ট্রাম্পের হুমকিকে ভয় পাই না: শেইনবাউম – ইউ এস বাংলা নিউজ




ট্রাম্পের হুমকিকে ভয় পাই না: শেইনবাউম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৪৬ 59 ভিউ
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে গুরুত্ব দিচ্ছেন না বলেই জানিয়েছেন। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে উল্লেখ করেছেন, তার সরকার এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মেক্সিকোর বিরুদ্ধে ব্যাপক বহিষ্কার নীতি, বর্ধিত বাণিজ্য শুল্ক এবং মাদক চক্রের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর মতো হুমকি দিয়েছেন। এ বিষয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে শেইনবাউম জানান, তিনি ট্রাম্পের বক্তব্য নিয়ে ভয় পান না, বরং তার সরকার জনগণের সমর্থনকেই ভয় পায়। তিনি এ সময় জোর দিয়ে বলেন, ‘যখন একজনের বিশ্বাস ও নীতিতে দৃঢ়তা থাকে, তখন ভয় পাওয়ার কী আছে?’ একই সঙ্গে, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে চলমান সংলাপ এসব উদ্বেগ

কমিয়ে আনছে বলেও উল্লেখ করেন শেইনবাউম। ট্রাম্প সম্প্রতি মেক্সিকোর মাদক চক্রকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছেন এবং অবৈধ অভিবাসন নিয়ে দেশটির কর্তৃপক্ষের সমালোচনা করেছেন। বুধবার প্রকাশিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক নোটিশ অনুযায়ী, ট্রেন দে আরাগুয়া, এমএস-১৩, সিনালোয়া কার্টেল ও জলিস্কো নিউ জেনারেশন কার্টেলসহ বেশ কয়েকটি অপরাধী সংগঠনকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। এ প্রসঙ্গে শেইনবাউম বলেন, মাদক চক্রের ওপর গুপ্তচরবৃত্তি এবং ফেন্টানিল ল্যাব খোঁজার জন্য সাম্প্রতিক মার্কিন ড্রোন অভিযান আসলে দীর্ঘদিনের সহযোগিতার অংশ। তিনি বলেন, ‘প্রথমত, এখানে কিছুই অবৈধ হচ্ছে না। এটি আসলে বহু বছর ধরে চলমান সহযোগিতা, নতুন কিছু নয়’। সূত্র আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হৃতিক বনাম রজনীকান্ত—কে কাকে টেক্কা দিচ্ছেন? স্বর্ণের অভিশাপে মৃত্যুপুরী তানজানিয়ার গ্রাম ১০ ডিসেম্বরের মধ্যে যারা সৌদি যাবেন, তাদের জন্য সুখবর ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যোগ দিচ্ছেন জার্মানি ও ইইউ নেতারাও ফিটনেসবিহীন গাড়ি-অসুস্থ চালকে বাড়ছে দুর্ঘটনা নিউইয়র্কে ক্লাবে বন্দুকধারীর গুলি, নিহত ৩ চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ৫টি ওয়াগন লাইনচ্যুত কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশ ‘এরিন’ কখন কোথায় আঘাত হানবে? মিয়ানমারের নির্বাচন ঘিরে ভারত–চীন প্রতিযোগিতা, নজর গোটা অঞ্চলের ঐন্দ্রিলাকে অঙ্কুশের বিয়ে করতে না পারার কারণ তাহলে এই প্রশাসনিক পদে বড় রদবদল মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট এনটিআরসিএ: সুপারিশ পাচ্ছেন ৪১ হাজারের বেশি প্রার্থী এশিয়া কাপের দলে বাবরের না থাকা নিয়ে যা বলছেন কোচ চবির ভিসি ও প্রো-ভিসি অবরুদ্ধ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিলে ভেসে উঠল বস্তাবন্দি গলিত লাশ অনিন্দ্য ও তার দুই সহযোগী ৫ দিনের রিমান্ডে নীতা আম্বানির ১৩৮ কোটি টাকার বিলাসবহুল গাড়ি