ইউ এস বাংলা নিউজ ডেক্স
ট্রফি নিয়ে সুমাইয়াদের ঘুম, ঋতুপর্ণার চুমো
২০২২ কাতার বিশ্বকাপ জিতে ট্রফি হাতে ঘুমানোর ছবি পোস্ট করে আলোচনায় এসেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এরপর ট্রফি জিতে অনেকেই মেসিকে অনুকরণ করেছেন। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও একইধরনের উদযাপনের ছবি পোস্ট করেছিলেন। এবার নারীদের সাফ জিতে মেসিকে অনুকরণ করলেন বাংলাদেশের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া।
স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। শিরোপা জয়ের পর উল্লাসে মাতে পুরো দল। পুরো দলের সঙ্গে উল্লাসে মেতেছিলেন বাংলাদেশের ফুটবলার সুমাইয়াও।