
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

এনসিপি নেতার চাঁদাবাজি, মবসন্ত্রাস ও দখলবাণিজ্যে অতিষ্ঠ স্থানীয়রা, মানববন্ধনে নিন্দা

ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত দেশ: বন্ধ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র

ইউনূস সরকারের অধীনে জঙ্গিবাদের উত্থান, দেশে বেড়েছে সংখ্যালঘু নির্যাতন

আধিপত্য বিস্তার নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

সরকারের প্রশ্রয়ে উগ্রপন্থীরা মাজার ও খানকা টার্গেট করেছে: অভিযোগ সুফি নেতাদের

নুরাল পাগলার মরদেহ উত্তোলনের নির্দেশদাতা গ্রেপ্তার

বহুল কাঙ্ক্ষিত ডাকসুর ভোট আজ
চট্টগ্রাম কারাগারে কেএনএফ সদস্যের মৃত্যু

পার্বত্য চট্টগ্রামভিত্তিক সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক নেতা চট্টগ্রামে কারাবন্দি অবস্থায় মারা গেছেন। তার নাম লাল পেলেং কিং বম। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
লাল পেলেং কিং বমের (২৭) বাড়ি বান্দরবান জেলার রুমা উপজেলার বেথেলপাড়ায়। গত বছরের ২৬ জুন থেকে তিনি চট্টগ্রাম কারাগারে ছিলেন বলে জানা গেছে।
কারাগার সূত্রে জানা গেছে, কারাগারের কর্ণফুলী ভবনের ১৫ নম্বর ওয়ার্ডে লাল পেলেং কিং বমসহ কয়েকজন কেএনএফ সদস্যকে রাখা হয়েছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঘুম থেকে উঠে লাল পেলেং হঠাৎ চিৎকার শুরু করেন। এ সময় তার প্রচুর খিচুনি শুরু হয়।
কারাগারের ওয়ার্ডে দায়িত্বে থাকা কারারক্ষীরা দ্রুত তাকে
কারা হাসপাতালে ভর্তি করান। তার অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি, অপহরণসহ চার মামলা রয়েছে তার বিরুদ্ধে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পাঠানো হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে তিনি মারা গেছেন। ২০২৪ সালের ৯ এপ্রিল তাকে গ্রেফতার করা হয়। ওই বছরের ২৬ জুন তাকে বান্দরবান কারাগার থেকে আমাদের এখানে পাঠানো হয়।
কারা হাসপাতালে ভর্তি করান। তার অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি, অপহরণসহ চার মামলা রয়েছে তার বিরুদ্ধে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পাঠানো হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে তিনি মারা গেছেন। ২০২৪ সালের ৯ এপ্রিল তাকে গ্রেফতার করা হয়। ওই বছরের ২৬ জুন তাকে বান্দরবান কারাগার থেকে আমাদের এখানে পাঠানো হয়।