জেলেদের চাল পাচ্ছেন প্রবাসী-সচ্ছল-মৃতরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪
     ২:৩২ অপরাহ্ণ

জেলেদের চাল পাচ্ছেন প্রবাসী-সচ্ছল-মৃতরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪ | ২:৩২ 127 ভিউ
লক্ষ্মীপুর কমলনগরে জেলেদের ভিজিএফের চাল পাচ্ছেন না প্রকৃত জেলেরা। জেলেদের চাল পাচ্ছেন প্রবাসী, মৃত ও নামে-বেনামের প্রভাবশালী ব্যক্তিরা। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ আর অসন্তোষ দেখা দিয়েছে। জানা গেছে, উপজেলার হাজিরহাট ইউনিয়নে ৬০০ জেলের মধ্যে প্রায় ৪০০ জন ও চরকালকিনি ইউনিয়নে ৩ হাজার জেলের তালিকার মধ্যে ৬০০ জনের নামই ভুয়া পেয়েছে মৎস্য অফিস। এসব নাম বাদ দেওয়ার কাজ করছে উপজেলা মৎস্য অফিস। উপজেলার বিভিন্ন ইউনিয়নে জেলেদের জন্য সরকারি ভিজিএফ সহায়তার চাল বিতরণের তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ পুরোনো। এ বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে চলমান হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে যাচাই-বাছাই করা হয়। অভিযোগ উঠেছে, বিগত সরকারের সময় স্থানীয় মৎস্য অফিস বিভিন্ন ইউনিয়নের এক শ্রেণির

সুবিধাভোগী দালালদের মাধ্যমে মোটা অঙ্কের টাকার বিনিময়ে জেলেদের ভিজিএফ কার্ড দেয়। এতে প্রকৃত জেলেদের পরিবর্তে ভুয়া জেলেরা সরকারি এই সুবিধা পাচ্ছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মেঘনা নদীর অভয়াশ্রমে বছরের অক্টোবর-নভেম্বরের ২২ দিন মা ইলিশ রক্ষায়, নভেম্বর থেকে মে পর্যন্ত জাটকা ইলিশ সংরক্ষণ এবং মে থেকে জুলাই ৬৫ দিন নদীতে সব ধরনের জাল ফেলাসহ মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ সময় জেলেদের খাদ্য সহায়তার জন্য জেলেপ্রতি ৪০ কেজি করে চার মাস, ২৫ কেজি করে ২২ দিন ও ৬৫ দিনের জন্য ৮৬ কেজি করে চাল বিতরণ কার্যক্রম চালু রয়েছে; কিন্তু পূর্ব নির্ধারিত জেলে কার্ডের বিপরীতে বরাদ্দপত্র (ডিও লেটার)

মতে গুদাম থেকে চাল বুঝে নেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় মৎস্য অফিস এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের যোগসাজশে তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে। প্রকৃত জেলে হওয়া সত্ত্বেও কার্ড করতে দাবি করা টাকা না দেওয়ায় চরকালকিনির ৩ নম্বর ওয়ার্ডের জেলে মো. রুবেল ও নুরুল করিমের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। অন্যদিকে একই ইউনিয়নের মৃত হাফিজউল্যাহ, আলী হোসেন, প্রবাসী বাহার উদ্দিন, মো. কবিরের নামসহ ‘অস্তিত্বহীন’ ৬০০ জন ভুয়া জেলের নাম পাওয়া গেছে তালিকায়। এ ইউনিয়নে ৩ হাজার জেলে কার্ডের মধ্যে ৬০০ জনের ভুয়া তথ্য বেরিয়ে আসায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ছাড়া হাজিরহাট ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সচিবের

যোগসাজশে সচ্ছল পরিবার পাচ্ছে জেলেদের চাল। জানা গেছে, হাজিরহাট ইউনিয়নে জেলের তালিকায় চারশর বেশি ভুয়া জেলে রয়েছে। তৎকালীন ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে টাকার বিনিময়ে ভুয়া জেলেদের নাম দিয়েছেন। উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মহসীন বলেন, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নামে হওয়া বরাদ্দপত্রের বিপরীতে গুদাম থেকে খাদ্য সহায়তার চাল একসঙ্গে সরবরাহ করা হয়। চরকালকিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মো. ছায়েফ উল্যাহর দাবি, বাদ পড়া জেলেদের অধিকাংশই এখন বয়স্ক। এ ছাড়া কিছু জেলে তাদের পেশা পরিবর্তন করে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, কমলনগর উপজেলায় নিবন্ধিত মোট জেলের সংখ্যা ১৩ হাজার ১৬৭ জন। এর মধ্যে চরকালকিনি

ইউনিয়নের ৩ হাজার জেলের নাম রয়েছে। চলমান হালনাগাদ তালিকা থেকে কালকিনি ইউনিয়নের ভুয়া, প্রবাসী ও মৃত ব্যক্তিসহ ৬০০ জনকে বাদ দেওয়া হচ্ছে। উপজেলার ৯টি ইউনিয়নেই হালনাগাদ করার কাজ চলছে। এ ছাড়া তালিকা তৈরিতে অনিয়ম-দুর্নীতির ঘটনা তিনি যোগদানের আগের। তিনি আরও বলেন, এ ছাড়া হাজিরহাট ইউনিয়নে একাধিকবার জেলেদের নাম হালনাগাদে চিঠি দেওয়া হয়েছে। তারা হালনাগাদের চিঠিকে গুরুত্ব দিচ্ছে না। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস বলেন, বিভিন্ন ইউনিয়নের জেলেদের তালিকায় ভুয়া নামের বিষয়ে আমরা তথ্য যাচাই-বাছাই করে হালনাগাদের কাজ করছি। প্রকৃত জেলেদের নাম তালিকায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ত্র আছে, যুদ্ধ নেই—কর্মহীন বাহিনী, সীমাহীন ক্ষমতা বাংলাদেশের সেনা-রাজনীতির বাস্তবতা মুনাফার নামে মহাধোঁকা: ঋণের গর্তে বিমান ও বন্দর গ্যাসের দাম বাড়িয়ে ৫০ হাজার কোটি টাকা লোপাট ফার্স্ট হয়েও নিয়োগ পেলেন না শিবাশ্রী, তৃতীয় হয়েও শিক্ষক হলেন ভিসির মেয়ে! জামায়াত নেতার ‘সুপারিশে’ গ্রেপ্তার আ.লীগ নেতার স্ত্রী! থানায় কথা বলতে গিয়েই হাতে হাতকড়া ‘স্বৈরাচার’ তকমা মানতে নারাজ; শেখ হাসিনার পক্ষে আবেগঘন বক্তব্য এক ব্যক্তির শাহরিয়ার কবিরের প্রতি ‘অমানবিক আচরণ’ ও বিচারহীনতা: অন্তর্বর্তী সরকারের জন্য ‘কলঙ্কজনক অধ্যায়’ আওয়ামী লীগ আমলেই ভালো ছিলাম”: চাল ও গ্যাসের আকাশচুম্বী দামে সাধারণ মানুষের আক্ষেপ ১৬ বছরের উন্নয়ন আগামী ৫০ বছরেও কেউ করতে পারবে না বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ‘আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম, এখন কথা বললেই দোসর’—বিক্ষুব্ধ জনতার আক্ষেপ সেনা ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকে বিপন্ন করেছে, স্বাধীনতার চেতনা রক্ষার সময় এসেছে ফসলি জমি কেটে খাল খনন পরিবারসহ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর পালানোর গুঞ্জন, বিক্ষোভে নতুন মাত্রা বিক্ষোভে উত্তাল ইরান, ইসরায়েলে হাই অ্যালার্ট জারি খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা জানাল ইরানি দূতাবাস টেকনাফে শিশু গুলিবিদ্ধ, সশস্ত্র গ্রুপের ৫০ সদস্য আটক এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে দ্বিতীয় পর্বের ভোট চলছে যেভাবেই হোক, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র দখল করবেই : ট্রাম্প