টঙ্গীতে শ্রমিক সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৭, ছাঁটাই আরও ৭৫ – ইউ এস বাংলা নিউজ




টঙ্গীতে শ্রমিক সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৭, ছাঁটাই আরও ৭৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ | ৫:০২ 31 ভিউ
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলীতে অবস্থিত যমুনা অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকদের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে কারখানাটির এডমিন ম্যানেজার সোলায়মান কবির বাদী হয়ে মামলাটি করেন। আর রাতেই সেই মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আশরাফুল ইসলাম (২০), শাকিব খান (২৫), শাকিল (২৬), মনির হোসেন (২৪), সুমন মিয়া (২৮), জয় মিয়া (২২) ও আরিফুল ইসলাম হাকিম (৩৮)। বুধবার টঙ্গী পূর্ব থানা সূত্রে এসব তথ্য জানা যায়। এদিকে, সংঘর্ষের পর আরও ৭৫ শ্রমিককে ছাঁটাই করেছে কারখানা কর্তৃপক্ষ। এর আগে কারখানাটির ১১৪ শ্রমিককে ছাঁটাই করা হয়েছিল। যার জেরে ছাঁটাইকৃত ও নিয়মিত শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। থানা সূত্র বলছে, সংঘর্ষের ঘটনার দিন রাতেই যমুনা অ্যাপারেলস

লিমিটেডের এডমিন ম্যানেজার সোলায়মান কবির ২৪ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন। এতে আরও ১৮৯ জনকে অজ্ঞাত আসামি করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা অ্যাপারেলস লিমিটেডে দুই হাজারেরও বেশি শ্রমিক কাজ করেন। গত ২২ এপ্রিল কর্তৃপক্ষ ১১৪ শ্রমিককে ছাঁটাই করে তাদের পাওনা বুঝিয়ে দেন। এরপর থেকে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে নিয়মিত শ্রমিকেরা কাজ বন্ধ করে আন্দোলন করে আসছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে শ্রমিকেরা স্বপ্রণোদিতভাবে কাজে আসলে ছাঁটাইকৃত শ্রমিকেরা এতে বাধা দেন। এতে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ পরিস্থিতিতি

নিয়ন্ত্রণে নেয়। টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজনীতিতে আসছেন ইমরানের খানের দুই ছেলে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ মিটফোর্ড হাসপাতালে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা শিক্ষক-কর্মচারীদের বদলি ও পদায়নের নতুন নির্দেশনা হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ মুজিবের ম্যুরাল ভেঙে নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’ ৮ কোটি ২৮ লাখ টাকা ফেরত পাচ্ছেন হাজিরা ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে ভারতীয় তারকার বিশ্ব রেকর্ড প্রেমিকের সঙ্গে পালাল স্ত্রী, দুধ দিয়ে গোসল স্বামীর প্রেমের টানে সীমান্ত পার, ত্রিপুরায় প্রেমিকসহ গ্রেফতার বাংলাদেশি নারী তুরস্কে বহুতল ভবনে আগুন, ৩ জনের প্রাণহানি যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি আন্দোলনে ধরপাকড়, ৭০ জন আটক টালিউডে অভিষেক হচ্ছে নওশাবার ‘আপত্তিকর স্পর্শের পর মেরেছিলাম, লোকটাও আমাকে পাল্টা মারধর করে’ খুনিরা যে দলেরই হোক, আইনের আওতায় আনা হবে: ডিএমপি অর্থবছর শেষে সরকারের ঋণ দাঁড়াবে প্রায় সাড়ে ২৩ লাখ কোটি ‘আমি জ্বালানির সুইচ বন্ধ করিনি’: বিধ্বস্তের আগ মুহূর্তে এয়ার ইনডিয়ার পাইলট যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে অস্থিরতা: স্থগিত হচ্ছে পোশাক রপ্তানির অর্ডার ‘দুই পক্ষের টানাটানিতে ৯ কোটি মানুষ ইন্টারনেটের বাইরে’ তিন মাসে এফডিআই এসেছে ১৫৮ কোটি ডলার