চিকেন’স নেক’ সুরক্ষায় মিজোরামে চতুর্থ সেনাঘাঁটির ভাবনা ১৯ ডিসেম্বর সীমান্তবর্তী পারভা ও সিলসুরি পরিদর্শনে ইস্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৫
     ৬:০১ পূর্বাহ্ণ

চিকেন’স নেক’ সুরক্ষায় মিজোরামে চতুর্থ সেনাঘাঁটির ভাবনা ১৯ ডিসেম্বর সীমান্তবর্তী পারভা ও সিলসুরি পরিদর্শনে ইস্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৫ | ৬:০১ 62 ভিউ
‘চিকেন’স নেক’ বা শিলিগুড়ি করিডরকে ঘিরে প্রতিরক্ষা বলয় আরও মজবুত করতে মিজোরামে ভারত–বাংলাদেশ সীমান্তের কাছে একটি নতুন সেনাঘাঁটি স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখছে ভারতীয় সেনাবাহিনী। পশ্চিমবঙ্গ, বিহার ও অসমে ইতিমধ্যেই তিনটি নতুন সেনাঘাঁটি স্থাপনের পর এটি হতে পারে এই কৌশলগত পরিকল্পনার চতুর্থ ধাপ। সরকারি সূত্রে জানা গেছে, ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ (জিওসি-ইন-সি) লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি আগামী ১৯ ডিসেম্বর মিজোরাম সফর করবেন। সফরকালে তিনি আইজলের কাছে থুয়াম্পুই এলাকায় যাবেন এবং ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী পারভা ও সিলসুরি অঞ্চল পরিদর্শন করবেন। উদ্দেশ্য, সম্ভাব্য সেনাঘাঁটির জন্য উপযুক্ত জমি ও অবস্থান চিহ্নিত করা। সূত্রের দাবি, প্রস্তাবিত এই সেনাঘাঁটিতে ডিমাপুরে অবস্থিত থার্ড কোরের অধীন একটি ব্রিগেড থেকে

একটি ব্যাটালিয়ন মোতায়েন করা হতে পারে। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় যে কোনও রাষ্ট্রীয় বা অ-রাষ্ট্রীয় হুমকির মোকাবিলায় এটিকে প্রথম সারির প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে। লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারির সঙ্গে এই সফরে থাকবেন থার্ড কোরের জিওসি লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ এস পেন্ধারকর এবং সেভেনটিন্থ মাউন্টেন স্ট্রাইক কোরের জিওসি লেফটেন্যান্ট জেনারেল যশ আহলাওয়াত। থুয়াম্পুইয়ে অন্যান্য ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে আসাম রাইফেলস ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সিনিয়র আধিকারিকরা তাঁকে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ব্রিফ করবেন। পরিদর্শনের অংশ হিসেবে ইস্টার্ন কমান্ডের কমান্ডার মিজোরামের মামিত জেলার ওয়েস্ট ফাইলেং ব্লকে অবস্থিত বড় গ্রাম সিলসুরি এবং দক্ষিণ মিজোরামের লংতলাই জেলার পারভা বিএসএফ বর্ডার আউটপোস্টে যাবেন। উল্লেখযোগ্যভাবে, পারভা এলাকা ভারত–বাংলাদেশ সীমান্তের

পাশাপাশি ভারত–মিয়ানমার সীমান্তের কাছেও অবস্থিত, যা এটিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। সূত্র জানায়, সফর শেষে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি আগরতলায় ফেরার পর সংশ্লিষ্ট সেনা ও আসাম রাইফেলস কর্মকর্তাদের একটি প্রেজেন্টেশনে অংশ নেবেন, যেখানে সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত সামগ্রিক পরিকল্পনা পর্যালোচনা করা হবে। এদিকে, সেনাবাহিনীর পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও ভারত–বাংলাদেশ সীমান্তে দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রে জানা গেছে, শিলচর ও মিজোরাম ফ্রন্টিয়ারের অধীনে থাকা শিলচরের তিনটি ব্যাটালিয়ন কমান্ড এলাকায় বাঙ্কার, রিং বুন্ধ বা কৃত্রিম বাঁধ, বিস্ফোরণ-প্রতিরোধী আশ্রয়কেন্দ্র এবং ভূগর্ভস্থ অস্ত্রাগার নির্মাণ করা হবে। এই ‘গুরুত্বপূর্ণ পরিকাঠামো’গুলি কার্যকরী সংবেদনশীলতা, হুমকির মূল্যায়ন এবং ঝুঁকির মাত্রা বিচার করে অগ্রাধিকারভিত্তিতে নির্মাণ করা হচ্ছে বলে

মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। আগামী পাঁচ বছরে ক্যাচার ও মিজোরাম ফ্রন্টিয়ারের অন্তর্গত তিনটি ব্যাটালিয়ন এলাকায় প্রত্যেকটিতে ৪৫টি করে এমন প্রতিরক্ষামূলক কাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে মিজোরাম সেক্টরে ভারত–বাংলাদেশ সীমান্ত বরাবর মোট ৮৫টি বর্ডার আউটপোস্ট রয়েছে। ভবিষ্যতে এই আউটপোস্টগুলিকে আধুনিক, ‘কম্পোজিট’ অপারেশনাল হাবে রূপান্তর করার লক্ষ্য নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ইতিমধ্যেই মিজোরামের লুংলাই ও লংতলাই জেলায় ৪০টি প্রতিরক্ষা কাঠামোর কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও, আরও ১৯টি এমন কাঠামো নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে, যদিও সেগুলি কবে শেষ হবে তা এখনও স্পষ্ট নয়। পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে অন্তত ২৬টি বর্ডার আউটপোস্টে চার ধরনের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা পরিকাঠামো গড়ে তোলা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে মাঠে নামছে দুদক মিয়ানমার রোহিঙ্গাদের জীবনে নরক সৃষ্টি করেছে: গাম্বিয়া এবারও কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা বিক্ষোভ ‘নিয়ন্ত্রণের’ দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপেও রাজি রাজধানীতে আজ কোথায় কী মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ১৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি ভোট দেন না যে গ্রামের নারীরা অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ গিলে খাচ্ছে ফসলি জমি মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন দরপত্র ছাড়াই ৬১০ কোটি টাকার টিকা কেনা : স্বচ্ছতা আর জবাবদিহিহীনতার নতুন নজির ছরে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা হারিয়ে যাচ্ছে, ইউনুসের অবৈধ সরকারের কিছু যায় আসে না কেরানীগঞ্জ কারাগারে ‘মানবেতর’ জীবন: ১৮০০ বন্দিকে ২৪ ঘণ্টা লকআপ ও খাবার বঞ্চনার অভিযোগ ছাত্রলীগ নেতার রক্তাক্ত বাংলাদেশ : যে সন্ত্রাসীদের হাত ধরে ক্ষমতায় এসেছিলেন, তাদেরই দমন করবেন কীভাবে? প্রলয় চাকী —৯০-এর দশকের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক। জুলাইয়ের দাঙ্গার মাশুল দিচ্ছে লাখো শিক্ষার্থী : একে একে বন্ধ হচ্ছে বিদেশের দরজা অবৈধ ইউনুস সরকারের সাজানো নির্বাচন ,ভোট বর্জনের আহ্বান আগুনে পোড়া বাড়ি, রক্তে ভেজা মাটি : বিএনপি-জামায়াতের নির্বাচনী উপহার