চবিতে ‘নিয়োগ বাণিজ্যের জমিদার ভবন’ লেখার ছবি তোলায় ২ ছাত্রীকে হুমকির অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




চবিতে ‘নিয়োগ বাণিজ্যের জমিদার ভবন’ লেখার ছবি তোলায় ২ ছাত্রীকে হুমকির অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৪৬ 42 ভিউ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনিক ভবনের দেয়ালে লেখা হয়েছে ‘নিয়োগ বাণিজ্যের জমিদার ভবন’। দেয়াল লিখনটির ছবি তুলতে গেলে দুই নারী শিক্ষার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতারের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন খোদ ভুক্তভোগীরা। শনিবার বিকেলে প্রশাসনিক ভবনের মূল নাম লাল রঙ মুছে প্রতীকীভাবে নতুন নাম লেখেন শিক্ষার্থীরা। বিকেল সাড়ে পাঁচটার দিকে উপাচার্য ইয়াহ্ইয়া আখতারসহ কয়েকজন কর্মকর্তা সেখানে যান। ছবি তুলতে থাকা দুই নারী শিক্ষার্থীকে থামিয়ে তাদের পরিচয়পত্র নেন এবং পরিবারকে ডাকার কথা বলেন। পরে আরও শিক্ষার্থী জড়ো হলে পরিচয়পত্র ফেরত দেওয়া হয়। ভুক্তভোগী শিক্ষার্থীদের একজন বলেন, ‘আমি কৌতূহল থেকে ছবি তুলতে গেলে ভিসি স্যার আমার আইডি কার্ড নিয়ে বলেন—‘তোমাদের পরিবারকে ডাকব।’

অথচ আমি দেয়ালে কোনো লেখালেখি করিনি।’ অপর ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমরা ছবি তুলে চলে আসছিলাম, তখন উপাচার্য স্যার ডেকে জেরা শুরু করেন—কারা লিখেছে, কারা জড়িত। পরে আমার বান্ধবীর আইডি কার্ড নেন ও তার ছবি তোলা হয়। রেজিস্টার যাওয়ার সময় বলেন —‘ছবি ডিলিট দিয়েছি, তবে ছবি পেতে দেরি হবে না।’ প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা ব্যক্তিগত তথ্য মুছে ফেলতে বললেও উপাচার্য বরং নিয়োগ বোর্ডের স্বচ্ছতা নিয়ে বক্তব্য দিতে থাকেন। সংঘর্ষের দিনও কেন নিয়োগ বোর্ড চলছিল—শিক্ষার্থীদের এমন প্রশ্নে সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন উত্তেজিত প্রতিক্রিয়া দেখান। এ বিষয়ে সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, প্রশাসনিক ভবনের নাম কেটে নতুন লেখা আগে কখনো দেখা যায়নি, নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের

এমনটা করার অধিকার নেই। তবে শিক্ষার্থীদের হুমকির অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। অন্যদিকে উপাচার্য ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘দুঃখিত। আমি কথা বলতে পারব না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশের জন্য দুঃসংবাদ: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বড় ছাঁটাই আসছে বাজারে সবজির সেঞ্চুরি: ১০০ টাকার নিচে মিলছে না কিছুই রাজনৈতিক অস্থিরতায় রপ্তানিতে ধাক্কা, বিনিয়োগে স্থবিরতা, উচ্চ মূল্যস্ফীতি: ভয়াবহ সংকটে অর্থনীতি পুলিশি বাধায় চারুকলার পর গেণ্ডারিয়াতেও পণ্ড ‘শরৎ উৎসব’: ১৯ বছরের ধারাবাহিকতায় ছেদ তালেবান মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কাবুলে দূতাবাস চালুর ঘোষণা ভারতের, ভারতকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ আখ্যা আওয়ামী লীগ কি সশস্ত্র সংগ্রাম করবে? কারাবন্দীদের উপর নির্যাতন: সংবিধান ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি বেবিচকের এ কেমন সংস্কার! দুদকের মামলার একদিন পরই আসামী উল্টো পুরস্কৃত, পেলেন আরও বড় দায়িত্ব নৃশংস বর্বরতা আর নরকীয়তার ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপিত হল – নূরুল মজিদ হুমায়ূনের নিথর দেহে হাতকড়া লাগিয়ে। ন্যায়বিচারের পথে এক ধাপ এগোল বাংলাদেশ ট্রাম্প নয় শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া ট্রাম্পকে হারিয়ে নোবেল জেতা কে এই মাচাদো? শিশুদের ‘নোবেল’ শান্তি পুরস্কারের জন্য মনোনীত সাতক্ষীরার তরুণ সুদীপ্ত শাহজালাল বিমানবন্দরে ৬৫ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ২ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ১৯ বছর ধরে ইসরায়েলে বন্দি কে এই ‘দ্বিতীয় ইয়াহিয়া সিনওয়ার’? হংকংয়ের কাছে হেরেও যে সমীকরণে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ মিরপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ, শিশু আহত শাহবাগ এলাকা থেকে ৩ লাশ উদ্ধার