চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান শিবিরে বড় ধাক্কা – ইউ এস বাংলা নিউজ




চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান শিবিরে বড় ধাক্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৫ | ১০:২৬ 74 ভিউ
আগামী ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার কথা। ঘরের মাঠে এই মেগা টুর্নামেন্টে মাঠে নামার আগে বড় এক দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। গোড়ালির চোটে দেড় মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ব্যাটিং অলরাউন্ডার সাইম আইয়ুব। কেপটাউনে চলমান পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম দিনে বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোটে পড়েন সাইম। শুক্রবার (৪ জানুয়ারি) সাইমের এমআরই স্ক্যানের রিপোর্ট হাতে পাওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার ‘গোড়ালিতে চিড় ধরা’ পড়ার বিষয়টি নিশ্চিত করেছে। তার চোট সম্পর্কে পরবর্তী নির্দেশনা ও পুনর্বাসন (রিকভারি) প্রক্রিয়া জানতে সেই রিপোর্ট লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। চোট কাটিয়ে ওঠার পর ম্যাচ ফিট হয়ে উঠতে হয়ত আরও কিছুটা সময় প্রয়োজন হবে সাইমের।

এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। তবে এর আগে চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট এবং ফেব্রুয়ারিতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে যে তার খেলা হচ্ছে না, সেটা প্রায় নিশ্চিত। প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের সপ্তম ওভারে মোহাম্মদ আব্বাসের একটি ফুল লেংথ ডেলিভারি রায়ান রিকেলটন পাঠিয়ে দেন থার্ড ম্যান অঞ্চলে, সেখানে চার বাঁচাতে সাইম আর আমির জামাল এগোতে থাকেন। জামাল বাউন্ডারি লাইনের কাছ থেকে বল ফেরত পাঠালেও সাইম ভারসাম্য হারিয়ে পড়ে যান। ২২ বছর বয়সী সাইম চোট পাওয়ার পরপরই চিকিৎসা পান এবং মাঠ ছাড়তে বাধ্য হন। তার চেহারায় তীব্র যন্ত্রণা ফুটে উঠেছিল। সাইম আইয়ুব

পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন শেষ কিছু দিনে। অস্ট্রেলিয়ার সাদা বলের সফর থেকে তিনি দারুণ ফর্মে আছেন। এই সময়ে তিনি ওয়ানডেতে তিনটি সেঞ্চুরি এবং একটি ফিফটি করেছেন। টি-টোয়েন্টিতে একটি ফিফটির পাশাপাশি খেলেছেন ৯৮ রানের অপরাজিত এক ইনিংস। তার অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কারও জিতেছেন। তার ছিটকে যাওয়ায় বেশ বড় ধাক্কাই খেল পাকিস্তান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যখন আর কিছু হারানোর ছিল না, তখনই সাফল্য আসতে শুরু করে: শুভশ্রী গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৬১ হাজার ছাড়াল আজকের স্বর্ণের দাম: ৭ আগস্ট ২০২৫ আগামী সপ্তাহে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ট্রাম্প গাজা দখলের বিরুদ্ধে সতর্ক করলেন ইসরাইলি সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে গোলাগুলি, আহত ৫ আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস পেয়ারা বাগান ঘুরে মুগ্ধ দর্শনার্থীরা ভারতের ওপর শুল্ক দ্বিগুণ, বাংলাদেশের লাভ কতটা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মন্ত্রীসহ সব আরোহী নিহত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, লকডাউন জারি আবারও বাড়ল তেলের দাম বৃহস্পতিবার যেসব এলাকায় থাকবে না গ্যাস শ্রীলঙ্কায় সাবেক মন্ত্রী রাজাপাকসে গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই চীন সফরের ঘোষণা মোদির, আসবেন পুতিনও সাগরিকার জোড়া গোলের জাদুতে দুর্দান্ত শুরু বাংলাদেশের চেনা দখলদার, জিডি করেই দায় সারে গৃহায়ন ইসলামে অর্থনৈতিক ন্যায় ও সুদমুক্ত সমাজ গঠনের পথ ১৪৬ যাত্রী নিয়ে এক ঘণ্টা উড়ে ফিরে এল বিমানের ফ্লাইট ট্রাম্প ‘নাখোশ’: মোদি যাচ্ছেন চীন, আসছেন পুতিনও