ট্রাম্পের হুমকিকে ভয় পাই না: শেইনবাউম – ইউ এস বাংলা নিউজ




ট্রাম্পের হুমকিকে ভয় পাই না: শেইনবাউম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৪৬ 10 ভিউ
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে গুরুত্ব দিচ্ছেন না বলেই জানিয়েছেন। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে উল্লেখ করেছেন, তার সরকার এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মেক্সিকোর বিরুদ্ধে ব্যাপক বহিষ্কার নীতি, বর্ধিত বাণিজ্য শুল্ক এবং মাদক চক্রের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর মতো হুমকি দিয়েছেন। এ বিষয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে শেইনবাউম জানান, তিনি ট্রাম্পের বক্তব্য নিয়ে ভয় পান না, বরং তার সরকার জনগণের সমর্থনকেই ভয় পায়। তিনি এ সময় জোর দিয়ে বলেন, ‘যখন একজনের বিশ্বাস ও নীতিতে দৃঢ়তা থাকে, তখন ভয় পাওয়ার কী আছে?’ একই সঙ্গে, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে চলমান সংলাপ এসব উদ্বেগ

কমিয়ে আনছে বলেও উল্লেখ করেন শেইনবাউম। ট্রাম্প সম্প্রতি মেক্সিকোর মাদক চক্রকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছেন এবং অবৈধ অভিবাসন নিয়ে দেশটির কর্তৃপক্ষের সমালোচনা করেছেন। বুধবার প্রকাশিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক নোটিশ অনুযায়ী, ট্রেন দে আরাগুয়া, এমএস-১৩, সিনালোয়া কার্টেল ও জলিস্কো নিউ জেনারেশন কার্টেলসহ বেশ কয়েকটি অপরাধী সংগঠনকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। এ প্রসঙ্গে শেইনবাউম বলেন, মাদক চক্রের ওপর গুপ্তচরবৃত্তি এবং ফেন্টানিল ল্যাব খোঁজার জন্য সাম্প্রতিক মার্কিন ড্রোন অভিযান আসলে দীর্ঘদিনের সহযোগিতার অংশ। তিনি বলেন, ‘প্রথমত, এখানে কিছুই অবৈধ হচ্ছে না। এটি আসলে বহু বছর ধরে চলমান সহযোগিতা, নতুন কিছু নয়’। সূত্র আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুয়েট প্রশাসন ও ছাত্র রাজনীতিকে ‘লাল কার্ড’ বাকি এগারো মাস কেউ খোঁজ রাখেন না একুশের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির লোমহর্ষক বর্ণনা ম্যাচ শেষে শামির পরামর্শ নিলেন তাসকিন প্রথম শুনানিতে আদালতে ইউন যুক্তরাজ্যে রেকর্ড ছাড়িয়েছে মুসলিমবিদ্বেষ ভারত নিয়ে ট্রাম্প মাস্কের ‘মতানৈক্য’ মালয়েশিয়ায় অনলাইন প্রতারণা: বাংলাদেশিসহ ৪৬ অভিবাসী গ্রেফতার চীনা ঋণ পুনঃতফসিলের অনুরোধ পাকিস্তানের পোস্টারের পর সিনেমাতেও কাটা পড়লেন উর্বশী বিশ্বের সবচেয়ে শক্তিশালী ‘গুপ্তচর ক্যামেরা’ বানিয়ে সাড়া ফেলল চীন ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা ‘দেশে বিরাজনীতিকরণের চক্রান্তে লিপ্তরা কুয়েটকে অস্থিতিশীল করতে চাচ্ছে’ গাজায় যাচ্ছে ১৫টি ভ্রাম্যমাণ বাড়ি বহনকারী ট্রাক জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৮ এপ্রিল মিসরে আবারও আবিষ্কৃত হল ফারাওয়ের সমাধি ট্রাম্পের হুমকিকে ভয় পাই না: শেইনবাউম যোগী আদিত্যনাথকে একহাত নিলেন গায়ক বিশাল সালমানের বিরুদ্ধে জ্যাকুলিনকে নকল করার অভিযোগ