টেস্ট ক্রিকেটের পাট চুকানোর ঘোষণা ইমরুলের – ইউ এস বাংলা নিউজ




টেস্ট ক্রিকেটের পাট চুকানোর ঘোষণা ইমরুলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪ | ৫:১৫ 65 ভিউ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট একসময়ের ওপেনার ইমরুল কায়েস টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন। এক ফেসবুক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান তিনি। বুধবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দিয়ে ইমরুল বলেন, ১৬ নভেম্বর টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন তিনি। ভিডিওতে দেখা যায়, মিরপুর স্টেডিয়ামের গ্যালারির প্রবেশপথ দিয়ে ইমরুল কায়েস হেঁটে আসছেন। এরপর গ্যালারির একটি সিটে বসে অবসরের সিদ্ধান্তের কথা জানান। ভিডিও বার্তায় ইমরুল কায়েস বলেন, ‘আসসালামু আলাইকুম, আমি ইমরুল কায়েস। আমি বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখেই একটা বিষয় জানাতে চাছি। আমি খুব শীঘ্রই আমার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি।’ এরপরই ইমরুল ঘোষণা দেন,

‘আমি আগামী ১৬ই নভেম্বর আমার টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি এবং সেই সাথে প্রথম শ্রেণীর ক্রিকেটেরও সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি।’ অবসরের ঘোষণা দেওয়া মোটেই সহজ নয়। ইমরুলের কথায় সেটাও উঠে এল, ‘এটি আমার জীবনের ১৭ বছরের সবচেয়ে কঠিন এবং আবেগের একটি মুহূর্ত।’ ভিডিওর শেষে ইমরুল কিছুটা রহস্য রেখে উল্লেখ করেছেন, ‘ফুল স্টোরি, কামিং সুন...’। যার অর্থ তার পুরো ভিডিওবার্তা প্রকাশ করা এখনো বাকি। বুধবার প্রকাশিত ১ মিনিট ২৯ সেকেন্ডের ভিডিওটি শুধুমাত্র একটি প্রমো। প্রসঙ্গত, দেশের হয়ে ৩৯ টেস্টে ইমরুল কায়েসের রান ১৭৯৭ রান। এর মধ্যে তিনটি শতক ও চারটি অর্ধশতক রয়েছে। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন ১৫০ রানের দারুণ এক ইনিংস।

সেটাই হয়ে রইল তার ক্যারিয়ার সেরা টেস্ট ইনিংস। সে ইনিংস খেলার পথে তামিম ইকবালের সঙ্গে ৩১২ রানের মহাকাব্যিক এক জুটি গড়েছিলেন ইমরুল। এই জুটির সুবাদেই হয়ত বহু বছর পরেও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে ফিরবে এই ওপেনারের নাম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় ২ বোন হত্যা, মাস্ক-ক্যাপ পরা সেই ব্যক্তি গ্রেফতার ‘পরমাণু অস্ত্র নয়, শান্তিই চাই’, বিশ্বকে বার্তা পেজেশকিয়ান থাকছে না পুলিশের হাতে মারণাস্ত্র মধ্যপ্রাচ্যের যে দেশ থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স এলো ‘আলোচনার জন্য’ নিজ দেশে পাকিস্তানের হাইকমিশনার আইভীর জামিন নামঞ্জুর, কারাগারে ডিভিশন মঞ্জুর ৪ জেলায় বন্যার আভাস যুদ্ধবিরতির পর ভারত ও পাকিস্তান যা দাবি করছে মোদি এখন বুঝতে পারছেন পাকিস্তানের মুখোমুখি হওয়া কতটা ব্যয়বহুল: আফ্রিদি সন্ত্রাসী হামলার পর কাশ্মীরের অর্থনৈতিক-কূটনৈতিক অবস্থা ভেঙে পড়েছে ফ্যাসিস্ট ইউনুস সরকারের রাজনৈতিক নিষেধাজ্ঞা: স্বাধীনতা ও গণতন্ত্রের উপর নিষ্ঠুর আঘাত সকালের মধ্যে ৬ জেলায় ঝড় ও বৃষ্টির আশঙ্কা ২ লাখেরও বেশি নার্স-সংকট, সাদা পোশাক ফেরত চান তারা রপ্তানিতে নগদ প্রণোদনা কমছে ১ হাজার কোটি টাকা সাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’ যে কারণে দ্রুত যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত-পাকিস্তান পু‌তি‌নের স‌ঙ্গে বৈঠক কর‌তে তুরস্ক যা‌চ্ছেন জে‌লেন‌স্কি আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে বালোচিস্তানের স্বাধীনতা ঘোষণা করলেন মির ইয়ার বালোচ রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তেই কি লাদেনকে আশ্রয় দেয় পাকিস্তান?