জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫
     ৬:২৪ পূর্বাহ্ণ

জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ | ৬:২৪ 168 ভিউ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে দেওয়া টিনের বেড়া ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই মাঠে আগামীকাল বুধবার নারীদের প্রীতি ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল। এই খেলা বন্ধ করতে আজ মঙ্গলবার বিকেলে এলাকার ‘বিক্ষুব্ধ মুসল্লিরা’ জড়ো হয়ে এই ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় টি স্টার ক্লাবের উদ্যোগে তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে প্রায় দেড় মাস আগে আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে মাটিতে বসে খেলা দেখার জন্য ৩০ টাকা ও চেয়ার বসে খেলা দেখার জন্য ৭০ টাকা মূল্যের টিকিটের ব্যবস্থা রাখা হয়। টুর্নামেন্টের ফাইনালে উঠেছে পার্বতীপুর ও জয়পুরহাট ফুটবল দল। ফাইনাল ম্যাচের আগে জয়পুরহাট ও রংপুর

নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ আয়োজনের ঘোষণা দেয় আয়োজকেরা। টি স্টার ক্লাবের সভাপতি উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান (ইমন)। স্থানীয়রা জানান, টিনের বেড়া দিয়ে টিকিট কেটে খেলার আয়োজন নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। সম্প্রতি স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে ওই খেলার মাঠের টিনের বেড়া খুলতে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা সুলতানা দর্শক ও আয়োজকদের রোষানলে পড়েছিলেন। এ ঘটনায় তিলকপুর ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশ আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছিলেন। বেড়া ভাঙচুরের পর মাঠে মানুষের ভিড়। আজ মঙ্গলবার বিকেলে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে বেড়া ভাঙচুরের পর মাঠে মানুষের ভিড়। আজ মঙ্গলবার বিকেলে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর

উচ্চবিদ্যালয় মাঠেছবি: সংগৃহীত মঙ্গলবার বিকেলে খেলার মাঠের বেড়া ভাঙচুরের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করা হয়। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীরা জড়ো হয়ে সমাবেশ করছেন। সেখানে কয়েকজন বক্তব্য দেন। তাঁরা নারীদের পর্দার কথা উল্লেখ করে ফুটবল ম্যাচ বন্ধ রাখার দাবি জানান। একজন বক্তাকে বলতে শোনা যায়, ‘যাঁরা মেয়েদের লেলিয়ে দিয়ে অর্থ উপার্জন করতে চান, আমি তাঁদের সর্তক করতে চাই, আপনারা সাবধান হন। আগামী দিনে মেয়েদের খেলা বন্ধ করুন। যদি আপনারা বন্ধ না করেন, তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে।’ ওই সমাবেশ শেষে উপস্থিত জনতা নারীদের ফুটবল ম্যাচ বন্ধের দাবিতে স্লোগান দিতে দিতে তিলকপুর

উচ্চবিদ্যালয় মাঠের দিকে মিছিল নিয়ে যান। এরপর সেখানে টিনের বেড়া ভাঙচুর করা হয়। টি স্টার ক্লাবের সভাপতি বিএনপি নেতা সামিউল হাসান বলেন, বুধবার বিকেলে জয়পুরহাট-রংপুর নারী ফুটবল দলের খেলা ছিল। এর আগে মঙ্গলবার আসরের নামাজের পর মুসল্লিরা খেলার মাঠে হামলা চালিয়ে টিনের বেড়া ভেঙে দিয়েছেন। এতে লক্ষাধিক টাকার টিন নষ্ট হয়েছে। নারীদের ফুটবল খেলা বন্ধের দাবিতে সমাবেশ। আক্কেলপুরের তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে নারীদের ফুটবল খেলা বন্ধের দাবিতে সমাবেশ। আক্কেলপুরের তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরেছবি: ভিডিও থেকে সংগৃহীত নারীদের ফুটবল খেলার আয়োজন ও খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুরের বিষয়টি জানেন না বলে দাবি করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান। তিনি বলেন, ‘ইউএনও

স্যার আজকে বিকেলে আমাকে জানিয়েছেন, আগামীকাল বুধবার খেলার আয়োজকদের ও বিরোধিতাকারীদের সঙ্গে বৈঠকে বসবেন।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, আগামীকাল নারী দলের ফুটবল খেলার কথা আয়োজকেরা জানায়নি। খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুরের বিষয়টি জানা নেই। আয়োজক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ বিরাজের কথা জানতে পেরে বুধবার তাঁদের নিয়ে বসার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আবারও বিপিএল নিলাম নিয়ে অনিশ্চয়তা তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ চট্টগ্রামের বাঁশখালীতে ছোট কাজে বড় অনিয়ম রাজধানীতে ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা নিউইয়র্কে এলে গ্রেপ্তার হবেন নেতানিয়াহু, ঘোষণা মামদানির দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম প্লট-ফ্ল্যাট বিক্রি নিয়ে নতুন বিধিমালা জারি টাকা বাঁচাতে লেভানদোভস্কিকে গোল করতে মানা করেছিল বার্সা! সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ রেস্তোরাঁয় এসে খাবার খাচ্ছে মাছ ২৬ মামলা জিতলেন ভুয়া আইনজীবী ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী আরেক কোম্পানির নাম ফাঁস বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক মার্কিন সেনাদের স্থলাভিষিক্ত হতে কাতারে সেনা পাঠাতে চায় বাংলাদেশ, দোহায় পিএসও ফয়েজ তৈয়বের ইশারায় সংবাদ সম্মেলন বানচালের চেষ্টা? মধ্যরাতে সাংবাদিক সোহেলকে তুলে নিল ডিবি ৯ জনকে সুবিধা দিতে ২৫ হাজার ব্যবসায়ীকে পথে বসানোর ‘চক্রান্ত’, নেপথ্যে উপদেষ্টার ইশারা: সাংবাদিক সোহেল কাশিমপুর কারাগার নাকি ‘মৃত্যুকূপ’ কাউন্সিলর মুরাদের মৃত্যু এবং প্রশ্নবিদ্ধ ‘কার্ডিয়াক অ্যারেস্ট’-এর নেপথ্যে ভয়াবহ আলামত