টেস্ট ক্রিকেটের পাট চুকানোর ঘোষণা ইমরুলের – ইউ এস বাংলা নিউজ




টেস্ট ক্রিকেটের পাট চুকানোর ঘোষণা ইমরুলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪ | ৫:১৫ 33 ভিউ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট একসময়ের ওপেনার ইমরুল কায়েস টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন। এক ফেসবুক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান তিনি। বুধবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দিয়ে ইমরুল বলেন, ১৬ নভেম্বর টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন তিনি। ভিডিওতে দেখা যায়, মিরপুর স্টেডিয়ামের গ্যালারির প্রবেশপথ দিয়ে ইমরুল কায়েস হেঁটে আসছেন। এরপর গ্যালারির একটি সিটে বসে অবসরের সিদ্ধান্তের কথা জানান। ভিডিও বার্তায় ইমরুল কায়েস বলেন, ‘আসসালামু আলাইকুম, আমি ইমরুল কায়েস। আমি বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখেই একটা বিষয় জানাতে চাছি। আমি খুব শীঘ্রই আমার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি।’ এরপরই ইমরুল ঘোষণা দেন,

‘আমি আগামী ১৬ই নভেম্বর আমার টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি এবং সেই সাথে প্রথম শ্রেণীর ক্রিকেটেরও সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি।’ অবসরের ঘোষণা দেওয়া মোটেই সহজ নয়। ইমরুলের কথায় সেটাও উঠে এল, ‘এটি আমার জীবনের ১৭ বছরের সবচেয়ে কঠিন এবং আবেগের একটি মুহূর্ত।’ ভিডিওর শেষে ইমরুল কিছুটা রহস্য রেখে উল্লেখ করেছেন, ‘ফুল স্টোরি, কামিং সুন...’। যার অর্থ তার পুরো ভিডিওবার্তা প্রকাশ করা এখনো বাকি। বুধবার প্রকাশিত ১ মিনিট ২৯ সেকেন্ডের ভিডিওটি শুধুমাত্র একটি প্রমো। প্রসঙ্গত, দেশের হয়ে ৩৯ টেস্টে ইমরুল কায়েসের রান ১৭৯৭ রান। এর মধ্যে তিনটি শতক ও চারটি অর্ধশতক রয়েছে। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন ১৫০ রানের দারুণ এক ইনিংস।

সেটাই হয়ে রইল তার ক্যারিয়ার সেরা টেস্ট ইনিংস। সে ইনিংস খেলার পথে তামিম ইকবালের সঙ্গে ৩১২ রানের মহাকাব্যিক এক জুটি গড়েছিলেন ইমরুল। এই জুটির সুবাদেই হয়ত বহু বছর পরেও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে ফিরবে এই ওপেনারের নাম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এক ট্রেন থেকে লাফ দিলেও অন্য ট্রেনে কাটা পড়ে নিহত ১২ বেক্সিমকো কারখানা খোলার দাবিতে শ্রমিকদের ভাঙচুর-আগুন ২২ জানুয়ারি পালটে যায় মেহজাবীনের জীবন খুলনার বাঘদের বশ মানিয়ে জয়ের হ্যাটট্রিক বরিশালের বাবা-মা চাননি আমি পৃথিবীতে আসি: অপু বিশ্বাস এক ট্রেন থেকে লাফ দিলেও অন্য ট্রেনে কাটা পড়ে নিহত ১২ যেভাবে রাখির চ্যালেঞ্জের জবাব দিলেন হানিয়া আমির রাজশাহীতে ফুটছে আমের মুকুল, ঘন কুয়াশায় ক্ষতির শঙ্কা চাষিদের অর্থমন্ত্রীকে খুশি করতেই পশ্চিম তীরে হামলার নির্দেশ নেতানিয়াহুর যুদ্ধবিরতির মাঝেই পশ্চিম তীরে ইসরাইলের উচ্ছেদ অভিযান সীমান্তে বন্দুকযুদ্ধে দুই নারীসহ নিহত ১৪ মোদী-ট্রাম্প সমীকরণে বাংলাদেশের ভবিষ্যৎ মনে মনে কত ছবি এঁকেছি: নুসরাত ফারিয়া পলকের মেজাজ খারাপ হলেই ডাক পড়তো নুসরাত ফারিয়ার মাথার মূল্য এক কোটি টাকা! ট্রাম্পের প্রথম টার্গেট চীন, দ্বিতীয় ভারত সাবেক এমপি শাহীন চাকলাদারকে ৪ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত হুমকি দেওয়া বিমানের সেই ফ্লাইটে তল্লাশি চালিয়ে যা জানাল কর্তৃপক্ষ ইরানে সামরিক বিমান বিধ্বস্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু অমর উক্তি আজও অনুপ্রেরণার উৎস