চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের দল ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫
     ১০:৫৬ অপরাহ্ণ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের দল ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫ | ১০:৫৬ 113 ভিউ
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বৈশ্বিক এই টুর্নামেন্টটি পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। রোববার ঘোষিত এই দলে ফিরেছেন দেশটির অন্যতম সেরা ব্যাটার ইব্রাহিম জাদরান। তিনি গোড়ালির চোটে ভুগছিলেন, সম্প্রতি সেরে উঠেছেন। এছাড়া স্পিনার মুজিবুর রহমানের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন আরেক মিস্ট্রি স্পিনার এএম গাজানফার। মুজিবুর বর্তমানে নিজের সুস্থতার ওপর গুরুত্ব দিচ্ছেন এবং টি-টোয়েন্টি ক্রিকেটে মনোযোগ দিতে চান। ঘোষিত এই দলে সাদিকুল্লাহ আতালও রয়েছেন, যিনি সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে সিরিজ-সেরা নির্বাচিত হন। তিন ম্যাচের ওই সিরিজে তিনি একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরিসহ মোট

১৫৬ রান করেন। এদিকে এসিবি চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ সাম্প্রতিককালে আন্তর্জাতিক টুর্নামেন্টে দলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতের জন্যও আশাবাদ ব্যক্ত করেছেন। এসিবি চেয়ারম্যান বলেন, আফগান ক্রিকেটাররা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। তাদের এই সাফল্য মনোবল বাড়াবে এবং এবার আরও ভালো করার অনুপ্রেরণা দেবে। এ সময় চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষ্যে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খানকে আফগানিস্তান দলের মেন্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান মিরওয়াইস আশরাফ। তিনি বলেন, গত দুই ইভেন্টে মেন্টর রাখার সফলতার ভিত্তিতে আমরা ইউনিস খানের অভিজ্ঞতা থেকে উপকৃত হতে চাই। মুজিবের অনুপস্থিতি নিয়ে ব্যাখ্যা এদিকে স্পিনার মুজিবুর রহমানকে কেন দলে রাখা হয়নি- সে ব্যাপারে কথা বলেছেন

অস্থায়ী প্রধান নির্বাচক আহমদ সুলেইমান খিল। তিনি বলেন, মুজিব দলে সুযোগ পাওয়ার যোগ্য ছিলেন না। কারণ তার চিকিৎসক তাকে টি-টোয়েন্টি ফরম্যাটে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন, যাতে পুরোপুরি সুস্থ হয়ে ওয়ানডেতে ফিরে আসা যায়। এই কারণে তিনি জিম্বাবুয়ে সিরিজেও ছিলেন না। অস্থায়ী এই প্রধান নির্বাচক দলের প্রস্তুতির বিষয়েও কথা বলেন এবং পাকিস্তান ও আরব আমিরাতের কন্ডিশনের সঙ্গে পরিচিতির ওপরও জোর দেন। সুলেইমান খিল জানান, টুর্নামেন্টের আগে আমরা বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি ক্যাম্প পরিচালনা করব। প্রত্যাশা অনেক বেশি এবং আমি আশা করি, দল আগের দুটি বিশ্বকাপের মতোই শক্তিশালী নৈপুণ্য দেখাবে। আফগানিস্তান স্কোয়াড: হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইকরাম আলিখিল (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান,

সাদিকুল্লাহ আতাল, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, রশিদ খান, এএম গাজানফার, নূর আহমদ, ফজলহক ফারুকি, নাভিদ জাদরান, ফরিদ আহমদ মালিক। রিজার্ভ: দরবিশ রাসুলি, নাঙ্গিয়াল খারোটি, বিলাল সামি। গুরুত্বপূর্ণ ম্যাচসমূহ: ২১ ফেব্রুয়ারি: আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা (করাচি)। ২৬ ফেব্রুয়ারি: আফগানিস্তান বনাম ইংল্যান্ড (লাহোর)। ২৮ ফেব্রুয়ারি: আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া (লাহোর)।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গ্রামেগঞ্জে ছাত্রদলের নিপীড়নে নারীরা অতিষ্ট ব্রিটিশ কোম্পানি হাউজের নথিতে তারেক রহমানের নাগরিকত্ব ‘ব্রিটিশ’: দ্বৈত নাগরিকত্ব ও নির্বাচনে যোগ্যতা নিয়ে নতুন বিতর্ক ‘বিডিআর বিদ্রোহের তদন্ত করেছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, এখন সব উল্টে দিচ্ছেন’—ফাঁস হওয়া অডিওতে শেখ হাসিনা ‘বিডিআর বিদ্রোহের তদন্ত করেছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, এখন সব উল্টে দিচ্ছেন’—ফাঁস হওয়া অডিওতে শেখ হাসিনা বিয়ের প্রলোভনে ব্র্যাক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: এবি পার্টি নেতা ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে মামলার নির্দেশে জনমনে তীব্র ক্ষোভ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার: অস্ট্রিয়া ও ফ্রান্স সফর করলেন সিজিএস লে. জেনারেল মিজানুর রহমান শামীম ‘শীতের রাতে বৃদ্ধ বাবা-মা ও নারীদের বিরক্ত না করলেও পারতেন’: জাকির শেখ হাসিনার জাদুকরী নেতৃত্ব: এক যুগে দারিদ্র্য থেকে মুক্তি পেল আড়াই কোটি মানুষ, বিশ্বব্যাংকের প্রতিবেদনে ঐতিহাসিক সাফল্যের চিত্র স্থায়ী অবকাঠামো নির্মাণের মুখে ফের রোহিঙ্গা অনুপ্রবেশ, সীমান্ত নিরাপত্তায় ব্যর্থ সরকার: স্থানীয়দের মাঝে উদ্বেগ স্থায়ী অবকাঠামো নির্মাণের মুখে ফের রোহিঙ্গা অনুপ্রবেশ, সীমান্ত নিরাপত্তায় ব্যর্থ সরকার: স্থানীয়দের মাঝে উদ্বেগ ডিজিটাল ফোরাম থেকে টিটিপি নিয়োগ নেটওয়ার্ক সাইবার ফাঁদ ভিশিং গাজায় কমলেও পশ্চিম তীরে ইসরায়েলি নিপীড়ন বেড়েছে পাহাড়ে শান্তি ফেরাতে চুক্তি বাস্তবায়নই একমাত্র পথ দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষকদের সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, বুধবার থেকে বার্ষিক পরীক্ষা লটারির মাধ্যমে দেশের ৫২৭ থানার ওসি পদে রদবদল উত্তরের দুই জেলায় শীতের প্রকোপ ইংলিশ ব্যাটার রবিন স্মিথ মারা গেছেন বাংলা একাডেমির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ