ট্রাম্পের হুমকিকে ভয় পাই না: শেইনবাউম – ইউ এস বাংলা নিউজ




ট্রাম্পের হুমকিকে ভয় পাই না: শেইনবাউম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৪৬ 64 ভিউ
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে গুরুত্ব দিচ্ছেন না বলেই জানিয়েছেন। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে উল্লেখ করেছেন, তার সরকার এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মেক্সিকোর বিরুদ্ধে ব্যাপক বহিষ্কার নীতি, বর্ধিত বাণিজ্য শুল্ক এবং মাদক চক্রের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর মতো হুমকি দিয়েছেন। এ বিষয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে শেইনবাউম জানান, তিনি ট্রাম্পের বক্তব্য নিয়ে ভয় পান না, বরং তার সরকার জনগণের সমর্থনকেই ভয় পায়। তিনি এ সময় জোর দিয়ে বলেন, ‘যখন একজনের বিশ্বাস ও নীতিতে দৃঢ়তা থাকে, তখন ভয় পাওয়ার কী আছে?’ একই সঙ্গে, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে চলমান সংলাপ এসব উদ্বেগ

কমিয়ে আনছে বলেও উল্লেখ করেন শেইনবাউম। ট্রাম্প সম্প্রতি মেক্সিকোর মাদক চক্রকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছেন এবং অবৈধ অভিবাসন নিয়ে দেশটির কর্তৃপক্ষের সমালোচনা করেছেন। বুধবার প্রকাশিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক নোটিশ অনুযায়ী, ট্রেন দে আরাগুয়া, এমএস-১৩, সিনালোয়া কার্টেল ও জলিস্কো নিউ জেনারেশন কার্টেলসহ বেশ কয়েকটি অপরাধী সংগঠনকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। এ প্রসঙ্গে শেইনবাউম বলেন, মাদক চক্রের ওপর গুপ্তচরবৃত্তি এবং ফেন্টানিল ল্যাব খোঁজার জন্য সাম্প্রতিক মার্কিন ড্রোন অভিযান আসলে দীর্ঘদিনের সহযোগিতার অংশ। তিনি বলেন, ‘প্রথমত, এখানে কিছুই অবৈধ হচ্ছে না। এটি আসলে বহু বছর ধরে চলমান সহযোগিতা, নতুন কিছু নয়’। সূত্র আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউক্রেনের হামলায় রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধানাগারে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু নদ-নদীর পানি বাড়তে পারে, ৯ জেলায় বন্যার আভাস ছাগলকাণ্ডের সেই মতিউর রহমান ও তার স্ত্রী রিমান্ডে সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে অসন্তুষ্ট আদালত, আপ্রাণ চেষ্টার নির্দেশ ‘উৎসাহ ও উৎসব’ বোনাসের লাগাম টানছে সরকার সাদা পাথর লুটকাণ্ডে বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেফতার চাঞ্চল্যকর শিক্ষক হত্যা মামলায় ছেলে গ্রেফতার আইভরি কোস্টের প্রেসিডেন্ট প্রার্থী কে এই ‘লৌহমানবী’ চার্লি কার্ক হত্যাকাণ্ড: ২২ বছর বয়সী উগ্রবাদী তরুণ রবিনসন গ্রেপ্তার কৃষি মন্ত্রণালয়ে সার আমদানিতে নজিরবিহীন লুটপাট নিয়ে ব্যাপক সমালোচনা পুলিশের গাড়ির সামনেই ‘জয় বাংলা’ স্লোগান, উজ্জীবিত আওয়ামী লীগ ইউনূস সরকারের নয়া বন্দোবস্ত: বহির্বিশ্বে হয়রানির শিকার বাংলাদেশি পাসপোর্টধারীরা রক্ষণশীল তারকা রাজনীতিবিদ কার্কের মৃত্যু রক্ষণশীলদের হাতেই? যে কালসাপ লালন-পালন করেছেন এতকাল এখন কেন তার ভয়ে ভীত ডা. জাহেদ? সরকারঘনিষ্ঠ সিন্ডিকেটের দৌরাত্ম্যে জিম্মি শ্রমিকরা, মালয়েশিয়া যাওয়ার খরচ বেড়ে ১ লাখ ৬২ হাজার টাকা পশ্চিমবঙ্গেও নেপালের মতো অভ্যুত্থানের ডাক দিয়ে ১৪ মামলা খেলেন বিজেপি নেতা! জঙ্গিবাদের আঁতুড়ঘর পাকিস্তানে সেনাবহরে জঙ্গি হামলায় ১২ সেনা নিহত, বেহাত সমরাস্ত্র-ড্রোন ভাঙ্গায় ৩ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা সহকারী শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা