ট্রাম্পের হুমকিকে ভয় পাই না: শেইনবাউম – ইউ এস বাংলা নিউজ




ট্রাম্পের হুমকিকে ভয় পাই না: শেইনবাউম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৪৬ 38 ভিউ
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে গুরুত্ব দিচ্ছেন না বলেই জানিয়েছেন। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে উল্লেখ করেছেন, তার সরকার এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মেক্সিকোর বিরুদ্ধে ব্যাপক বহিষ্কার নীতি, বর্ধিত বাণিজ্য শুল্ক এবং মাদক চক্রের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর মতো হুমকি দিয়েছেন। এ বিষয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে শেইনবাউম জানান, তিনি ট্রাম্পের বক্তব্য নিয়ে ভয় পান না, বরং তার সরকার জনগণের সমর্থনকেই ভয় পায়। তিনি এ সময় জোর দিয়ে বলেন, ‘যখন একজনের বিশ্বাস ও নীতিতে দৃঢ়তা থাকে, তখন ভয় পাওয়ার কী আছে?’ একই সঙ্গে, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে চলমান সংলাপ এসব উদ্বেগ

কমিয়ে আনছে বলেও উল্লেখ করেন শেইনবাউম। ট্রাম্প সম্প্রতি মেক্সিকোর মাদক চক্রকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছেন এবং অবৈধ অভিবাসন নিয়ে দেশটির কর্তৃপক্ষের সমালোচনা করেছেন। বুধবার প্রকাশিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক নোটিশ অনুযায়ী, ট্রেন দে আরাগুয়া, এমএস-১৩, সিনালোয়া কার্টেল ও জলিস্কো নিউ জেনারেশন কার্টেলসহ বেশ কয়েকটি অপরাধী সংগঠনকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। এ প্রসঙ্গে শেইনবাউম বলেন, মাদক চক্রের ওপর গুপ্তচরবৃত্তি এবং ফেন্টানিল ল্যাব খোঁজার জন্য সাম্প্রতিক মার্কিন ড্রোন অভিযান আসলে দীর্ঘদিনের সহযোগিতার অংশ। তিনি বলেন, ‘প্রথমত, এখানে কিছুই অবৈধ হচ্ছে না। এটি আসলে বহু বছর ধরে চলমান সহযোগিতা, নতুন কিছু নয়’। সূত্র আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টর্নেডোর তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রাণহানি বেড়ে ২১ ‘বলেন তো, আপনার স্বামী কয়জন’, মমতাজকে পিপি ৭৩-পূর্ব সীমানার ভিত্তিতে নির্বাচনের দাবি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধ করল ভারত ভারতের সেনাবাহিনী ‘কাগুজে বাঘ’ গাজায় অব্যাহত ইসরাইলি হামলা, নিহত আরও ৫৯ দুপুরের মধ্যে পাঁচ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস আসছে বৈদেশিক ঋণের ২০০ নতুন প্রকল্প ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন করবেন ট্রাম্প কারিগরি ঝুঁকির মুখে ইসির তথ্যভান্ডার হজযাত্রীদের সুরক্ষায় নতুন পদক্ষেপ সৌদির সুদ ভর্তুকি বেতন ব্যয়ের চাপ বিএসবি গ্লোবালের ৬০০ কোটি টাকার জমির সন্ধান ২৩ বছর পর লিগ চ্যাম্পিয়ন মোহামেডান সৌদি আরব পৌঁছেছেন ৪৮ হাজার ৬৬১ জন হজযাত্রী ভারতের ‘ডামি যুদ্ধবিমান’র ফাঁদে পা দিয়েছিল পাকিস্তান মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে ঘনিষ্ঠতা, ভারতে নারী ইউটিউবার গ্রেপ্তার বিসিবি সভাপতিকে জিজ্ঞাসাবাদ করবে দুদক পিএসএলের দল কালান্দার্সে যোগ দিলেন সাকিব