ঘোড়ার গাড়িতে বর সাজিয়ে সংবর্ধনা, মীরসরাইয়ে স্কুল পিয়নের রাজকীয় বিদায় – ইউ এস বাংলা নিউজ




ঘোড়ার গাড়িতে বর সাজিয়ে সংবর্ধনা, মীরসরাইয়ে স্কুল পিয়নের রাজকীয় বিদায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৩৬ 86 ভিউ
কর্মজীবনের ছুটির শেষ ঘন্টা বাজিয়ে রাজকীয় বিদায় নিলেন পিয়ন নুরুল আফছার। চট্টগ্রামের মীরসরাইয়ে শতবর্ষী বিদ্যাপীঠ জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পিয়নকে বর সাজিয়ে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয়ভাবে বিদায় সংবর্ধনা জানালো স্কুল কর্তৃপক্ষ। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে স্কুল ক্যাম্পাসে জমকালো আয়োজন করে এই বিদায়ের মাধ্যমে তাকে অবসরে পাঠানো হয়। সকাল থেকে স্কাউট সদস্যরা তাকে গার্ড অব অনার দিয়ে সমাবেশ স্থলে নিয়ে আসেন। বিদ্যালয়ের সভা কক্ষে আলোচনা সভায় সিনিয়র শিক্ষক নিতাই চন্দ্র দাশের সঞ্চালনায় অশ্রুসিক্ত নয়নে দীর্ঘ কর্মজীবনের আলোচনা করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল হাই, অভিভাবক সদস্য আবু সুফিয়ান, প্রধান শিক্ষক মোহাং সাইফুল আলম, সহকারী প্রধান শিক্ষক বিপুল দে, সিনিয়র শিক্ষক তারেক নিজামী,

রেজাউল করিম প্রমুখ । বক্তব্য প্রদান কালে প্রধান শিক্ষক মোহাং সাইফুল আলম বলেন, আমি এই বিদ্যালয়ে আসার পর থেকে নুরুল আফছারকে পেয়েছি আমার একজন বিশ্বস্ত কর্মী হিসেবে। যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। তার হাত দিয়ে আমি বিদ্যালয়ের ব্যাংকিংয়ে লাখ লাখ টাকা আদান প্রদান করেছি। সে অত্যন্ত সৎ, নিষ্ঠাবান ও কর্মঠ ছিলো। বিদ্যালয় এবং শিক্ষার্থীরে উন্নয়নে তার সহযোগিতা ভুলার মত নয়। শ্রেণি কক্ষে কখনো শিক্ষক না থাকলে আমাকে জানাতো। আমি ব্যস্ত থাকলে নিজে দায়িত্ব নিয়ে অন্য শিক্ষককে শ্রেণিকক্ষে পাঠাতো। শিক্ষার্থীদের সু-নজরে রাখতো এবং প্রতিষ্ঠানের শৃংখলার প্রতি ছিলো তার সজাগ দৃষ্টি। আমি তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। বিদায়ী পিয়ন নুরুল

আফছার বলেন, আমার চার পুরুষ এই স্কুলে পিয়নের দায়িত্ব পালন করে আসছেন। বিদ্যলয়ের শুরু থেকে আমার প্রপিতামহ বাদশা মিয়া, পিতামহ ছেরাজুল হক, পিতা মুন্সি মিয়ার হাত ধরে আমি ১২ বছর বয়স থেকে বিদ্যালয়ে পিয়নের দায়িত্ব পালন করে আজ অবসরে যাচ্ছি। পরে প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। সভা শেষে বরের সাজে সাজিয়ে ঘোড়ার গাড়ীতে করে ব্যান্ড পার্টির তালে তালে স্কুল ক্যাম্পাস থেকে জোরারগঞ্জ বাজার প্রদক্ষিণ করে তাকে বাড়ী পৌঁছে দেওয়া হয়। এসময় জোরারগঞ্জ বাজার ও আশপাশের লোকজন অবাক দৃষ্টিতে এমন বিরল দৃশ্য দেখে স্কুলের এই আয়োজনের প্রশংসা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে ফজর নামাজের সময় মসজিদে নারকীয় তাণ্ডব, নিহত ২৭ সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর ‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব দুপুরের মধ্যে ৭ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি ১৯ ভোটারে একজন প্রার্থী রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে রুশ ট্রেনে ইউক্রেনীয় বাহিনীর ভয়াবহ হামলা যুক্তরাজ্য থেকে আসবে ৩ কার্গো এলএনজি এআই ভিডিও দিয়ে অপপ্রচার, দাবি বিএফআইইউর প্রধানের কলিং ভিসায় সাড়ে ২৪ লাখের বেশি কর্মী নেবে মালয়েশিয়া এনবিআরের শীর্ষ ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুদক আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে ইসিকে ৪০ লাখ ইউরো দেবে ইইউ বিপিএলের ফিক্সিং নিয়ে যা বললেন তামিম ভারত-পাকিস্তান ম্যাচে বিজ্ঞাপনে রেকর্ড ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে সাভারে ছাত্র হত্যা মামলার আসামি এখন রাজাপুরের ইউএনও