ঘুষ ও চাঁদার অভিযোগে ওসিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা – ইউ এস বাংলা নিউজ




ঘুষ ও চাঁদার অভিযোগে ওসিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫ | ৫:০৪ 37 ভিউ
কুমিল্লার মুরাদনগরে ঘুষ চাওয়ার অভিযোগে থানার ওসি এবং চাঁদা না পেয়ে মারধরের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিসায়াল ম্যাজিস্ট্রেট ১১নং আমলী আদালতে মো. মেহেদী হাসান নামের এক ইলেকট্রিশিয়ান বাদী হয়ে মামলাটি দায়ে করেন। বিচারক মো. মোমিনুল হক মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ মে এর মধ্যে পিবিআই কুমিল্লাকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন। মামলার বাদি মেহেদী হাসান (২৮) মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের রৌশন আলীর ছেলে। মামলায় আসামীরা হলেন- মুরাদনগর থানার ওসি মো. জাহিদুর রহমান, মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি উবায়দুল্লাহ হক সিদ্দিকী, আল মামুন, সাজিদ, আরাফাত, আফতাব হোসেন

মিজান, ফয়সাল, এনামুল হক আসিফ, মাহি, ইকরাম, জিসান, সিয়াম, সাইম, নাঈম, মহিউদ্দিন, সাইফুল ইসলাম, তৌহিদ রাসেল, রাসেল, হাবিব, ইমন, ইব্রাহিম, মোস্তাফিজ, আবুল ফয়সাল, মো. মনির ও ইমরান। আদালত সূত্র জানায়, উপজেলার কোম্পানীগঞ্জ নগরপাড় সিএনজি স্টেশনে ২৪ মার্চ ইলেকট্রিশিয়ান মেহেদী হাসানের ভাই সিএনজি চালক আবুল কালামের কাছে ২-২৫ নম্বার আসামিরা ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেয়ায় আসামিরা আবুল কালামকে পুলিশ দিয়ে ধরে নিয়ে যায়। খবর পেয়ে তার ভাইকে ছাড়িয়ে আনতে থানায় গেলে ওসি জাহিদুর রহমান তার কাছে ১ লাখ টাকা ঘুষ দাবী করেন। মেহেদী হাসান ওসিকে ঘুষ দিতে রাজি না হওয়ায় ২-২৫ নং আসামিরা ওসির সহযোগিতায় বাদী মেহেদী

হাসান ও তার ভাইকে মব সৃষ্টি করে মারধর করেন। প্রসঙ্গত, গত সোমবার (২৪ মার্চ) ইফতারের আগে বাসস্ট্যান্ডে পরিবহনে চাঁদাবাজির অভিযোগ আনে মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক উবায়দুল হক সিদ্দিকী। এ ঘটনায় তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান শ্রমিক দল নেতা আবুল কালাম। পরে আবুল কালামকে আটক করে মুরাদনগর থানা পুলিশ। তাকে প্রধান আসামি করে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ এনে মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবুল ফয়সাল। এদিকে শ্রমিক নেতা আবুল কালামকে ছাড়িয়ে নিতে সোমবার রাতেই মুরাদনগর থানার সামনে মিছিল করে বাস মালিক-শ্রমিকের লোকজন। পরে এ ঘটনায় থানায় হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের ওপর হামলাসহ কয়েকটি অভিযোগে মুরাদনগর থানার

উপপরিদর্শক মো. আলী আক্কাস বাদী হয়ে আরো একটি মামলা করেন। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে যুবদল নেতা মাসুদ রানাকে। ওই মামলায় সোমবার রাতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। পরদিন মঙ্গলবার সকালে শ্রমিক দল নেতা আবুল কালাম এবং থানায় হামলার মামলায় গ্রেফতার পাঁচজনসহ ছয়জনকে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন নিষেধাজ্ঞা কি থামাতে পারবে ইরানের পরমাণু অভিযাত্রা? ক্ষতিপূরণ পাচ্ছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা বেতন-পদোন্নতি নিয়ে চিকিৎসকদের সুখবর দিল সরকার গাজায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৪২ খুলনাসহ যেসব অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’ গাজা নিয়ে নেতানিয়াহুর ভয়ংকর হুমকি প্রথা ভেঙে ট্রাম্পকে সম্মান জানালেন সৌদি যুবরাজ নমনীয় পদক্ষেপে বাংলাদেশ পাচ্ছে আইএমএফের ঋণ ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ৬০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান প্রথমে ধোলাই, তারপর সেই নেতাকে পুলিশে দিল ছাত্র-জনতা ক্ষতিপূরণ পাচ্ছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা মালয়েশিয়ার শ্রমবাজার খোলার সম্ভাবনা পাকিস্তানে হামলার ভুয়া ভিডিও প্রচার, ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক খুলনাসহ যেসব অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’ গাজা নিয়ে নেতানিয়াহুর ভয়ংকর হুমকি ‘দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো অচিরেই মুখ থুবড়ে পড়বে’ এনবিআর বিভক্তির কারণ জানাল সরকার কাশ্মীর সমস্যা সমাধানের প্রস্তাব ট্রাম্পের, কী বলছে ভারত? নেতানিয়াহু গাজায় সেনাদের যুদ্ধাপরাধে পাঠাচ্ছেন, দাবি সাবেক সেনাপ্রধানের পানি সংকটের কারণে পাক-ভারত যুদ্ধবিরতি হুমকির মুখে