টাকার বস্তা নিয়ে নেমেছে লিভারপুল – ইউ এস বাংলা নিউজ




টাকার বস্তা নিয়ে নেমেছে লিভারপুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫ | ৪:৫০ 46 ভিউ
কৃপণ বদনামটা আর লিভারপুলকে দেওয়া যাবে না। দলবদলের বাজারে এখন থেকে তাদের ‘হেভিওয়েট’ বলতে হবে। চলতি মৌসুমে এরই মধ্যে ৩০০ মিলিয়ন পাউন্ডের কাছাকাছি ব্যয় করে ক্লাবের ইতিহাসে খরচের রেকর্ড করে ফেলেছে তারা। ১২০ মিলিয়ন পাউন্ডে নিউক্যাসল থেকে আলেকজান্ডার ইসাককে কেনার গুঞ্জন শোনা যাচ্ছে, আর ক্রিস্টাল প্যালেস থেকে ডিফেন্ডার মার্ক গুয়েহিকেও দলে ভেড়াতে পারে তারা। এ দুটি দলবদল হলে ইংলিশ রেকর্ড ভেঙে দেওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। চলতি দলবদলে লিভারপুল সর্বশেষ দলে ভিড়িয়েছে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের ফরাসি স্ট্রাইকার হুগো একিতিকে। ২৩ বছর বয়সী এ স্ট্রাইকারকে পেতে ৭৯ মিলিয়ন পাউন্ড খরচ করতে হয়েছে তাদের। এর আগে তারা ফ্লোরিন উইর্টজ (১১৬ মিলিয়ন পাউন্ড), মিলোজ কেরকেজ

(৪০ মিলিয়ন পাউন্ড), জেরেমি ফ্রিমপং (২৯.৫ মিলিয়ন পাউন্ড) ও আরমিন পেচসিকে (১ মিলিয়ন পাউন্ড) দলে ভিড়িয়েছে। চলতি দলবদলে এখন পর্যন্ত লিভারপুলের খরচ ২৯৫ মিলিয়ন পাউন্ড। আর ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ডসহ ছয় খেলোয়াড় বিক্রি করে তারা পেয়েছে মাত্র ৬৪ মিলিয়ন পাউন্ড। অথচ গত মৌসুমে তারা খরচ করেছিল মাত্র ৪০ মিলিয়ন পাউন্ড। লিভারপুলের খরচের বহর দেখে অনেকের মনেই প্রশ্ন জাগছে, কৃপণ ক্লাবটির হঠাৎ এমন দেদার খরচের রহস্য কী? জানা গেছে, এর পেছনে রয়েছেন কোচ আর্নে স্লট। ডাচ এ কোচ গত মৌসুমে যোগ দিয়ে লিভারপুলকে লিগ শিরোপা জিতিয়েছেন। প্রিমিয়ার লিগ জামানায় এটি তাদের দ্বিতীয় শিরোপা হলেও ইংল্যান্ডের শীর্ষ লিগে রেকর্ড ২০তম শিরোপা। ২০ শিরোপা নিয়ে এত

দিন রেকর্ডটি এককভাবে ম্যানচেস্টার ইউনাইটেডের ছিল। প্রথম মৌসুমেই লিভারপুলকে অদম্য একটি দলে পরিণত করেছেন আর্নে স্লট; যে কারণে তাঁর ওপর পুরোপুরি আস্থা রেখেছে ক্লাবটির মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ। তারা স্লটের কথা মতো দীর্ঘমেয়াদি চিন্তা করে বড় বিনিয়োগ করছে। ক্লাবের এই বিনিয়োগ নিয়ে সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম দ্য অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে আরও বিস্তারিত বলেছেন লিভারপুলের প্রধান নির্বাহী বিলি হোগান। অনেক বছর ধরে গড়ে তোলা আর্থিক স্থিতাবস্থার কারণেই তারা চলতি দলবদলে খরচ করার ভিত পেয়েছে বলে জানান তিনি, ‘এটা স্রেফ এমনিই হয়ে যায়নি। অনেক বছর ধরেই এটা গড়ে উঠেছে। একটি ব্যাপারে আমরা ধারাবাহিকভাবে জোর দিয়েছি, তা হলো– গুণী চক্র। চেষ্টা করেছি ক্লাবকে সঠিক

পথে পরিচালনা করতে, যতটা সম্ভব রাজস্ব যেন আয় করতে পারি। এটাই সহায়তা করেছে আরও বেশি বিনিয়োগ করতে।’ রেকর্ড ২০ লিগ শিরোপার পাশাপাশি ব্রিটিশ ক্লাবগুলোর সর্বোচ্চ ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে লিভারপুল। এর পরও দলবদলের বাজারে কৃপণতার জন্য নানা অপবাদ শুনতে হয়। এবার লিভারপুল দলবদলের বাজারে বড় ক্লাব হয়ে ওঠার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাহী, ‘আমরা এটাও বুঝতে পেরেছি যে ইংলিশ লিগের ২০তম শিরোপা জয়ের পর আমরা বিশ্বের বড় ক্লাবগুলোর একটি। আমরা এটা নিশ্চিত করতে চাই যে আমাদের পদক্ষেপও বড় ক্লাবগুলোর মতো হবে। বড় বৈশ্বিক তারকারা এনফিল্ডে খেলবেন, হংকং ও জাপানের মতো জায়গায় গ্যালারি পরিপূর্ণ থাকবে লিভারপুলের ম্যাচে, আমাদের প্রত্যাশা এমন কিছুই।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঐন্দ্রিলাকে অঙ্কুশের বিয়ে করতে না পারার কারণ তাহলে এই প্রশাসনিক পদে বড় রদবদল মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট এনটিআরসিএ: সুপারিশ পাচ্ছেন ৪১ হাজারের বেশি প্রার্থী এশিয়া কাপের দলে বাবরের না থাকা নিয়ে যা বলছেন কোচ চবির ভিসি ও প্রো-ভিসি অবরুদ্ধ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিলে ভেসে উঠল বস্তাবন্দি গলিত লাশ অনিন্দ্য ও তার দুই সহযোগী ৫ দিনের রিমান্ডে নীতা আম্বানির ১৩৮ কোটি টাকার বিলাসবহুল গাড়ি জাবি ছাত্রদলের কমিটি নিয়ে মুখোমুখি দুপক্ষ, হাতাহাতি ইতিহাস গড়ল দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ পোশাক রপ্তানিতে আমেরিকার বাজার ধরে রাখতে বাংলাদেশকে মাঝে রেখে এগোতে চাইছে ভারত চীনে ‘কুৎসিত পণ্যের’ প্রদর্শনী, তরুণদের ভিড় বাংলায় কথা বললেই বাংলাদেশে পুশ ব্যাক অনলাইনে পণ্য কেনা: লিংকে ক্লিক করতেই অ্যাকাউন্টের পুরো টাকা গায়েব! বিশ্বের সুন্দরী অভিনেত্রীর তালিকায় হানিয়া আমির নতুন সিনেমায় রুনা খান ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ মিলারের দাদন বাণিজ্যে অস্থির চালের বাজার