চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে ফের বোমার সন্ধান – ইউ এস বাংলা নিউজ




চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে ফের বোমার সন্ধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:২৯ 26 ভিউ
চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের চিনিকল প্রতিষ্ঠানের চত্বরে আবারো কালো টেপ মোড়ানো বোমার সন্ধান পাওয়া গেছে। পুলিশের ধারণা, এটি ককটেল বোমা হতে পারে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটলে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে কেরু কোম্পানি চত্বরে একটি যুবক ছাগল চড়িয়ে যাচ্ছিলেন। তিনি প্রথমে কালো টেপ মোড়ানো একটি বোমা সাদৃশ্য বস্তু দেখতে পান এবং তা নিরাপত্তা কর্মীদের জানিয়ে দেন। জানা গেছে, প্রায় একই স্থান, অর্থাৎ ১০০ মিটার দূরেই পূর্বে একটি বোমা পাওয়া গিয়েছিল। এই খবর পাওয়ার পর পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। এদিকে, ১৩ ফেব্রুয়ারি,

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কেরু অ্যান্ড কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন ক্লাবের পাশের ঝোপের মধ্যে লাল টেপ মোড়ানো একটি বস্তু দেখতে পান কোম্পানির নিরাপত্তা কর্মীরা। বোমা সন্দেহে তারা দ্রুত দর্শনা থানা পুলিশ এবং সেনাবাহিনীর ক্যাম্পে খবর দেন। এরপর দিনব্যাপী ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। পরে রাত ৯টার দিকে রাজশাহী থেকে র‍্যাব ৫-এর একটি বোমা নিস্ক্রিয়দল এসে বস্তুটি বিকট শব্দে বিস্ফোরিত করে। এ বিষয়ে স্থানীয় ও প্রতিষ্ঠানে কর্মরত কয়েকজন ব্যক্তি জানান, শ্রমিক ইউনিয়ন নির্বাচন স্থগিত হওয়া নিয়ে পরিকল্পিতভাবে কেউ এই ঘটনা ঘটাচ্ছে। তাদের অভিযোগ, এই ঘটনার পেছনে কোনো পক্ষের হাত রয়েছে, যা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। দর্শনা থানা

পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহিদ তিতুমীর বলেন, আবারো একই ধরনের কালো টেপ মড়ানো বোমা সাদৃশ্য বস্তু পাওয়া গেছে। পূর্বের ককটেল বোমার সঙ্গে এই বস্তুটির হুবহু মিল রয়েছে। তবে আজকেরটি কালো টেপ মোড়ানো। আমরা রাজশাহী র‍্যাবের বোমা নিস্ক্রিয় টিমকে জানিয়ে ঘটনাস্থলে পাঠিয়েছি। তিনি আরো বলেন, গতবারের ঘটনায় কেরু কোম্পানি কর্তৃপক্ষ মামলা দায়ের করেছেন এবং আমরা এই ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বের সবচেয়ে শক্তিশালী ‘গুপ্তচর ক্যামেরা’ বানিয়ে সাড়া ফেলল চীন ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা ‘দেশে বিরাজনীতিকরণের চক্রান্তে লিপ্তরা কুয়েটকে অস্থিতিশীল করতে চাচ্ছে’ গাজায় যাচ্ছে ১৫টি ভ্রাম্যমাণ বাড়ি বহনকারী ট্রাক জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৮ এপ্রিল মিসরে আবারও আবিষ্কৃত হল ফারাওয়ের সমাধি ট্রাম্পের হুমকিকে ভয় পাই না: শেইনবাউম যোগী আদিত্যনাথকে একহাত নিলেন গায়ক বিশাল সালমানের বিরুদ্ধে জ্যাকুলিনকে নকল করার অভিযোগ চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্রেফ অংশ নিতে আসেনি আফগানিস্তান এবার চাঁদে পাওয়া যাবে ৪জি নেটওয়ার্ক এস কে সুর পরিবারের ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ, ফ্ল্যাট-জমি জব্দ তুরস্ক ইউক্রেনের ন্যাটো সদস্যপদ সমর্থন করে: জেলেনস্কি কিমের পরমাণু কার্যক্রমের হ্রাস টানতে তৎপর আইএইএ সাবেক গভর্নর আতিউর ও অর্থনীতিবিদ বারাকাতের বিরুদ্ধে মামলা নাফিজ সরাফতের ২ সহযোগী ও স্ত্রীসহ সরওয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা ‘আলেপের বিরুদ্ধে গুম করা ব্যক্তির স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণের প্রমাণ মিলেছে’ এখন থেকেই নির্বাচনের কাজ শুরু করার নির্দেশনা ডিসিদের চার জিম্মির লাশ হস্তান্তর করল হামাস এবার ইসরাইলি হামলায় নিহত জিম্মিদের লাশ ফেরতের মঞ্চ করেছে হামাস