ঢাবি ভিসির বাসভবন ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ঢাবি ভিসির বাসভবন ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:২৩ 156 ভিউ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসভবন ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি করছে। হাইকোর্টের এক আদেশে ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়। তফসিল অনুযায়ী, ডাকসু কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে স্থগিতাদেশের খবর ক্যাম্পাসে পৌঁছালে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী বিন ইয়ামীন মোল্লা বলেন, “ভিসি স্যারের বাসভবনের সামনে আমরা অবস্থান নিয়েছি। ডাকসু বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন চলবে।” অন্যদিকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ বলেন, “আমরা নির্বাচন স্থগিতের পক্ষে

নই। আমাদের দাবি—ডাকসু নির্বাচন পূর্বঘোষিত সময়েই, অর্থাৎ ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হোক।” শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ডাকসু নির্বাচন নানা কারণে বিলম্বিত হচ্ছে। এবারও নির্বাচন স্থগিত করায় বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন তারা। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচন সময়মতো না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেবেন। এদিকে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থান নিয়েছে। তবে বিক্ষোভকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। ডাকসু নির্বাচন নিয়ে এই অচলাবস্থা বিশ্ববিদ্যালয়জুড়ে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অক্টোবরে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়, হতে পারে বন্যাও ভারতের ৯ প্রতিষ্ঠান ও ৮ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা গাজায় প্রবেশ করেছে ১৫৩টি ত্রাণবাহী ট্রাক: রেড ক্রিসেন্ট সাভারে কোটি টাকার বিষ্ণুমূর্তিসহ গ্রেপ্তার ১ ১০ মিনিটে মানসিক চাপ কমাতে পারে ৬ অভ্যাস বাংলাদেশের জন্য দুঃসংবাদ: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বড় ছাঁটাই আসছে বাজারে সবজির সেঞ্চুরি: ১০০ টাকার নিচে মিলছে না কিছুই রাজনৈতিক অস্থিরতায় রপ্তানিতে ধাক্কা, বিনিয়োগে স্থবিরতা, উচ্চ মূল্যস্ফীতি: ভয়াবহ সংকটে অর্থনীতি পুলিশি বাধায় চারুকলার পর গেণ্ডারিয়াতেও পণ্ড ‘শরৎ উৎসব’: ১৯ বছরের ধারাবাহিকতায় ছেদ তালেবান মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কাবুলে দূতাবাস চালুর ঘোষণা ভারতের, ভারতকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ আখ্যা আওয়ামী লীগ কি সশস্ত্র সংগ্রাম করবে? কারাবন্দীদের উপর নির্যাতন: সংবিধান ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি বেবিচকের এ কেমন সংস্কার! দুদকের মামলার একদিন পরই আসামী উল্টো পুরস্কৃত, পেলেন আরও বড় দায়িত্ব নৃশংস বর্বরতা আর নরকীয়তার ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপিত হল – নূরুল মজিদ হুমায়ূনের নিথর দেহে হাতকড়া লাগিয়ে। ন্যায়বিচারের পথে এক ধাপ এগোল বাংলাদেশ ট্রাম্প নয় শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া ট্রাম্পকে হারিয়ে নোবেল জেতা কে এই মাচাদো? শিশুদের ‘নোবেল’ শান্তি পুরস্কারের জন্য মনোনীত সাতক্ষীরার তরুণ সুদীপ্ত শাহজালাল বিমানবন্দরে ৬৫ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ২