ছেলে হত্যার বিচার না পেলে আত্মাহুতির হুমকি মায়ের – ইউ এস বাংলা নিউজ




ছেলে হত্যার বিচার না পেলে আত্মাহুতির হুমকি মায়ের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৫৩ 67 ভিউ
ছেলের হত্যার বিচার না পেলে একমাত্র মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মাহুতির হুমকি দিয়েছেন এক মা। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আত্মাহুতির হুমকি দেন আছিয়া বেগম নামের এই মা। সংবাদ সম্মেলনে আছিয়া বেগম জানান, ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি নগরের রসুলবাগের বাসা থেকে তার ছেলে ইমরানকে ডেকে নিয়ে যায় তার বন্ধুরা। এরপর তার কাছে থাকা এটিএম কার্ডের মাধ্যমে জোর করে দুই লাখ টাকা তুলে নেয়। পরে পরিকল্পিতভাবে তাকে পিটিয়ে হত্যা করে। তিনি অভিযোগ করে বলেন, 'আসামিরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। উল্টো তাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে যাচ্ছে। হুমকিতে একমাত্র কন্যাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। তিন বছরেও আমার

সন্তানের হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি।' ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি আছিয়ার ২২ বছর বয়সী সন্তান মো. ইমরানের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ইমরানের কয়েকজন বন্ধুকে আসামি করে মামলা করা হয় বাকলিয়া থানায়। থানা পুলিশের পর গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দেয়। কিন্তু আছিয়া বেগমের নারাজির কারণে মামলাটি পিবিআইকে অধিকতর তদন্তের আদেশ দেয় আদালত। পিবিআইর কাছে মামলা যাওয়ার ১১ মাস পার হলেও তারা কোনো আসামিকে গ্রেপ্তার করেনি বলে বলে অভিযোগ আছিয়ার। সংবাদ সম্মেলনে আছিয়ার মেয়ে জেসমিন আক্তারও উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রোর এসআই আবু তালেবের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া বিমান, রানওয়ে বন্ধ প্রথমবারের মতো তালেবান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের ফোনালাপ বড় শাস্তি পেলেন সাদ, জরিমানা গুনল ৩ ক্লাব ১৪ দিনের মেয়ে শিশুকে হত্যা করলেন বাবা প্রতিরক্ষা খাতে ৫০ হাজার কোটি রুপি বাজেট বাড়াচ্ছে ভারত রুশ গুপ্তচর চেনার উপায় জানাল লাতভিয়া ভুলের জন্য দুঃখ প্রকাশ করে যা বললেন শামীম ৭১ যাত্রী নিয়ে ঢাকার পথে বিমান, খুলে পড়ে গেছে চাকা ‘এ তো সবে শুরু’, ভক্তদের স্বপ্ন দেখালেন ইয়ামাল আমিন নূরকে আসামি করায় জনশক্তি রপ্তানিতে শর্ত ‘চিকেন নেক’র কাছে সামরিক মহড়া ভারতের ইসরাইলি হামলায় গাজায় নিহত ৫৩ হাজার ছাড়াল ইসলামের দৃষ্টিতে বাজেট সরকারি জমি বিক্রি করছে দখলদাররা পানি সংকটে ক্ষতিগ্রস্ত ছয় কোটি মানুষ মূল্যস্ফীতিতে চাপ বাড়ার শঙ্কা ডলার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা স্বর্ণের দাম কমল ইতিহাস ও ঐতিহ্যের আহসান মঞ্জিল ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ রোপণ-বিক্রি নিষিদ্ধ