তিন দিন অপেক্ষায় থাকতে হলো না, ইতিহাস গড়া হয়ে গেল বাংলাদেশের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুলাই, ২০২৫
     ৮:১২ পূর্বাহ্ণ

তিন দিন অপেক্ষায় থাকতে হলো না, ইতিহাস গড়া হয়ে গেল বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৫ | ৮:১২ 63 ভিউ
মূল পর্ব খেলার টিকিট মিয়ানমারকে হারানোর পরই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। বাংলাদেশের মেয়েদের সামনে দুটি রাস্তা ছিল – একটিতে আজই অপেক্ষা শেষ হয়ে যেত, অন্যটির জন্য অপেক্ষা করতে হতো আগামী ৫ জুলাই গ্রুপে নিজেদের শেষ ম্যাচ পর্যন্ত। বাংলাদেশের মেয়েদের ইতিহাস গড়ার জন্য ঘণ্টা দুয়েকের বেশি অপেক্ষা করতে হলো না। মেয়েদের এশিয়ান কাপের বাছাইপর্বে কিছুক্ষণ আগে বাহরাইন ও তুর্কমেনিস্তানের ম্যাচ ২-২ গোলে ড্র হলো, তাতেই নিশ্চিত হয়ে গেল, আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এশিয়ান কাপের মূল পর্বে যাচ্ছেন ঋতুপর্ণা চাকমারা। এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে বাংলাদেশের সুযোগ পাওয়ার ঘটনা এটিই প্রথম। আজ বিকেলে র‍্যাঙ্কিংয়ে নিজেদের চেয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে ২-১ গোলে

হারিয়ে গ্রুপে সবার ওপরে উঠে যায় বাংলাদেশ। ঋতুপর্ণাদের সামনে তখন সমীকরণ ছিল দুটি। এক, সন্ধ্যায় বাহরাইন-তুর্কমেনিস্তানের ম্যাচ ড্র হলেই আর কোনো অপেক্ষায় থাকতে হবে না, বাংলাদেশের মূল পর্বে জায়গা নিশ্চিত। আর আজ সন্ধ্যার ম্যাচটিতে র‍্যাঙ্কিংয়ে ৯২তম বাহরাইন তাদের চেয়ে ৪৯ ধাপ পিছিয়ে থাকা তুর্কমেনিস্তানের বিপক্ষে জিতে গেলে তখন বাংলাদেশের জন্য একটু কাজ বাকি থাকত, সে ক্ষেত্রে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের সঙ্গে অন্তত ড্র করতে হতো বাংলাদেশকে। অবশ্য সেদিন হেরে গেলেও সমীকরণের মারপ্যাঁচে সুযোগ থাকত। অত মারপ্যাচের, এত অপেক্ষার আর দরকারই হলো না। ৮৩ মিনিট পর্যন্ত গোলশূন্য ম্যাচে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা তুর্কমেনিস্তানই দুবার এগিয়ে গিয়েছিল ৮৪ ও ৮৯ মিনিটে গোল করে,

তবে ৮৭ মিনিটের পর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোল করে কোনোরকমে সমতা ধরে রাখে বাহরাইন। এতে বাংলাদেশকে আর আটকে রাখা গেল না। দুই ম্যাচ শেষে ‘সি’ গ্রুপে ৬ পয়েন্ট বাংলাদেশের। এই মুহূর্তে মিয়ানমারের পয়েন্ট ৩, বাহরাইন ও তুর্কমেনিস্তানের ১ করে – গোলব্যবধানে এগিয়ে থাকায় তৃতীয় বাহরাইন। গ্রুপের শেষ দিনে মিয়ানমার-বাহরাইন ম্যাচে মিয়ানমার জয় পেলে তাদের পয়েন্ট হবে ৬। ওদিকে এ পর্যন্ত দুই ম্যাচে ৯ গোল দেওয়ার বিপরীতে মাত্র এক গোল খাওয়া বাংলাদেশের বিপক্ষে যদি সব হিসেবনিকেশকে বুড়ো আঙুল দেখিয়ে দুই ম্যাচেই ১০ গোল খাওয়া তুর্কমেনিস্তান জিতেও যায়, তখন বাংলাদেশের পয়েন্টও ৬-ই থাকবে। তবে পয়েন্টে সমতার ক্ষেত্রে যেহেতু মুখোমুখি লড়াইয়ের

ফলই প্রথমে বিবেচ্য, সে ক্ষেত্রে বাংলাদেশই গ্রুপ সেরা হবে! ২০২৬ সালের ৩ মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হবে মেয়েদের ২১তম এশিয়ান কাপ। ১২ দলের এই টুর্নামেন্টে বাছাইপর্ব থেকে ৮ গ্রুপের সেরা আট দল সুযোগ পাবে, বাছাইপর্ব থেকে বাংলাদেশই সবার আগে টুর্নামেন্টে সুযোগ পাওয়া নিশ্চিত করল। স্বাগতিক অস্ট্রেলিয়া তো আছেই, এর পাশাপাশি সর্বশেষ এশিয়ান কাপের সেরা তিন দল চীন, জাপান ও সাউথ কোরিয়া বাছাইপর্ব না খেলেই জায়গা পেয়ে গেছে মূল পর্বে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সরাসরি বৈদেশিক বিনিয়োগ (FDI) নিয়ে ড. ইউনূসের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক: তথ্য বিকৃতি ও বিভ্রান্তির অভিযোগ ‘লাশের শহর’ ছাড়ছে নিরুপায় বাসিন্দারা ইউনূসকে রেফারির ভূমিকায় চায় ধর্মভিত্তিক ৮ দল গাজা এখন ‘মাইনের শহর’ আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০ ৮টি ‘হাঙর’ সাবমেরিন যুক্ত হচ্ছে পাকিস্তান নৌবাহিনীতে আজ প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন, যা বললেন ওমর সানী ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ নতুন পে স্কেলে গ্রেড কমানোর প্রস্তাব, সর্বনিম্ন বেতন কত হতে পারে বাড়ি নির্মাণে বাধা দিয়ে ১০ লাখ টাকা দাবি যুবদল কর্মীদের, প্রতিবাদ করায় প্রবাসীকে পিটুনি মেট্রোরেলের রক্ষণাবেক্ষণে নেই বরাদ্দ, দুর্ঘটনার দায় ঠিকাদারদের ঘাড়ে চাপালেন এমডি নিরাপত্তাহীনতার কারণে একে একে বাতিল হচ্ছে ক্রয়াদেশ, আরও অসংখ্য কারখানা বন্ধের শঙ্কা ট্রাম্পের নির্দেশ: নাইজেরিয়ায় ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে সামরিক প্রস্তুতির আহ্বান রাজনৈতিক কৌশলে পরাজিত বিএনপি কি জামায়াতকে নিষিদ্ধের পথে হাঁটবে! প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানে পদোন্নতির নামে স্বাস্থ্য উপদেষ্টার কোরামপ্রীতি: বঞ্চিত ৮৭৯ চিকিৎসক দেশে হিন্দু ৩ কোটি হলেও বিএনপির মনোনয়ন পেলেন মাত্র ২ জন, বাদ পড়লেন অনেক হিন্দু নেতা বিএনপির নয়নকে ‘বুড়িগঙ্গার পানি’ দিয়ে ধোয়ার মন্তব্যে ঝড়, এনসিপির পাটোয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা জামায়াত কি আদৌ মওদুদীর ‘বিকৃত আকিদা’ ঝেড়ে ফেলতে পেরেছে? নাকি আগের পথেই আছে? মহিলা পরিষদ: অক্টোবরে ২৩১ নারী ও কন্যাশিশু নির্যাতন-সহিংসতার শিকার জেলহত্যা দিবস: শেখ হাসিনার বাণীতে কলঙ্কমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা