চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটা, মোহাম্মদপুরে শ্রমিক দলের দুই নেতা আটক – ইউ এস বাংলা নিউজ




চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটা, মোহাম্মদপুরে শ্রমিক দলের দুই নেতা আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ | ৯:৩৪ 81 ভিউ
রাজধানীর মোহাম্মদপুরে যানবাহন চালকরা চাঁদা না দিলে তাদেরকে হাতুড়িপেটা করে টাকা আদায় করত একটি চক্র। শনিবার চালকদের হাতুড়িপেটা করে চাঁদাবাজির সময় দুই শ্রমিক দল নেতাকে হাতেনাতে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয় চালক ও স্থানীয়রা। এ সময় যে অফিস থেকে চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করা হতো সে অফিসে তালা লাগিয়ে দেয় সেনাবাহিনী। মিজানুর রহমান নামে এক ভুক্তভোগী অটোরিকশাচালক চাঁদাবাজির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন। আটকরা হলেন- থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল মাঝি ওরফে ব্রাদার্স দুলাল ও শ্রমিক দল নেতা মো. শাহীন। তারা থানা শ্রমিক দলের বহিষ্কৃত নেতা ফজলুর রহমানের সঙ্গে রাজনীতি করতেন। জানা যায়- মোহাম্মদপুর তিন রাস্তা মোড় এলাকায় বাস, ট্রাক, লেগুনা ও অটোরিকশাচালকদের

মারধরসহ হাতুড়িপেটা করে চাঁদা তুলছিল চক্রটি। আর এই চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা হতো শ্রমিক দলের বহিষ্কৃত নেতা ফজলুর রহমানের অফিস থেকে। চাঁদা না দেওয়ায় কয়েকজন প্রতিবন্ধীর অটোরিকশা আটকে চালকদের মারধর করে চক্রটি। ওই সময় চালক ও স্থানীয় চক্রের দুই সদস্যকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। পরে সেনাবাহিনীর একটি টিম এসে চাঁদাবাজদের নিয়ন্ত্রণকারী ফজলুর রহমানের অফিসে তালা লাগিয়ে দেয়। চাঁদাবাজির শিকার জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার মোহাম্মদপুর থানা সভাপতি মো. নাসির বলেন, আমাদের অটোরিকশা আটকে ৫০ টাকা করে চাঁদা আদায় করছিল চক্রের সদস্যরা। যখন চাঁদাদানে অস্বীকৃতি জানানো হয় তখন হাতুড়ি দিয়ে কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তখন

দুই চাঁদাবাজকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিই। তারা শ্রমিকদল নেতা পরিচয় দিয়ে আমাদেরও মারধর করতে চাইছিল। সেনাবাহিনীর সহায়তায় আমরা তাদের থানায় পাঠিয়ে অফিসে তালা লাগিয়ে দিই। এ বিষয়ে মোহাম্মদপুর থানা শ্রমিক দলের সভাপতি আলী কায়সার পিন্টু বলেন, চাঁদাবাজির সময় স্থানীয়রা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল মাঝি ওরফে ব্রাদার্স দুলাল ও তাদের সঙ্গে রাজনীতি করা মো. শাহীন নামে দুজনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, এ ঘটনায় ভুক্তভোগীরা একটি অভিযোগ দিয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এবার ইসরাইলি কূটনীতিককে তলব করল স্পেন দরপত্র ছাড়াই ২ কোটি ৬৬ লাখ টাকার কাজ সম্পন্ন সেই অধ্যক্ষ লুটে নিলেন ৫ কোটি টাকা ৩৮৯ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় আনতে তিন চ্যালেঞ্জ চট্টগ্রামে দখল চাঁদাবাজি নিয়ে খুনোখুনি বাড়ছে দখলদাররা গিলে খাচ্ছে কীর্তনখোলা নদী ছাত্র-জনতাকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন ইউএনও ১০ দিনের চীন সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি ইসলাম ও মহানবিকে (সা.) কটূক্তি করেছিলেন ট্রাম্পের মিত্র চার্লি কার্ক লন্ডনে মাহফুজ আলমের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলার চেষ্টা ফ্যাসিস্ট ইউনূসকে যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত ঘোষণা আওয়ামী লীগের হার্ট ভালো রাখতে খাবেন যে ৭ খাবার নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি সরকারি ডাক্তারদের ৮ নির্দেশনা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উচ্চপর্যায়ের নৈশভোজ নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী, কে এই সুশীলা ‘আমরা সবাই জানি বাংলাদেশ দুর্দান্ত ফর্মে আছে’ ভারত-পাক ম্যাচের টিকিট বিক্রিই হচ্ছে না, জানা গেল কারণ নেপালে যেভাবে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার গঠনের পথ