জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের শর্তে জাতীয় নিরাপত্তা হুমকিতে, সমালোচনার ঝড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫
     ১২:৫৬ পূর্বাহ্ণ

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের শর্তে জাতীয় নিরাপত্তা হুমকিতে, সমালোচনার ঝড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫ | ১২:৫৬ 69 ভিউ
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন বাংলাদেশে আঞ্চলিক কার্যালয় স্থাপনের জন্য যে নিরাপত্তা শর্তাবলী প্রস্তাব করেছে, তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে দেশের নিরাপত্তা বিশ্লেষক ও কূটনৈতিক মহলে। বিশেষত সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর কার্যক্রম সীমিত করা এবং শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর অংশগ্রহণে আপাত স্থগিতাদেশের আহ্বানকে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। জাতীয় নিরাপত্তা বিশ্লেষণ ও কৌশল গবেষণা কেন্দ্র (এনএসএএসসি) এক বিবৃতিতে জানায়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ৬৪ ও ৬৫ নম্বর শর্তাবলী বাংলাদেশকে একটি নিরপেক্ষ ও স্বাধীন রাষ্ট্র হিসেবে দাঁড় করানোর পরিবর্তে বরং বিদেশি চাপ ও নির্ভরশীলতায় ঠেলে দিচ্ছে। ডিজিএফআই-এর ক্ষমতা হ্রাসের প্রস্তাব অগ্রহণযোগ্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ৬৪ নম্বর ধারায় বলা

হয়েছে, ডিজিএফআই-এর কার্যক্রম শুধুমাত্র সামরিক গোয়েন্দা তথ্যের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে এবং এর সম্পদ ও আইনগত ক্ষমতা সীমিত করতে হবে। এ বিষয়ে এনএসএএসসি-এর বিশ্লেষণে বলা হয়েছে, “এই প্রস্তাব সরাসরি দেশের নিরাপত্তা কাঠামো দুর্বল করার প্রচেষ্টা। ডিজিএফআই দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এর কার্যক্রম সংকুচিত করা মানে দেশকে নিরাপত্তাহীন করে তোলা।” শান্তিরক্ষা মিশনে নিষেধাজ্ঞা অপমানজনক ৬৫ নম্বর ধারায় বাংলাদেশি সেনাদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে, যতক্ষণ না একটি স্বাধীন মানবাধিকার যাচাই ব্যবস্থা গঠন করা হয়। এ বিষয়ে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, “বাংলাদেশের শান্তিরক্ষীরা দীর্ঘদিন ধরে জাতিসংঘ মিশনে সাহস, পেশাদারিত্ব ও মানবিকতার জন্য প্রশংসিত হয়ে আসছে। এই ধরনের প্রস্তাব

আমাদের অর্জনকে প্রশ্নবিদ্ধ করে।” কূটনৈতিক প্রতিক্রিয়া ও সুপারিশ বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের যেকোনো সহযোগিতামূলক কার্যক্রমে অংশগ্রহণ বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার নীতিমালার ভিত্তিতে হওয়া উচিত। তারা সরকারকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে জাতীয় স্বার্থে কঠোর অবস্থান গ্রহণ করতে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা শর্তগুলো নিয়ে পর্যালোচনা করছি। জাতীয় স্বার্থ ও নিরাপত্তা সর্বাগ্রে বিবেচনায় থাকবে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অকার্যকর হওয়া পাঁচ ব্যাংকের গ্রাহকদের যে আশ্বাস দিলেন গভর্নর দুর্বল ৫ ব্যাংককে অকার্যকর ঘোষণা, বসছে প্রশাসক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি মামদানি? শব্দের চেয়ে তিনগুণ গতির পারমাণবিক মিসাইল তৈরির ঘোষণা পুতিনের গণহত্যার ছায়ায় শাহরুখ খানের বিলিয়নিয়ার হয়ে ওঠার গল্প বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল শাড়ি নিয়ে প্রতারণা, গ্রেফতার হতে পারেন তানজিন তিশা অধিনায়ক হয়েই দুঃসংবাদ পেলেন আফ্রিদি আপনার পুরো সপ্তাহের পরিকল্পনা করে দেবে গুগলের ‘এআই মোড’ আট মাসে মালয়েশিয়া ভ্রমণ করেছেন ২ লাখেরও বেশি বাংলাদেশি বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন পপকর্ন ভারতে দেবমূর্তির সাড়ে চার কেজি সোনা চুরি, পুরোহিতসহ গ্রেপ্তার ৩ যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও গাজায় ত্রাণ পৌঁছাতে বাধা, ক্ষুধা-দুর্ভোগে কাতর ফিলিস্তিনিরা মার্কিন তিন নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপুল জয়, প্রথম পরীক্ষায় ব্যর্থ ট্রাম্প পেঁপে খাওয়ার সঠিক উপায়: কাঁচা না পাকা—কোনটা বেশি উপকারী? বছরের সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে আজ লন্ডনের মেয়র সাদিক খান অভিনন্দন জানালেন মামদানিকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড ফিলিপাইনের মধ্যাঞ্চল, ৬৬ জনের মৃত্যু মোহাম্মদপুরে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে পাঁচ শরিয়াহ ব্যাংককে অকার্যকর ঘোষণা করলো কেন্দ্রীয় ব্যাংক