চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটা, মোহাম্মদপুরে শ্রমিক দলের দুই নেতা আটক – ইউ এস বাংলা নিউজ




চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটা, মোহাম্মদপুরে শ্রমিক দলের দুই নেতা আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ | ৯:৩৪ 74 ভিউ
রাজধানীর মোহাম্মদপুরে যানবাহন চালকরা চাঁদা না দিলে তাদেরকে হাতুড়িপেটা করে টাকা আদায় করত একটি চক্র। শনিবার চালকদের হাতুড়িপেটা করে চাঁদাবাজির সময় দুই শ্রমিক দল নেতাকে হাতেনাতে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয় চালক ও স্থানীয়রা। এ সময় যে অফিস থেকে চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করা হতো সে অফিসে তালা লাগিয়ে দেয় সেনাবাহিনী। মিজানুর রহমান নামে এক ভুক্তভোগী অটোরিকশাচালক চাঁদাবাজির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন। আটকরা হলেন- থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল মাঝি ওরফে ব্রাদার্স দুলাল ও শ্রমিক দল নেতা মো. শাহীন। তারা থানা শ্রমিক দলের বহিষ্কৃত নেতা ফজলুর রহমানের সঙ্গে রাজনীতি করতেন। জানা যায়- মোহাম্মদপুর তিন রাস্তা মোড় এলাকায় বাস, ট্রাক, লেগুনা ও অটোরিকশাচালকদের

মারধরসহ হাতুড়িপেটা করে চাঁদা তুলছিল চক্রটি। আর এই চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা হতো শ্রমিক দলের বহিষ্কৃত নেতা ফজলুর রহমানের অফিস থেকে। চাঁদা না দেওয়ায় কয়েকজন প্রতিবন্ধীর অটোরিকশা আটকে চালকদের মারধর করে চক্রটি। ওই সময় চালক ও স্থানীয় চক্রের দুই সদস্যকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। পরে সেনাবাহিনীর একটি টিম এসে চাঁদাবাজদের নিয়ন্ত্রণকারী ফজলুর রহমানের অফিসে তালা লাগিয়ে দেয়। চাঁদাবাজির শিকার জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার মোহাম্মদপুর থানা সভাপতি মো. নাসির বলেন, আমাদের অটোরিকশা আটকে ৫০ টাকা করে চাঁদা আদায় করছিল চক্রের সদস্যরা। যখন চাঁদাদানে অস্বীকৃতি জানানো হয় তখন হাতুড়ি দিয়ে কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তখন

দুই চাঁদাবাজকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিই। তারা শ্রমিকদল নেতা পরিচয় দিয়ে আমাদেরও মারধর করতে চাইছিল। সেনাবাহিনীর সহায়তায় আমরা তাদের থানায় পাঠিয়ে অফিসে তালা লাগিয়ে দিই। এ বিষয়ে মোহাম্মদপুর থানা শ্রমিক দলের সভাপতি আলী কায়সার পিন্টু বলেন, চাঁদাবাজির সময় স্থানীয়রা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল মাঝি ওরফে ব্রাদার্স দুলাল ও তাদের সঙ্গে রাজনীতি করা মো. শাহীন নামে দুজনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, এ ঘটনায় ভুক্তভোগীরা একটি অভিযোগ দিয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড নির্বাচন নিয়ে জনমনে নানা প্রশ্ন-সংশয় এখনো অধরা সুউচ্চ ভবন ঠাঁই জীর্ণ কুটিরেই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা, নিহত আরও ৩ নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে : তারেক রহমান ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮ শতাংশ মার্কিনি : রয়টার্স ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা নথি সরিয়ে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি, কর্মকর্তা বরখাস্ত আমাদের দাবি না মানলে নির্বাচন হবে না : জামায়াতের সহকারী সেক্রেটারি শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী মার্কিন সেনাবাহিনীতে প্রথম বাংলাদেশি-আমেরিকান ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল খান ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি অনুমোদন ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ২ উমামার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে বেইজিং — চীনা পররাষ্ট্রমন্ত্রী ১৪৬ কোটি কর ফাঁকির অভিযোগ তিন কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে ইসি