তুরস্কের হামলায় ২৭ সিরীয় নাগরিক নিহত – ইউ এস বাংলা নিউজ




তুরস্কের হামলায় ২৭ সিরীয় নাগরিক নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪ | ৬:৫৬ 33 ভিউ
তুরস্কের ২৪ ঘণ্টার সামরিক অভিযান ও ড্রোন হামলায় সিরিয়ায় ২৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সিরিয়ার এক যুদ্ধ পর্যবেক্ষক শুক্রবার এ কথা জানিয়েছেন।লেবাননের বৈরুত থেকে এএফপি এ খবর জানিয়েছে। বুধবার আঙ্কারার কাছে সরকারি প্রতিরক্ষা কোম্পানিতে ভয়াবহ হামলায় ৫ জন নিহত এবং ২২ জন আহত হওয়ার পর এ সামরিক অভিযান জোরদার করে তুরস্ক। সিরিয়ার মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষক সংস্থা জানায়, বৃহস্পতিবার থেকে তুর্কি বাহিনী সিরিয়ার উত্তর ও পূর্বে তাদের বিমান ও স্থল হামলা নাটকীয়ভাবে বাড়িয়েছে। পর্যবেক্ষক আরও জানায়, যুদ্ধবিমান দিয়ে জল, বিদ্যুৎ এবং গ্যাস স্টেশনসহ অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে ৪টি যুদ্ধ বিমানও ৪৫টি ড্রোন হামলা চালিয়েছে। তুরস্ক সরকার বলেছে ‘খুব সম্ভব’ নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) হামলা

চালিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কয়েক ঘন্টা পর ইরাক ও সিরিয়ার উত্তরে সন্ত্রাসীদের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালানো হয়। সন্ত্রাসীদের মোট ৩২টি স্থাপনা সফলভাবে ধ্বংস করা হয়েছে। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, তুর্কি বিমান হামলায় সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ১২ জন বেসামরিক নাগরিক নিহত ও ২৫ জন আহত হয়েছে। তুরস্কের হামলার খবর জানিয়ে এসডিএফ আরও জানায়, জনবসতিপূর্ণ এলাকা ছাড়াও, যুদ্ধবিমান ও ইউএভি ড্রোনগুলো বেকারি, বিদ্যুৎ কেন্দ্র ও তেল স্থাপনাসহ কুর্দিদের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর চেকপোষ্টগুলো টার্গেট করা হয়। মার্কিন-সমর্থিত এসডিএফ ২০১৯ সালে সিরিয়ার ভূ-খণ্ড থেকে ইসলামিক স্টেট গ্রুপ জিহাদিদের বিতাড়িত করার এক অভিযানে নেতৃত্ব দেয়। ২০১৬ সাল থেকে ক্রমাগত আন্তঃসীমান্তে অভিযানের পর তুর্কি

সৈন্য ও মিত্র বিদ্রোহী উপদলগুলো সিরিয়ার বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করে। বেশিরভাগই অভিযান এসডিএফকে লক্ষ্য করে চালানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উদিত নারায়ণের বিরুদ্ধে মামলা সুতা ডাম্পিং করছে ভারত হুমকিতে দেশীয় শিল্প জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন নয়, ইঙ্গিত সিইসির জেল থেকে পালিয়েছেন আবরার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেষ সময়ে বই বিক্রি বাড়বে, আশা প্রকাশকদের আফগান শরণার্থীদের গ্রেফতার করছে পাকিস্তান, জাতিসংঘের উদ্বেগ এডিবির নতুন প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ লন্ডনে শিশু কিশোরদের নিয়ে ‘এসো বাংলা শিখি’ প্রতিযোগিতা মালয়েশিয়ায় আগুনে ২ বাংলাদেশির মৃত্যু মুসলিম ‘গণহত্যার’ জন্য ক্ষমা চাইলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ট্রাম্পের মস্কোঘেঁষা নীতি, উদ্বেগে ইউরোপ জার্মানিতে নির্বাচনে এগিয়ে ডানপন্থি সিডিইউ আজ থেকেই র‌্যাব, পুলিশ ও এন্টি টেরোরিজম ইউনিটের যৌথ অভিযান: আইজিপি সংসদ নির্বাচন আয়োজনে ইসি পুরোনো পথে ‘সারাদিন কষ্ট করে যে টাকা পাই, তা নিয়ে বাড়ি ফিরতে ভয় হয়’ মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ ‘মেঘমল্লার’ সিনেমার নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন মারা গেছেন রাচিনের সেঞ্চুরিতে হেরে বাংলাদেশের সেমির আশা শেষ সাজেকে পুড়ে ছাই ৯৪ রিসোর্ট রেস্তোরাঁ দোকান সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করল প্রশাসন