‘তুমি কে, আমি কে, সাকিবিয়ান’, বলতেই পিটুনি – ইউ এস বাংলা নিউজ




‘তুমি কে, আমি কে, সাকিবিয়ান’, বলতেই পিটুনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৪ | ১০:০৬ 98 ভিউ
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বাহিরে সাকিবের নাম ধরে স্লোগান দিতেই সাকিব ভক্তদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে সাকিব ভক্তদের ওপর কারা হামলা করেছে তা জানা যায়নি। রোববার (২০ অক্টোবর) দুপুর থেকে সাকিবকে দেশে ফিরিয়ে শেষ টেস্ট খেলার সুযোগ দেওয়ার দাবিতে শ’খানেক ভক্ত অবস্থান নেন সেখানে। অবস্থানকালে তারা ‘তুমি কে, আমি কে, সাকিবিয়ান, সাকিবিয়ান।’ ‘কানপুর না মিরপুর, মিরপুর, মিরপুর’সহ নানা স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, সাকিব দেশের হয়ে অনেক সম্মান বয়ে এনেছেন। তাকে তাই দেশের মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ দেওয়া হোক। স্টেডিয়ামের রাস্তায় বসে সাকিব ভক্তরা অবস্থান নিয়ে তাদের দাবি জানাতে থাকেন। এই সময় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচি চলার একপর্যায়ে কয়েকজন লোক গিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলার পর সাকিব ভক্তরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। সাকিবের নারী ভক্ত মাহফুজা গণমাধ্যমকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম। আমাদের দাবি জানাচ্ছিলাম। অথচ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে হুট করে কয়েকজন এসে আমাদের ওপর হামলা চালায়। তারা হামলাকারীদের প্রতিহত না করে উল্টো আমাদেরও ধাওয়া দিয়েছেন।’ এই ব্যাপারে জানতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ বক্তব্য দিতে রাজি হননি। পুরো ঘটনার সময় দক্ষিণ আফ্রিকা দল মাঠের ভেতরে অনুশীলন করছিল। ভারত সফরে কানপুর টেস্টের আগে অবসরের ঘোষণা দেন সাকিব। তিনি জানান নিরাপত্তা দিলে শেষ টেস্টটা খেলতে চান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে। বিসিবি সভাপতি শুরুতে নিরাপত্তার আশ্বাস না

দিলেও পরে সাকিবকে দেশে আনার প্রক্রিয়া শুরু করেন। সাকিবকে রেখেই ঘোষিত হয় প্রথম টেস্টের দল। যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে রওয়ানাও দেন সাকিব। কিন্তু দুবাই আসার পর সরকারের পক্ষ থেকে তাকে দেশে ফিরতে বারণ করা হয়। ওইদিনই সাকিবের বিরুদ্ধে কর্মসূচি পালন করেন একদল। তারা সাকিবের শাস্তিও দাবি করেন। সাকিবের দেশে ফেরা বাতিল হয়ে গেলে আবার আন্দোলনে নামেন সাকিব ভক্তরা। সাকিবকে দেশে ফেরানোর দাবিতে গত দুদিন ধরে বিক্ষোভ চালাচ্ছিলেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিটকয়েনের ইতিহাসে রেকর্ড দাম যুদ্ধবিরতিতে আস্থা নেই, নতুন করে প্রস্তুত ইরান সরকার মাতারবাড়ীতে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স করবে দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় হতে পারে ঝড়বৃষ্টি মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ‘খেলা ছাড়ার সময় এখনো আসেনি’ ক্লাব বিশ্বকাপকে কি সফল বলা যায়? সৌদিতে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫ চরমপন্থিদের হাতে খুন, জেলে বসে পরিকল্পনা! ঘটনা ভিন্ন খাতে চালিয়ে দেওয়ার টার্গেট ছিল খুনিদের ১৮৭৪ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য মিলেছে : এনবিআর ‘মব’ দিয়ে কি নির্বাচন করতে পারবেন, প্রশ্ন জি এম কাদেরের প্রেমের টানে বাংলাদেশী তরুণীর ভারতে পাড়ি বিচারিক আদালতে তারেক-জোবাইদার বিচারে নানা অসঙ্গতি: হাইকোর্ট যুক্তরাষ্ট্র প্রবাসী নববধূকে ডাকাতদের পালাক্রমে ধর্ষণ কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক, দেশে ফেরত দুই সন্তানসহ গৃহবধূকে গলা কেটে হত্যা, দেবর পলাতক ঐক্যের ডাক জাপার ‘বিভক্ত’ নেতাদের ছাত্রদলের বিপক্ষে ‘মব’ সৃষ্টি করছে শিবিরের গুপ্ত কর্মীরা