
ইউ এস বাংলা নিউজ ডেক্স
চকরিয়া ও পেকুয়ায় গ্রেফতার ২৭

কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ-সদস্য জাফর আলমকে বুধবার আদালতে তোলা হলে বিচারক ৭ মামলায় ১৮ দিনের রিমান্ডের আদেশ দেন। প্রতিবাদে ঝটিকা মিছিল করে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। এ ঘটনার পর চকরিয়া থানা পুলিশ ১৬ জনকে আটক করেছে।
আটকরা হলেন- জাফর আলমের ভাতিজা হাছান আল বসরী, ভাগনে হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জান অহিদ, খুটাখালী ইউনিয়নের মিজানুর রহমান, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, ভিলেজারপাড়ার আব্দুর রহিম ও শহিদুল ইসলাম আজাদ, চিরিঙ্গা বুড়িপুকুর এলাকার জফুর আহমদ, লক্ষ্যারচর ইউপি সদস্য সোহরাব হোসেন, সিকদারপাড়া এলাকার তৌহিদ হোসেন চৌধুরী, হারবাং এলাকার জমির উদ্দিন, উত্তর হারবাং কলাতলী এলাকার জহিরুল ইসলাম মানিক, পৌরসভার ছালাম মাস্টারপাড়া
এলাকার আব্দুল জলিল, হাসেম মাস্টার পাড়ার মো. আবুল হোসেন, নিজপান খালী এলাকার বিপ্লব বড়ুয়া ও বিনামারা এলাকার বাবুল বড়ুয়া। পেকুয়ায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- টইটং ইউনিয়নের কেরনছড়ি এলাকার রুবেল হোসেন, ধনিয়াকাটা পূর্বপাড়া এলাকার মো. মোক্তার হোসেন, হিরাবুনিয়াপাড়া এলাকার মোকাদ্দের, নুইন্যার পাড়া এলাকার মোস্তাক মিয়া, বাজারপাড়া এলাকার সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ মাদু, হরিণাফাঁড়ি এলাকার মোহাম্মদ জিয়া উদ্দিন, পশ্চিম ব্যাইমাখালী এলাকার মো. আলমগীর, উলুদিয়াপাড়া এলাকার মো. আলম, সুন্দরীপাড়ার জামাল হোসেন, তার ছেলে শহিদুল ইসলাম সাদ্দাম ও সেগুনবাগিচা এলাকার নাছির উদ্দিন। গ্রেফতাররা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।
এলাকার আব্দুল জলিল, হাসেম মাস্টার পাড়ার মো. আবুল হোসেন, নিজপান খালী এলাকার বিপ্লব বড়ুয়া ও বিনামারা এলাকার বাবুল বড়ুয়া। পেকুয়ায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- টইটং ইউনিয়নের কেরনছড়ি এলাকার রুবেল হোসেন, ধনিয়াকাটা পূর্বপাড়া এলাকার মো. মোক্তার হোসেন, হিরাবুনিয়াপাড়া এলাকার মোকাদ্দের, নুইন্যার পাড়া এলাকার মোস্তাক মিয়া, বাজারপাড়া এলাকার সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ মাদু, হরিণাফাঁড়ি এলাকার মোহাম্মদ জিয়া উদ্দিন, পশ্চিম ব্যাইমাখালী এলাকার মো. আলমগীর, উলুদিয়াপাড়া এলাকার মো. আলম, সুন্দরীপাড়ার জামাল হোসেন, তার ছেলে শহিদুল ইসলাম সাদ্দাম ও সেগুনবাগিচা এলাকার নাছির উদ্দিন। গ্রেফতাররা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।