দিল্লির নতুন মুখ্যমন্ত্রীকে ‘বিস্ফোরক চিঠি’ সাবেকের – ইউ এস বাংলা নিউজ




দিল্লির নতুন মুখ্যমন্ত্রীকে ‘বিস্ফোরক চিঠি’ সাবেকের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:৩৯ 63 ভিউ
দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার কাছে রোববার একটি চিঠি লিখেছেন সাবেক মুখ্যমন্ত্রী অতীশি। এতে তিনি বিজেপি সরকারের ওপর অভিযোগ করে বলেছেন, তারা নারীদের জন্য প্রতিশ্রুত অর্থ সহায়তা স্কিমটি প্রথম ক্যাবিনেট মিটিংয়ে অনুমোদন করেনি। অতীশি তার চিঠিতে রেখা গুপ্তার কাছে সময় চেয়েছেন, যাতে রোববার তিনি আম আদমি পার্টির (এএপি) বিধায়ক দলের সঙ্গে এই স্কিমটি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করতে পারেন। এই স্কিম অনুযায়ী দিল্লির নারীদের প্রতি মাসে ২,৫০০ টাকা দেওয়ার কথা ছিল। চিঠিতে অতীশি বলেছেন, ‘প্রথমত, আপনাকে দিল্লির মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টির নেতা এবং দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি দিল্লির মা-বোনদের গত ৩১ জানুয়ারি একটি নির্বাচনী সমাবেশে

প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বিজেপি সরকার গঠন হলে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে নারীদের জন্য ২,৫০০ টাকা প্রতি মাসে দেওয়ার স্কিমটি পাশ করা হবে। তিনি বলেছিলেন - এটি মোদীর গ্যারান্টি’। তিনি আরও বলেন, ‘বিজেপি-নেতৃত্বাধীন দিল্লি সরকার তাদের প্রথম ক্যাবিনেট মিটিং ২০ ফেব্রুয়ারি করেছে। কিন্তু স্কিমটি পাশ হয়নি। দিল্লির মা-বোনেরা মোদিজির গ্যারান্টিতে বিশ্বাস রেখেছিলেন, আর এখন তারা বোকা বনে গেছেন’। অতীশি মুখ্যমন্ত্রী রেখাকে রোববার এএপি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করার আহ্বান জানিয়েছেন। যাতে তারা তাদের উদ্বেগগুলো তুলে ধরতে পারে এবং স্কিমটির বাস্তবায়ন নিশ্চিত করতে পারে। দিল্লির কালকাজি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির রামেশ বিধুরিকে হারিয়ে নির্বাচিত এই এএপি বিধায়ক শুক্রবার এক প্রেস কনফারেন্সেও ক্ষমতাসীন দলের সমালোচনা করেন। তখন তিনি

বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদি এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা নিশ্চিত করেছিলেন যে, প্রথম ক্যাবিনেট মিটিংয়ে স্কিমটি পাশ করা হবে এবং ৮ মার্চের মধ্যে প্রতিটি যোগ্য নারীর ব্যাংক অ্যাকাউন্টে ২,৫০০ টাকা পাঠানো হবে। বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে অতীশি বলেন, ‘এটি কি শুধুই আরেকটি নির্বাচনী কৌশল ছিল?’ নারীদের জন্য অর্থনৈতিক সহায়তা নির্বাচনী প্রচারণায় একটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। যেখানে এএপি এবং বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিশ্রুতি দিয়েছিল। গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনী ফলাফলে এএপি ক্ষমতাচ্যুত হলে, তারা নতুন প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতে থাকে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণের জন্য। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউক্রেনের হামলায় রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধানাগারে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু নদ-নদীর পানি বাড়তে পারে, ৯ জেলায় বন্যার আভাস ছাগলকাণ্ডের সেই মতিউর রহমান ও তার স্ত্রী রিমান্ডে সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে অসন্তুষ্ট আদালত, আপ্রাণ চেষ্টার নির্দেশ ‘উৎসাহ ও উৎসব’ বোনাসের লাগাম টানছে সরকার সাদা পাথর লুটকাণ্ডে বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেফতার চাঞ্চল্যকর শিক্ষক হত্যা মামলায় ছেলে গ্রেফতার আইভরি কোস্টের প্রেসিডেন্ট প্রার্থী কে এই ‘লৌহমানবী’ চার্লি কার্ক হত্যাকাণ্ড: ২২ বছর বয়সী উগ্রবাদী তরুণ রবিনসন গ্রেপ্তার কৃষি মন্ত্রণালয়ে সার আমদানিতে নজিরবিহীন লুটপাট নিয়ে ব্যাপক সমালোচনা পুলিশের গাড়ির সামনেই ‘জয় বাংলা’ স্লোগান, উজ্জীবিত আওয়ামী লীগ ইউনূস সরকারের নয়া বন্দোবস্ত: বহির্বিশ্বে হয়রানির শিকার বাংলাদেশি পাসপোর্টধারীরা রক্ষণশীল তারকা রাজনীতিবিদ কার্কের মৃত্যু রক্ষণশীলদের হাতেই? যে কালসাপ লালন-পালন করেছেন এতকাল এখন কেন তার ভয়ে ভীত ডা. জাহেদ? সরকারঘনিষ্ঠ সিন্ডিকেটের দৌরাত্ম্যে জিম্মি শ্রমিকরা, মালয়েশিয়া যাওয়ার খরচ বেড়ে ১ লাখ ৬২ হাজার টাকা পশ্চিমবঙ্গেও নেপালের মতো অভ্যুত্থানের ডাক দিয়ে ১৪ মামলা খেলেন বিজেপি নেতা! জঙ্গিবাদের আঁতুড়ঘর পাকিস্তানে সেনাবহরে জঙ্গি হামলায় ১২ সেনা নিহত, বেহাত সমরাস্ত্র-ড্রোন ভাঙ্গায় ৩ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা সহকারী শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা