ট্রাম্পের একের পর এক স্থগিতাদেশ, জেগে উঠছে আমেরিকানরা? – ইউ এস বাংলা নিউজ




ট্রাম্পের একের পর এক স্থগিতাদেশ, জেগে উঠছে আমেরিকানরা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫ | ৯:৫৮ 102 ভিউ
সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার (ডি-এন ওয়াই) ফেডারেল অর্থায়ন স্থগিতাদেশ সম্পর্কিত স্মারকের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেন এবং এর প্রত্যাহারের কৃতিত্ব আমেরিকার জনগণকে দেন। স্থানীয় সময় বুধবার (৩০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে শুমার বলেন, ‘আজ আমরা দেখলাম কী ঘটে যখন আমেরিকানরা বিপর্যয়কর নীতির বিরুদ্ধে লড়াই করে। আমেরিকানরা তাদের কণ্ঠস্বর স্পষ্ট করেছে। ডোনাল্ড ট্রাম্প ওএমবি নির্দেশ প্রত্যাহার করেছেন।’ গত মঙ্গলবার ফেডারেল বিচারক এই আদেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেন, যা অন্তত আগামী সপ্তাহ পর্যন্ত কার্যকর থাকবে। এর পরদিনই হোয়াইট হাউসের বাজেট অফিস (ওএমবি) সোমবারের বিতর্কিত স্মারকটি প্রত্যাহার করে, যা দেশের বিভিন্ন ফেডারেল কর্মসূচিকে স্থবির করেছিল। এই সিদ্ধান্তের বিপরীতে কংগ্রেসে তীব্র প্রতিক্রিয়া দেখা

দেয়। কারণ, আইনপ্রণেতারা অসংখ্য ফোন কল পান, যেখানে নাগরিকরা জানতে চান কোন কোন কর্মসূচি প্রভাবিত হবে এবং মেডিকেডসহ বিভিন্ন ওয়েব পোর্টালে প্রবেশসংক্রান্ত সমস্যার কথা জানান। শুমার বলেন, ‘যখন ট্রাম্প প্রশাসন সোমবার রাতে এই ভয়ংকর নির্দেশনা জারি করেছিল, তখনই আমরা বুঝতে পেরেছিলাম এটি স্বল্পদৃষ্টিসম্পন্ন, বিপর্যয়কর, নিষ্ঠুর এবং নির্বোধ।’ তিনি বলেন, ‘সেই সময় যেমন স্পষ্ট ছিল, এখনও তেমনই স্পষ্ট যে এই নির্দেশনা কোনো বাস্তব উপলব্ধি ছাড়াই দেওয়া হয়েছিল—এটির প্রকৃত প্রভাব কী হবে, তা বিবেচনাই করা হয়নি। ফলে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আমেরিকার জনগণ ক্ষুব্ধ হয়ে উঠেছে।’ সোমবার হোয়াইট হাউসের বাজেট অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ম্যাথিউ ভেথ বিভিন্ন অনুদান, ঋণ এবং অর্থায়ন সহায়তা কার্যক্রম

স্থগিতের নির্দেশ দেন, যাতে ট্রাম্পের বেশ কয়েকটি নির্বাহী আদেশ অনুসারে তা সামঞ্জস্যপূর্ণ হয়। এই নির্দেশের মধ্যে ছিল বেশিরভাগ বিদেশি উন্নয়ন সহায়তা ৯০ দিনের জন্য স্থগিত করা, সমস্ত ফেডারেল বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি বাতিল করা এবং বাইডেন প্রশাসনের ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের অধীনে অর্থায়ন করা জলবায়ু কর্মসূচিগুলো স্থগিত রাখা। স্মারকে বলা হয়েছিল, ‘ফেডারেল সংস্থাগুলোকে সাময়িকভাবে সকল ফেডারেল আর্থিক সহায়তা প্রদান, বিতরণ এবং সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ রাখতে হবে, যা নির্বাহী আদেশগুলোর আওতায় আসতে পারে।’ তবে বুধবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জোর দিয়ে বলেন, ট্রাম্পের নির্বাহী আদেশ, যেখানে বিদেশি সহায়তা স্থগিত, ডিইআই কর্মসূচি বাতিল এবং অন্যান্য নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো সম্পূর্ণ কার্যকর থাকবে। তিনি

এক বিবৃতিতে বলেন, আদালতের রায় এবং ভুয়া গণমাধ্যমের ভুল ব্যাখ্যার ফলে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে ওএমবি স্মারকটি প্রত্যাহার করেছে। তবে প্রেসিডেন্টের অর্থায়ন পর্যালোচনার নির্বাহী আদেশগুলো পুরোপুরি কার্যকর রয়েছে এবং এগুলো কঠোরভাবে বাস্তবায়ন করবে সমস্ত সংস্থা ও বিভাগ। তিনি আরও বলেন, ‘এই পদক্ষেপের ফলে মামলাটিও কার্যত শেষ হয়ে যাবে এবং সরকার এখন প্রেসিডেন্টের আদেশ কার্যকর করে ফেডারেল ব্যয় নিয়ন্ত্রণের দিকে মনোযোগ দিতে পারবে। আগামী সপ্তাহ ও মাসগুলোতে আরও নির্বাহী পদক্ষেপ নেওয়া হবে, যাতে ফেডারেল অর্থের অপ্রয়োজনীয় অপচয় বন্ধ করা যায়।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিম ও সবজির দামে অস্বস্তি লিপুর আবেগ বলছে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, যুক্তিতে পথটা ‘দুর্গম’ আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে: অমর্ত্য সেন ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, সবাই ঢাকার আঘাতের চিহ্ন নেই সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহে, স্বজনের কাছে হস্তান্তর টেকনাফ সীমান্তে ফের গোলার শব্দ, অনুপ্রবেশ ঠেকাতে কঠোর বিজিবি নির্বাচক লিপুর দৃষ্টিতে সাইফ একের ভিতর চার কুমিল্লায় বাবা-মা ও ২ সন্তান নিহত: বন্ধ হচ্ছে বিপজ্জনক সেই ইউটার্ন উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনার ১ মাস পর আরেক শিক্ষার্থীর মৃত্যু ভাড়াটিয়া সেজে গৃহকর্ত্রীকে খুন, পরে মামলা তুলে নিতে হুমকি নিউমার্কেটে ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ শ্বশুরবাড়িতে মদপানে জামাইয়ের মৃত্যু ‘প্রযুক্তি সরঞ্জাম সংকট, আইন প্রয়োগে ধীরগতি’ মোমেনকে নিয়ে হজম করতে চেয়েছিলেন ডিসি রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে নতুন উদ্যোগ ঋণপ্রবাহের গতি সর্বনিম্ন নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতি প্রার্থীদের লাগামহীন খেলাপি ঋণ, কমছে সম্পদের পরিমাণ রাজধানীতে নামে-বেনামে অর্ধশতাধিক ‘সিসা বার’ আজকের মুদ্রার রেট: ২৩ আগস্ট ২০২৫