চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগ – ইউ এস বাংলা নিউজ




চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ | ৫:৫৪ 43 ভিউ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিণ শ্রীপুরে এক মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আগুনে একতলা ভবনের চারটি কক্ষের আসবাবসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে। গত মঙ্গলবার গভীর রাতে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের বাড়িতে এ হামলা হয়। মুক্তিযোদ্ধা আলী হোসেন গুণবতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তাঁর স্ত্রী রাশেদা আখতার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। তাঁরা কেউ ওই বাড়িতে থাকেন না। আলী হোসেন দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে কুমিল্লা শহরে বসবাস করছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জামশেদ আলম নামের এক ব্যক্তি আলী হোসেনের গ্রামের বাড়িটি দেখভাল করেন। জামশেদ তাঁর তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে

ওই বাড়িতে থাকেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার পর দুর্বৃত্তরা বাড়িটির দরজা-জানালায় ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে তাঁরা ঘরের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। পরে বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় জামশেদ ও তাঁর স্ত্রী-সন্তানের চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। বাড়ির তত্ত্বাবধায়ক জামশেদ আলম বলেন, ‘কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। কোনো রকমে বাচ্চাগুলোর প্রাণ রক্ষা করছি। আমাদের চিৎকারে আশপাশের মানুষ এসে আগুন নেভান।’ আলী হোসেনের স্ত্রী রাশেদা আখতারের বলেন, ‘আমার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা এবং নির্বাচিত সাবেক জনপ্রতিনিধি। ২০১৫ সালের পর থেকেই তিনি রাজনীতির বাইরে। তাঁর ব্রেইন হেমারেজ, তিনি

মুভমেন্ট করতে পারেন না। এখন এই সময়ে এসে কে বা কারা এই কাজ করলো, কিছুই বুঝতে পারছি না।’ এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘হামলা ও আগুন দেওয়ার খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কারা হামলা চালিয়েছে, সেটা এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মহররম মাসে বিয়ে করা কি অশুভ? ভয়াবহ সংকটে ছয় বিশেষায়িত ব্যাংক অবশেষে গাজা যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিচ্ছে ইসরাইল প্রতিবেশী দেশকে সুবিধা দিতেই কি অগ্রিম আয়কর! রাজনৈতিক প্রচারকেন্দ্র ছিল নভোথিয়েটার লুটপাটে ধ্বংসের দ্বারপ্রান্তে সাভারের ট্যানারি শিল্প আজ পবিত্র আশুরা মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় গ্রেফতার তিনজন কারাগারে অবশেষে গাজা যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিচ্ছে ইসরাইল ইসরাইলের বেড়ায় পশ্চিম তীরের শহর এখন ‘কারাগার’ কী আছে ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে? সৈকতে চেয়ারে বসে বিপাকে বাইডেন! উত্তরাখন্ডের ‘চাষী মুখ্যমন্ত্রী’ ইসরাইলি হামলার পর ইরানে ব্যতিক্রমী আশুরা মিলেমিশে লুটপাট, বাড়ছে বকেয়া ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, রানওয়ে দুই ঘণ্টা পর সচল মুরাদনগরে ট্রিপল মার্ডারের ৩৯ ঘন্টা পর মামলা, গ্রেপ্তার ৮ ইসরায়েলি গুপ্তচর সন্দেহে যে মুসলিম দেশের নাগরিকদের গণগ্রেপ্তার করছে ইরান শ্রীলংকাকে ২৪৯ রানের টার্গেট দিল বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত