীয় দিনের মতো সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। সমাবেশে বিক্ষোভকারীরা ধর্ষকদের প্রকাশ্য শাস্তির দাবি করেন। বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, অপরাজেয় বাংলা, কার্জন হল, শহিদ মিনারসহ বিভিন্ন স্থানে পৃথকভাবে এসব বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এছাড়া বিভিন্ন পয়েন্টে ভূগোল ও পরিবেশ, ব্যাংকিং অ্যান্ড ইনসিওরেন্স, ফার্মেসি, ম্যানেজমেন্ট, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, পরিসংখ্যান, ইসলামের ইতিহাসও সংস্কৃতি, আন্তর্জাতিক সম্পর্ক, প্রাণিবিদ্যা, সমাজবিজ্ঞান ইত্যাদি বিভাগ ও অনুষদ আলাদা বিক্ষোভ সমাবেশ করে। মিছিল-সমাবেশে শিক্ষার্থীরা ধর্ষণ ও নারী নিপীড়নবিরোধী নানা স্লোগান দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ বলেন, বিগত দিনগুলোতে ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচার হয়নি। যদি বিচার
নিশ্চিত করা হতো তাহলে এখন এত ধর্ষণের ঘটনা ঘটত না। আমরা ধর্ষকদের ফাঁসি চাচ্ছি এবং উš§ুক্ত স্থানে ফাঁসি চাচ্ছি। এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন পৃথকভাবে বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন করেছেন। দুপুরে হাইকোর্টের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে ছাত্রদল। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, যতই দিন যাচ্ছে, নারীদের প্রতি অত্যাচার, নির্যাতন ও ধর্ষণের ঘটনার সংবাদ আমরা পাচ্ছি। তাতে ছাত্র সমাজ ও জনগণ শঙ্কিত। বেলা ১১টায় কেরানীগঞ্জের রামেরকান্দা এলাকায় সরকারি ইস্পাহানী কলেজ সড়ক এলাকায় মানববন্ধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেরানীগঞ্জ উপজেলা। এ ছাড়া সকালে কেরানীগঞ্জের আটি ভাওয়াল সড়ক এলাকায় পৃথক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন আটি ভাওয়াল উচ্চবিদ্যালয় অ্যান্ড
কলেজের শিক্ষার্থীরা। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দুপুর সাড়ে ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সচেতন ছাত্র-জনতা। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়। দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা নিষ্পত্তির দাবি জানিয়েছে সম্মিলিত নারী প্রয়াস। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, ধর্ষণের ক্ষেত্রে ৯০ দিনের মধ্যে শুধু বিচার নয় বরং এই সময়ের মধ্যে রায়ের বাস্তবায়ন করতে হবে। ধর্ষণে জড়িতদের সহায়তা দেবে না
মাগুরার আইনজীবীরা: জেলা আইনজীবী সমিতি আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এই সিদ্ধান্তের কথা জানান তারা। সমাবেশে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল, অ্যাডভোকেট রোকনুজ্জামান খান, অ্যাডভোকেট ফারহানা খানম বিউটি প্রমুখ।