
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

বিশ্বের শীর্ষ দশ ধনীর স্ত্রীরা কী করেন?

মোদিকে প্রশংসায় ভাসালেন নেপালের হবু সরকারপ্রধান সুশীলা

নেপালে সেনাশাসন চাইছেন সেনাপ্রধান

নেপালে জেন-জি আন্দোলনে ক্ষতি ২০০ বিলিয়ন রুপি

মালয়েশিয়ায় পুলিশের ওপর হামলায় ক্ষুব্ধ স্বরাষ্ট্রমন্ত্রী

গহরই হতে পারেন পিটিআইয়ের শেষ ভরসা

‘পিটার হাসের কোম্পানি’ থেকে ১ লাখ কোটি টাকার এলএনজি কিনবে সরকার
ট্রাম্পের ‘ডেটিং’ প্রস্তাব নিয়ে মুখ খুললেন এমা থম্পসন

হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী এমা থম্পসন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে চাঞ্চল্যকর একটি বিষয় সামনে এনেছেন। প্রায় তিন দশক আগে ট্রাম্প নাকি এমাকে ডেটিংয়ের প্রস্তাব দিয়েছিলেন। সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত হয়ে ব্রিটিশ অভিনেত্রী এমা থম্পসন এ ঘটনা শেয়ার করেন।ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন এবং এক চমকপ্রদ ঘটনার মাঝে ট্রাম্প্রের সেই প্রস্তাবও উঠে আসে আলোচনায়।
হ্যারি পটার খ্যাত এই অভিনেত্রী জানান, তার বিবাহবিচ্ছেদের দিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন করে ডেটের প্রস্তাব দিয়েছিলেন।
ট্রাম্পকে নিয়ে থম্পসন বলেন, ১৯৯৮ সালে রাজনৈতিক ব্যঙ্গচিত্রভিত্তিক চলচ্চিত্র প্রাইমারি কালারস- এর শুটিং চলাকালে তার ট্রেলারের ভ্যান থেকে একটি ফোন আসে। ফোনের
ওপাশ থেকে শোনা যায়, ‘হ্যালো, আমি ডোনাল্ড ট্রাম্প বলছি।’ যদিও শুরুতে তিনি ভেবেছিলেন, এটি কোনো মজা বা প্র্যাঙ্ক কল। কিন্তু ট্রাম্প সরাসরি বলেন, ‘আমার এখানে কোনো একটি সুন্দর জায়গায় এসে থাকুন, হয়তো আমরা একসাথে ডিনার করতে পারি।’ থম্পসন ভদ্রভাবে উত্তর দেন, ‘খুবই সুন্দর বলেছেন। ধন্যবাদ, আমি ভেবে দেখব।’ যদিও শুরুতে এমা নিশ্চিত ছিলেন না যে, তাকে আসলেই ডোনাল্ড ট্রাম্প কল করেছিলেন কি না। তবে পরে বুঝতে পারেন, এটা ট্রাম্পই ছিল। তখন সদ্যই অভিনেত্রীর প্রাক্তন স্বামী মারলা মেপলসের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। থম্পসন মনে করেন, ট্রাম্প সম্ভবত সেই সময়ে উপযুক্ত সঙ্গিনী খুঁজছিলেন আর এজন্যই হয়তো তার নম্বর পর্যন্ত বের করে ফেলেছিলেন। সেই ঘটনা প্রসঙ্গে
এমা মজা করে আরও বলেন, ‘আমি যদি হ্যাঁ বলতাম, হয়তো আমেরিকার ইতিহাসই অন্যরকম হতো!’ উল্লেখ্য, হলিউডে দীর্ঘ চার দশকের অভিনয় জীবন কাটানো এ অভিনেত্রী এখন পর্যন্ত দু’বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
ওপাশ থেকে শোনা যায়, ‘হ্যালো, আমি ডোনাল্ড ট্রাম্প বলছি।’ যদিও শুরুতে তিনি ভেবেছিলেন, এটি কোনো মজা বা প্র্যাঙ্ক কল। কিন্তু ট্রাম্প সরাসরি বলেন, ‘আমার এখানে কোনো একটি সুন্দর জায়গায় এসে থাকুন, হয়তো আমরা একসাথে ডিনার করতে পারি।’ থম্পসন ভদ্রভাবে উত্তর দেন, ‘খুবই সুন্দর বলেছেন। ধন্যবাদ, আমি ভেবে দেখব।’ যদিও শুরুতে এমা নিশ্চিত ছিলেন না যে, তাকে আসলেই ডোনাল্ড ট্রাম্প কল করেছিলেন কি না। তবে পরে বুঝতে পারেন, এটা ট্রাম্পই ছিল। তখন সদ্যই অভিনেত্রীর প্রাক্তন স্বামী মারলা মেপলসের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। থম্পসন মনে করেন, ট্রাম্প সম্ভবত সেই সময়ে উপযুক্ত সঙ্গিনী খুঁজছিলেন আর এজন্যই হয়তো তার নম্বর পর্যন্ত বের করে ফেলেছিলেন। সেই ঘটনা প্রসঙ্গে
এমা মজা করে আরও বলেন, ‘আমি যদি হ্যাঁ বলতাম, হয়তো আমেরিকার ইতিহাসই অন্যরকম হতো!’ উল্লেখ্য, হলিউডে দীর্ঘ চার দশকের অভিনয় জীবন কাটানো এ অভিনেত্রী এখন পর্যন্ত দু’বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।