চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে ফের বোমার সন্ধান – ইউ এস বাংলা নিউজ




চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে ফের বোমার সন্ধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:২৯ 61 ভিউ
চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের চিনিকল প্রতিষ্ঠানের চত্বরে আবারো কালো টেপ মোড়ানো বোমার সন্ধান পাওয়া গেছে। পুলিশের ধারণা, এটি ককটেল বোমা হতে পারে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটলে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে কেরু কোম্পানি চত্বরে একটি যুবক ছাগল চড়িয়ে যাচ্ছিলেন। তিনি প্রথমে কালো টেপ মোড়ানো একটি বোমা সাদৃশ্য বস্তু দেখতে পান এবং তা নিরাপত্তা কর্মীদের জানিয়ে দেন। জানা গেছে, প্রায় একই স্থান, অর্থাৎ ১০০ মিটার দূরেই পূর্বে একটি বোমা পাওয়া গিয়েছিল। এই খবর পাওয়ার পর পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। এদিকে, ১৩ ফেব্রুয়ারি,

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কেরু অ্যান্ড কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন ক্লাবের পাশের ঝোপের মধ্যে লাল টেপ মোড়ানো একটি বস্তু দেখতে পান কোম্পানির নিরাপত্তা কর্মীরা। বোমা সন্দেহে তারা দ্রুত দর্শনা থানা পুলিশ এবং সেনাবাহিনীর ক্যাম্পে খবর দেন। এরপর দিনব্যাপী ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। পরে রাত ৯টার দিকে রাজশাহী থেকে র‍্যাব ৫-এর একটি বোমা নিস্ক্রিয়দল এসে বস্তুটি বিকট শব্দে বিস্ফোরিত করে। এ বিষয়ে স্থানীয় ও প্রতিষ্ঠানে কর্মরত কয়েকজন ব্যক্তি জানান, শ্রমিক ইউনিয়ন নির্বাচন স্থগিত হওয়া নিয়ে পরিকল্পিতভাবে কেউ এই ঘটনা ঘটাচ্ছে। তাদের অভিযোগ, এই ঘটনার পেছনে কোনো পক্ষের হাত রয়েছে, যা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। দর্শনা থানা

পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহিদ তিতুমীর বলেন, আবারো একই ধরনের কালো টেপ মড়ানো বোমা সাদৃশ্য বস্তু পাওয়া গেছে। পূর্বের ককটেল বোমার সঙ্গে এই বস্তুটির হুবহু মিল রয়েছে। তবে আজকেরটি কালো টেপ মোড়ানো। আমরা রাজশাহী র‍্যাবের বোমা নিস্ক্রিয় টিমকে জানিয়ে ঘটনাস্থলে পাঠিয়েছি। তিনি আরো বলেন, গতবারের ঘটনায় কেরু কোম্পানি কর্তৃপক্ষ মামলা দায়ের করেছেন এবং আমরা এই ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাপানের কাছে বাজেট সহায়তা চাইল বাংলাদেশ ফিলিস্তিনিদের ৬০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দিল ইসরাইল পারমাণবিক উপাদান পাচারের আঁতুড়ঘর ভারত পুতিনের সঙ্গে আমার সাক্ষাৎ না হলে ইউক্রেন ইস্যুর অগ্রগতি হবে না: ট্রাম্প ৩২৬৭ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক শ্রীলঙ্কা সিরিজেই ফিরতে চান তাসকিন ৯ বছর আগে কলেজছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা চট্টগ্রাম কারাগারে কেএনএফ সদস্যের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় কুরবানির জন্য দেড় লাখ পশু প্রস্তুত পারমাণবিক উপাদান পাচারের আঁতুড়ঘর ভারত কোষ্ঠকাঠিন্য দূর ও ওজন নিয়ন্ত্রণ করে তালশাঁস ইসরাইলি বিমান হামলায় ৬২ জন নিহত জবি শিক্ষার্থীদের আন্দোলনে রাজধানীতে তীব্র যানজট ঢাবিতে ছাত্রদলের সমাবেশে সাংবাদিকদের হেনস্তা ও মারধরের হুমকি দাবি আদায় না হওয়া পর্যন্ত জবি ক্যাম্পাসে শাটডাউন ঘোষণা ঢাবির অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিল ছাত্রদল গ্রেনেড হামলা মামলায় খালাসের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি ২৬ মে ‘বোতল নিক্ষেপের ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত ছিল না’ পরিবারের সবার পক্ষে একটি পশু কুরবানি করা যাবে? ছেলেদের সঙ্গে ফোনালাপের অনুমতি পেলেন ইমরান খান