টেকনাফে জেলে-কোস্ট গার্ডের সঙ্গে গোলাগুলি – ইউ এস বাংলা নিউজ




টেকনাফে জেলে-কোস্ট গার্ডের সঙ্গে গোলাগুলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ | ৮:২৮ 47 ভিউ
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড অভিযান চালিয়ে ১ গুলিবিদ্ধসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে। ওই ঘটনায় তাহের নামের আরও এক জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়। আটকরা হলেন- মো. ইলিয়াস , নুর মোহাম্মদ, ও গুলিবিদ্ধ আব্দুল শক্কুর। তারা সবাই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। অভিযানের সময় পাচারচক্রের আরও চার সদস্য সাগরে লাফিয়ে পালিয়ে যায় বলে জানায় কোস্টগার্ড। সোমবার (১৯ মে) দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত আড়াইটায় কোস্টগার্ডের

একটি দল টেকনাফের মেরিন ড্রাইভের তুলাতলী ঘাটসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার সংকেত দিলে পাচারকারীরা গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। এতে কোস্টগার্ড সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় উভয়পক্ষের গোলাগুলিতে আব্দুল শক্কুর নামের একজন পাচারকারী গুলিবিদ্ধ হন। পরে প্রায় এক ঘণ্টার ধাওয়া শেষে নৌকাটি জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।’ মিডিয়া কর্মকর্তা আরও বলেন, ‘পরে নৌকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি এবং আনুমানিক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আহত শক্কুরকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে, স্থানীয় নৌ- ঘাটের সভাপতি মো. হোসাইন বলেন- জেলেদের পেটে ভাত নেই, জীবিকার তাগিদে তারা

সাগরে মাছ শিকারে যাওয়ার পথে হঠাৎ করে কোস্ট গার্ডের সদস্যরা জেলেদের লক্ষ করে গুলিবর্ষণ করেন। এ সময় দুজন গুলিবিদ্ধ হয়। তবে ঐ ট্রলারের মাঝি আবু তাহেরকে এখনো খুঁজে পাচ্ছে না বলে জানিয়েছেন তার স্ত্রী রফিকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেভাবে কোলেস্টেরল কমাবেন মার্কিন-ইসরায়েলি ত্রাণকেন্দ্রে খাবার নিতে এসে নিহত ৭৪৩ ফিলিস্তিনি আফগানদের ইরান ছাড়ার শেষ দিন আজ, কাল থেকে গ্রেপ্তার নৌবাহিনীর তত্ত্বাবধানে সোমবার থেকে এনসিটি চালাবে ড্রাইডক রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসিকে আটকে ‘চাঁদাবাজির’ অভিযোগ সাজা মাথায় নিয়ে ঘুরছিলেন ধামাকার চেয়ারম্যান মোজতবা আলী ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি? টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫১, নিখোঁজ শিশুদের খুঁজছেন উদ্ধারকারীরা জাতীয় শোকের মাস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আগস্ট মাসব্যাপী কর্মসূচি ছয় মাসে মালয়েশিয়ায় ২৬ হাজারের বেশি অভিবাসী আটক বোরকা পরে এসে যুবদল কর্মীকে স্ত্রী-কন্যার সামনে গুলি করে হত্যা সোমবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায় হামাসের যোদ্ধার সংখ্যা ফের ৪০ হাজারে পৌঁছেছে মাগুরা পৌর আ.লীগ সভাপতি বাকি ইমাম গ্রেফতার আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার আর্সেনালে যোগ দিলেন স্পেন দলে ‘রদ্রির বিকল্প’ দুই কোরীয় তারকার প্রেমের সফল পরিণতি ‘নারীদের প্রতি সমাজ-রাষ্ট্রের এক ধরণের অবহেলা আছে’ নিশ্ছিদ্র নিরাপত্তায় শুরু তাজিয়া মিছিল বিক্ষোভে উত্তাল তেলআবিব