জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর – ইউ এস বাংলা নিউজ




জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ | ৬:২৪ 73 ভিউ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে দেওয়া টিনের বেড়া ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই মাঠে আগামীকাল বুধবার নারীদের প্রীতি ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল। এই খেলা বন্ধ করতে আজ মঙ্গলবার বিকেলে এলাকার ‘বিক্ষুব্ধ মুসল্লিরা’ জড়ো হয়ে এই ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় টি স্টার ক্লাবের উদ্যোগে তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে প্রায় দেড় মাস আগে আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে মাটিতে বসে খেলা দেখার জন্য ৩০ টাকা ও চেয়ার বসে খেলা দেখার জন্য ৭০ টাকা মূল্যের টিকিটের ব্যবস্থা রাখা হয়। টুর্নামেন্টের ফাইনালে উঠেছে পার্বতীপুর ও জয়পুরহাট ফুটবল দল। ফাইনাল ম্যাচের আগে জয়পুরহাট ও রংপুর

নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ আয়োজনের ঘোষণা দেয় আয়োজকেরা। টি স্টার ক্লাবের সভাপতি উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান (ইমন)। স্থানীয়রা জানান, টিনের বেড়া দিয়ে টিকিট কেটে খেলার আয়োজন নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। সম্প্রতি স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে ওই খেলার মাঠের টিনের বেড়া খুলতে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা সুলতানা দর্শক ও আয়োজকদের রোষানলে পড়েছিলেন। এ ঘটনায় তিলকপুর ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশ আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছিলেন। বেড়া ভাঙচুরের পর মাঠে মানুষের ভিড়। আজ মঙ্গলবার বিকেলে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে বেড়া ভাঙচুরের পর মাঠে মানুষের ভিড়। আজ মঙ্গলবার বিকেলে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর

উচ্চবিদ্যালয় মাঠেছবি: সংগৃহীত মঙ্গলবার বিকেলে খেলার মাঠের বেড়া ভাঙচুরের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করা হয়। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীরা জড়ো হয়ে সমাবেশ করছেন। সেখানে কয়েকজন বক্তব্য দেন। তাঁরা নারীদের পর্দার কথা উল্লেখ করে ফুটবল ম্যাচ বন্ধ রাখার দাবি জানান। একজন বক্তাকে বলতে শোনা যায়, ‘যাঁরা মেয়েদের লেলিয়ে দিয়ে অর্থ উপার্জন করতে চান, আমি তাঁদের সর্তক করতে চাই, আপনারা সাবধান হন। আগামী দিনে মেয়েদের খেলা বন্ধ করুন। যদি আপনারা বন্ধ না করেন, তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে।’ ওই সমাবেশ শেষে উপস্থিত জনতা নারীদের ফুটবল ম্যাচ বন্ধের দাবিতে স্লোগান দিতে দিতে তিলকপুর

উচ্চবিদ্যালয় মাঠের দিকে মিছিল নিয়ে যান। এরপর সেখানে টিনের বেড়া ভাঙচুর করা হয়। টি স্টার ক্লাবের সভাপতি বিএনপি নেতা সামিউল হাসান বলেন, বুধবার বিকেলে জয়পুরহাট-রংপুর নারী ফুটবল দলের খেলা ছিল। এর আগে মঙ্গলবার আসরের নামাজের পর মুসল্লিরা খেলার মাঠে হামলা চালিয়ে টিনের বেড়া ভেঙে দিয়েছেন। এতে লক্ষাধিক টাকার টিন নষ্ট হয়েছে। নারীদের ফুটবল খেলা বন্ধের দাবিতে সমাবেশ। আক্কেলপুরের তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে নারীদের ফুটবল খেলা বন্ধের দাবিতে সমাবেশ। আক্কেলপুরের তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরেছবি: ভিডিও থেকে সংগৃহীত নারীদের ফুটবল খেলার আয়োজন ও খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুরের বিষয়টি জানেন না বলে দাবি করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান। তিনি বলেন, ‘ইউএনও

স্যার আজকে বিকেলে আমাকে জানিয়েছেন, আগামীকাল বুধবার খেলার আয়োজকদের ও বিরোধিতাকারীদের সঙ্গে বৈঠকে বসবেন।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, আগামীকাল নারী দলের ফুটবল খেলার কথা আয়োজকেরা জানায়নি। খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুরের বিষয়টি জানা নেই। আয়োজক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ বিরাজের কথা জানতে পেরে বুধবার তাঁদের নিয়ে বসার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিলিস্তিনের কান্না শুনছে না বিশ্ব, মালয়েশিয়ার তীব্র প্রতিবাদ সরকারি চাকরি অধ্যাদেশ জারি পরমাণু অস্ত্রভান্ডারকে আধুনিকীকরণ করছে পাকিস্তান, দাবি মার্কিন গোয়েন্দাদের শেষদিনে রুদ্ধশ্বাস নাটক! চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেল কারা? ৪ অপরাধে শাস্তি পাবেন সরকারি চাকরিজীবীরা পাক-ভারতের দুই হায়দরাবাদ, দুই বেকারি, দুই রকম ভাগ্য ইসরায়েলের চেষ্টায় থামবে না ইরানের পারমাণু কর্মসূচি : সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নির্বাচন ৩০ জুনের ওই পারে যাবে না : প্রেস সচিব ‘রাতের ঘুম হয় কীভাবে?’ নেতানিয়াহুকে জিম্মি স্বজনদের প্রশ্ন বঙ্গবন্ধু বইমেলায় তসলিমা নাসরিন বললেন- ঝোপঝাড়ে কঙ্কাল, পাশে থাকা টুপি-লুঙ্গিতে শনাক্ত নিখোঁজ বৃদ্ধ চট্টগ্রামে কারখানায় তৈরি হচ্ছিল কেএনএফের ২০ হাজার ইউনিফর্ম পাকিস্তান সফর করা হচ্ছে না মোস্তাফিজের, বদলির নাম জানাল বিসিবি পাকিস্তানে ভারত-সমর্থিত ৯ সন্ত্রাসী নিহত ড. ইউনূস ক্ষমতায় থাকার জন্য মৌলবাদীদের এক জায়গায় করেছেন: গয়েশ্বর চন্দ্র ইউনূস জমানায় জঙ্গিবাদের অবাধ বিচরণ, বাংলাদেশকে আফগানিস্তান বানানোই লক্ষ্য? ইউক্রেনে সর্ববৃহৎ ড্রোন হামলা রাশিয়ার পাকিস্তানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে ওয়াইসির পালটা হুঁশিয়ারি হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের