টাইব্রেকারে স্পেনকে হারিয়ে রোনালদোর পর্তুগালের নেশন্স লিগ জয় – ইউ এস বাংলা নিউজ




টাইব্রেকারে স্পেনকে হারিয়ে রোনালদোর পর্তুগালের নেশন্স লিগ জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৫ | ৯:০১ 25 ভিউ
আন্তর্জাতিক ফুটবলে বয়স যেন শুধুই এক সংখ্যা। ৪০ বছর বয়সেও মাঠে ঠিক আগের মতোই ভয়ংকর ক্রিশ্চিয়ানো রোনালদো। নেশন্স লিগের শিরোপা জয়ের রাতে আবারও সেই প্রমাণ দিলেন তিনি। রোনালদোর দারুণ গোল, নুনো মেন্ডেজের দুর্দান্ত পারফরম্যান্স আর গোলরক্ষক দিয়েগো কস্তার বীরত্বে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে দ্বিতীয়বারের মতো উয়েফা নেশন্স লিগের শিরোপা ঘরে তুলল পর্তুগাল। সোমবার (বাংলাদেশ সময়) মিউনিখের আলিয়্যাঞ্জ অ্যারেনায় রোমাঞ্চকর ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ শেষ হয় ২-২ গোলে। অতিরিক্ত সময়েও গোল না আসায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই ৫-৩ ব্যবধানে জিতে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনকে কাঁদালেন রোনালদোর দল। ম্যাচের শুরুতেই স্পেন বলের নিয়ন্ত্রণ নেয় এবং পর্তুগিজ রক্ষণকে চেপে ধরে। ম্যাচের ২১ মিনিটে গোলও পায় তারা।

ডান দিক থেকে ভেসে ওঠা বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন জোয়াও নেভেস। সুযোগ পেয়ে যাওয়া মার্টিন জুবিমেন্দি জালে বল জড়াতে ভুল করেননি। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি পর্তুগাল। পাঁচ মিনিট পরেই রোনালদোর দারুণ হোল্ড আপ প্লে এবং পেদ্রো নেতোর পাস থেকে নুনো মেন্ডেজ বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে পর্তুগালকে সমতায় ফেরান। কিন্তু বিরতিতে যাওয়ার আগে আবারও এগিয়ে যায় স্পেন। পেদ্রির পাসে মিকেল ওয়ারিয়াজাবাল গোল করে ২-১ করেন। বিরতির পর ঠিক ৬০ মিনিটে আবারো জ্বলে ওঠেন রোনালদো। নুনো মেন্ডেজের ডিফ্লেক্টেড ক্রসে কুকুরেলার চেয়ে শক্তিতে এগিয়ে থেকে গোল করেন পর্তুগিজ অধিনায়ক। এরপর দুই দলই চেষ্টা করলেও নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি। অতিরিক্ত

সময়েও জমে থাকা ম্যাচে নুনো মেন্ডেজ স্পেনের রক্ষণ ভেঙে ফেললেও পেনাল্টির আবেদন বাতিল হয়। কস্তা প্রায় একবার বিপাকে পড়লেও শেষমেশ টাইব্রেকারে পা রাখে ম্যাচ। সেখানে গোঞ্জালো রামোস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেজ এবং নুনো মেন্ডেজ নিজের শট সফলভাবে নেন। স্পেনও টানা তিনটি সফল শট নেয় এরপর দিয়েগো কস্তা আলভারো মোরাতার শট ঠেকান। রুবেন নেভেস চূড়ান্ত শটটি দুর্দান্তভাবে জালে জড়ালে শুরু হয় পর্তুগালের বিজয় উল্লাস। রোনালদো ম্যাচের আগে কোচ রবার্তো মার্টিনেজের পাশে দাঁড়িয়েছিলেন। সেই আস্থার প্রতিদান দিয়েছেন স্প্যানিশ কোচ। সময়মতো সঠিক পরিবর্তন এনে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার কৌশল আর সাহসী সিদ্ধান্তে আবারও ট্রফির স্বাদ পেল পর্তুগাল। ২০১৯ সালের পর আবারও নেশনস লিগের শিরোপা জিতল পর্তুগাল।

৪০ বছর বয়সী রোনালদো দেখিয়ে দিলেন, এখনও তিনিই দেশের সবচেয়ে বড় আশার নাম। আর ফুটবলবিশ্ব পেল আরেকটি নাটকীয় ও মনে রাখার মতো ফাইনাল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমাকে দেশ ছাড়তে হবে, কে করণ এ কথা বললেন? চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত বোয়িং বিমানে আঘাত করল লাগেজ ট্রলি গাজায় মৃত্যুর মুখে হাজার হাজার শিশু দাম কমল ব্রডব্যান্ড ইন্টারনেটের মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গ কার্টুনের অভিযোগ, বিক্ষোভে উত্তাল ইস্তাম্বুল অভিনেত্রী মিনু মুনির গ্রেফতার আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস প্রধান আসামি বন্ধু মাস্কই এখন বড় শত্রু ট্রাম্পের বছরের সবচেয়ে উষ্ণ দিন দেখল যুক্তরাজ্য ‘জুলাই আন্দোলন ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা’ গাজীপুরে শ্রমিক পিটিয়ে হত্যার ঘটনায় মূল হোতা গ্রেপ্তার ‘তোমরা মোটা না চিকন হয়েছো- দেখার জন্য ভিডিও কল দিচ্ছি’ পরীক্ষায় নকল দিতে গিয়ে ধরা ছাত্রদল সভাপতি ‘পালানোর’ অভিযোগে আরো ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত খুনের পর প্রেমিকার লাশের সাথে রাত্রিযাপন! প্রেমিক গ্রেপ্তার এক মুহূর্তের সিদ্ধান্তে রক্ষা পেল পাঁচ বছরের শিশু ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩৮৬ জন বোরকা পরে ঘরে ঢুকে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ল্যান্ডমাইন নিষিদ্ধকরণ চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে ইউক্রেন, ইউরোপে বাড়ছে সামরিক তৎপরতা