ইউ এস বাংলা নিউজ ডেক্স
তাদেরটা সামনে আসে না, আমাদেরটা আসে- মৌসুমী হামিদ
এ বছরেই বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। চলতি বছর ১২ জানুয়ারি ভালোবেসে লেখক- নির্মাতা আবু সাইয়িদ রানার সঙ্গে ঘর বেঁধেছেন। বিয়ের বছর না পেরোতেই হঠাৎ অভিনেত্রীর মুখে শোনা গেল বিচ্ছেদের কথা। এ নিয়ে বেশ মুখরোচক আলোচনাও চলছে।
সম্প্রতি একটি গণমাধ্যমে মৌসুমী হামিদ কথা বলেছেন সংসার নিয়ে। তার মতে, 'সংসার করাটা খুব সহজ। ভালোবাসার মানুষের সঙ্গে যদি বোঝাপড়াটা সুন্দর হয়, তাহলে সংসার পানির মতো সহজ হয়ে যায়।' সেই সঙ্গে তিনি বলেন, তার সংসার খুব ভালো যাচ্ছে।
বেশ কিছু অনলাইনের সেই খবরগুলো যখন পড়ছিলেন, ঠিক সেই মুহূর্তেই কথা হয় এই অভিনেত্রীর সঙ্গে। কণ্ঠ শুনে অনুমান, খবরটি দেখে ভেঙে পড়েছেন। জানান, বিয়ের এক বছর
হয়নি। এর মধ্যে বিবাহবিচ্ছেদের মনগড়া খবর! মন খারাপ করে বললেন, ‘এই খবর যদি আমার শ্বশুরবাড়ির লোক দেখে, আত্মীয়স্বজন দেখে, তাহলে কী ভাববে?’ তার কথায়, 'আমরা প্রতিটি মানুষ আলাদা। কারো ব্যক্তিগত জীবনে যদি ঝড় আসে সেটা সবার সঙ্গে মিলিয়ে ফেলা একেবারেই উচিত না। শুধু আমাদের শিল্পীদের মধ্যে ডিভোর্স হয় এমন না। আমার মনে হয়, এখন মিডিয়ার মানুষের চেয়ে বাইরের মানুষের ডিভোর্স বেশি হয়। তাদেরটা সামনে আসে না, আমাদেরটা আসে।'
হয়নি। এর মধ্যে বিবাহবিচ্ছেদের মনগড়া খবর! মন খারাপ করে বললেন, ‘এই খবর যদি আমার শ্বশুরবাড়ির লোক দেখে, আত্মীয়স্বজন দেখে, তাহলে কী ভাববে?’ তার কথায়, 'আমরা প্রতিটি মানুষ আলাদা। কারো ব্যক্তিগত জীবনে যদি ঝড় আসে সেটা সবার সঙ্গে মিলিয়ে ফেলা একেবারেই উচিত না। শুধু আমাদের শিল্পীদের মধ্যে ডিভোর্স হয় এমন না। আমার মনে হয়, এখন মিডিয়ার মানুষের চেয়ে বাইরের মানুষের ডিভোর্স বেশি হয়। তাদেরটা সামনে আসে না, আমাদেরটা আসে।'