চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের দল ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের দল ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫ | ১০:৫৬ 99 ভিউ
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বৈশ্বিক এই টুর্নামেন্টটি পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। রোববার ঘোষিত এই দলে ফিরেছেন দেশটির অন্যতম সেরা ব্যাটার ইব্রাহিম জাদরান। তিনি গোড়ালির চোটে ভুগছিলেন, সম্প্রতি সেরে উঠেছেন। এছাড়া স্পিনার মুজিবুর রহমানের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন আরেক মিস্ট্রি স্পিনার এএম গাজানফার। মুজিবুর বর্তমানে নিজের সুস্থতার ওপর গুরুত্ব দিচ্ছেন এবং টি-টোয়েন্টি ক্রিকেটে মনোযোগ দিতে চান। ঘোষিত এই দলে সাদিকুল্লাহ আতালও রয়েছেন, যিনি সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে সিরিজ-সেরা নির্বাচিত হন। তিন ম্যাচের ওই সিরিজে তিনি একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরিসহ মোট

১৫৬ রান করেন। এদিকে এসিবি চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ সাম্প্রতিককালে আন্তর্জাতিক টুর্নামেন্টে দলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতের জন্যও আশাবাদ ব্যক্ত করেছেন। এসিবি চেয়ারম্যান বলেন, আফগান ক্রিকেটাররা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। তাদের এই সাফল্য মনোবল বাড়াবে এবং এবার আরও ভালো করার অনুপ্রেরণা দেবে। এ সময় চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষ্যে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খানকে আফগানিস্তান দলের মেন্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান মিরওয়াইস আশরাফ। তিনি বলেন, গত দুই ইভেন্টে মেন্টর রাখার সফলতার ভিত্তিতে আমরা ইউনিস খানের অভিজ্ঞতা থেকে উপকৃত হতে চাই। মুজিবের অনুপস্থিতি নিয়ে ব্যাখ্যা এদিকে স্পিনার মুজিবুর রহমানকে কেন দলে রাখা হয়নি- সে ব্যাপারে কথা বলেছেন

অস্থায়ী প্রধান নির্বাচক আহমদ সুলেইমান খিল। তিনি বলেন, মুজিব দলে সুযোগ পাওয়ার যোগ্য ছিলেন না। কারণ তার চিকিৎসক তাকে টি-টোয়েন্টি ফরম্যাটে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন, যাতে পুরোপুরি সুস্থ হয়ে ওয়ানডেতে ফিরে আসা যায়। এই কারণে তিনি জিম্বাবুয়ে সিরিজেও ছিলেন না। অস্থায়ী এই প্রধান নির্বাচক দলের প্রস্তুতির বিষয়েও কথা বলেন এবং পাকিস্তান ও আরব আমিরাতের কন্ডিশনের সঙ্গে পরিচিতির ওপরও জোর দেন। সুলেইমান খিল জানান, টুর্নামেন্টের আগে আমরা বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি ক্যাম্প পরিচালনা করব। প্রত্যাশা অনেক বেশি এবং আমি আশা করি, দল আগের দুটি বিশ্বকাপের মতোই শক্তিশালী নৈপুণ্য দেখাবে। আফগানিস্তান স্কোয়াড: হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইকরাম আলিখিল (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান,

সাদিকুল্লাহ আতাল, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, রশিদ খান, এএম গাজানফার, নূর আহমদ, ফজলহক ফারুকি, নাভিদ জাদরান, ফরিদ আহমদ মালিক। রিজার্ভ: দরবিশ রাসুলি, নাঙ্গিয়াল খারোটি, বিলাল সামি। গুরুত্বপূর্ণ ম্যাচসমূহ: ২১ ফেব্রুয়ারি: আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা (করাচি)। ২৬ ফেব্রুয়ারি: আফগানিস্তান বনাম ইংল্যান্ড (লাহোর)। ২৮ ফেব্রুয়ারি: আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া (লাহোর)।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
থাইল্যান্ডে উদযাপনকালে মাদকসহ চার ইসরাইলি সেনা গ্রেফতার ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? নিহতদের মুখ ঝলসে গেছে, পরিচয় শনাক্ত হবে ডিএনএ পরীক্ষায় ‘যেন দোজখ থেকে বেহেশতে এলাম’ মিরপুরের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬ গাজায় ফুটবল অবকাঠামো পুনর্গঠনে সহায়তার অঙ্গীকার ফিফা সভাপতির গাজা গণহত্যায় ইসরাইলের বিচার চায় স্পেন গাজায় ফুটবল অবকাঠামো পুনর্গঠনে সহায়তার অঙ্গীকার ফিফা সভাপতির মাদাগাস্কারের ক্ষমতা নিল সেনাবাহিনী অবৈধ সরকারের পতন ছাড়া গণতন্ত্র ও আইনের সুশাসন সম্ভব নয়: বাংলাদেশ ছাত্রলীগ চাঁদাবাজি করার সময় জনতার হাতে আটক বৈছার দুই কেন্দ্রীয় নেতা ইউনূস শাসনে জাকার্তা মেথডে আওয়ামী লীগ নেতাদের হত্যাযজ্ঞ: স্বাধীনতাপরবর্তী বাংলাদেশে নয়া বিভীষিকা চরম সংকটে দেশের ব্যবসা-বাণিজ্য, আশার আলো দেখছেন না শিল্পোদ্যাক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে জামায়াত ও এনসিপির হুমকি: রাজনৈতিক ঐক্যের ফাটল নাকি নতুন ষড়যন্ত্রের ছায়া? মূলা, বেগুনসহ এনসিপিকে ফের ৫০টি প্রতীক বেছে নিতে সময় বেঁধে দিলো ইসি জাতিসংঘের ঢাকা রেসিডেন্ট কো-অর্ডিনেটর গুইন লুইসের ইয়াঙ্গুন স্থানান্তর: বাংলাদেশে বিতর্কিত ভূমিকার পর নতুন দায়িত্ব গ্রেফতারের ৪৮ ঘণ্টা পরও আদালতে তোলা হয়নি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ১৪ সেনা কর্মকর্তাকে প্রধানমন্ত্রী মেলোনির সাক্ষাৎ না পেয়ে রোমের মেয়রের অফিসে হাজির ড. ইউনূস: ক্ষুণ্ন দেশের ভাবমূর্তি, সমালোচনা অনির্বাচিত সরকারের প্রধান হওয়ায় ড. ইউনূসকে সাক্ষাৎ দিলেন না ইতালির প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর