ডিজিটাল পদ্ধতিতে মতামত নেবে নির্বাচন সংস্কার কমিশন – ইউ এস বাংলা নিউজ




ডিজিটাল পদ্ধতিতে মতামত নেবে নির্বাচন সংস্কার কমিশন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৪ | ৮:০৪ 99 ভিউ
নির্বাচনি ব্যবস্থাপনা ও আইনি সংস্কারে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানের মতামত চাইবে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। ডিজিটাল পদ্ধতিতে মতামত নিতে চলতি সপ্তাহে ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ই-মেইল আইডি প্রকাশ করবে কমিশন। সোমবার নির্বাচন ভবনে কমিশনের বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। নির্বাচন বিষয়ে যে কেউ যে কোনো মতামত দিতে পারেন দাবি করে তিনি বলেন, উন্মুক্ত মতামত নেওয়া হবে। আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি। এতে কী থাকা উচিত, তা নিয়ে আলোচনা করেছি। আমাদের ফেসবুক পেজ হবে, আমাদের ই-মেইল হবে। সবার কাছ থেকে তথ্য, প্রস্তাব ও সুপারিশ চাইব। ওয়েবসাইট ইসির ওয়েবসাইটের সাবডোমেইন হবে। এক সপ্তাহের

মধ্যেই হয়ে যাবে। মতামত দেওয়ার ক্ষেত্রে বিষয় নির্দিষ্ট করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা উন্মুক্ত মতামত নেব। কোনো বিষয় নির্দিষ্ট করে দেব না। বিগত সংসদ নির্বাচনে যেসব অনিয়ম, ব্যত্যয় ঘটেছে, এগুলো কমিশন চিহ্নিত করবে জানিয়ে তিনি বলেন, ভালো কিছু হয়ে থাকলে সেগুলোও আমরা চিহ্নিত করব। নির্বাচনি প্রক্রিয়া পর্যালোচনা করে যেসব ব্যত্যয় পাওয়া যাবে, তা চিহ্নিত করে এ বিষয়ে সুপারিশ করব। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ থাকবে জানিয়ে তিনি বলেন, তবে সে কথা বলার সময় এখনো আসেনি। আমরা নির্বাচন কর্মকর্তা ও কমিশনের বিষয়ও পর্যালোচনা করব। নির্বাচনের কোন বিষয়গুলোয় সংস্কার আসছে- এমন প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন,

আমরা জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের আইন ও বিধিমালার লাইন ধরে ধরে পর্যালোচনা করছি। আরপিও আমরা গভীরভাবে পর্যালোচনা করছি। জাতীয় নির্বাচনের জন্য এটা মাদার অব ল। সীমানা পুনর্নির্ধারণ আইন, ভোটার তালিকা আইন, ইসি সচিবালয় আইনÑসবই দেখছি। গভীরভাবে পর্যালোচনা করছি। কী কী বিষয়ে সুপারিশ করব, তা এখনো বলার মতো অবস্থায় আসেনি। নির্বাচন কমিশন নিয়োগের আইন অগ্রাধিকার দিয়ে সংস্কার করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সরকার যখন চাইবে আশা করি তখনই আমরা ওনাদের একটা খসড়া দিতে পারব। এটার সঙ্গে অনেক বিষয় যুক্ত আছে। আলোচনার ভিত্তিতে হলে ভালো হবে। জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ করবেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,

এটাও আমাদের এখতিয়ারবহির্ভূত। এ বিষয়ে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের সংঘর্ষ, হতাহত বহু শাহবাগ মোড় ছেড়ে শহীদ মিনারে শিক্ষকরা এআই চ্যালেঞ্জ নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে ইসির আলোচনা রাকসু নির্বাচন: কেন্দ্রে মোবাইল-ক্যামেরা নিতে পারবেন না ভোটাররা ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮ মিরপুরে অগ্নিকাণ্ড: হতাহতদের সহায়তার ঘোষণা, তদন্ত কমিটি যুগ পার হলেও ডিমিউচ্যুয়ালাইজেশনের সুফল আসেনি শেয়ারবাজারে উদ্ধার হয়নি চাইনিজ রাইফেল-এসএমজি-আড়াই লাখ গুলি, নির্বাচনে নিরাপত্তা শঙ্কা চাকসু ভোটের ফলাফল বৃহস্পতিবার ‘ইত্যাদি’ এবার কুড়িগ্রামে দেশের পর্দায় মানবতা বনাম কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বন্দ্বের সিনেমা সারাদেশে একযোগে লালন উৎসব ও মেলা করবে শিল্পকলা একাডেমি ৩৫ বছর পর চাকসু নির্বাচন আজ পুয়ের্তো রিকোকে গোলবন্যায় ভাসিয়ে আর্জেন্টিনার বিশাল জয় বাংলাদেশকে মাত্র ৯৩ রানে গুটিয়ে, হোয়াইটওয়াশ করলো আফগানিস্তান মিরপুরের আগুনে মৃত্যু বেড়ে ১৬ শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা রাসায়নিকের বিষাক্ত ধোঁয়ায় অজ্ঞান, পুড়ে অঙ্গার শ্রমিকরা: ফায়ার সার্ভিস নিহতদের মুখ ঝলসে যাওয়ায় পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ পরীক্ষা মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী