
ইউ এস বাংলা নিউজ ডেক্স
গৌরীপুরে স্বজনদের গণসংগীতে মেতে উঠলো দর্শকরা

মহান মে দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে গণসংগীতের অনুপ্রেরণায় দর্শকরা মেতে উঠেন।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ ও সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
বক্তব্য রাখেন- গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ কে এম মাজহারুল ইসলাম পলাশ, বিজন চন্দ্র সরকার, উজ্জ্বল চন্দ্র সরকার, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সম্পাদক ফারুকুল ইসলাম, স্বজন সমাবেশের মাহমুদা আক্তার
রিপা প্রমুখ। সংগীত পরিবেশন করেন- সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, আমিরুল মোমেনীন, অনামিকা সরকার, পলাশ মাজহার, সূচী সরকার, আশিকুর রহমান রাজিব, তিথি সরকার, পৃথা সরকার পায়েল, ইসরাত জাহান রেখা, শামীমা খানম মীনা, দীনা, কামাল মিয়া, অনিল সরকার, প্রমিত সরকার, সজিব খান, ফাহিম শাহরিয়ার জয়, তিথি সরকার, স্বজন সরকার, রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি, সানজিদা আক্তার।
রিপা প্রমুখ। সংগীত পরিবেশন করেন- সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, আমিরুল মোমেনীন, অনামিকা সরকার, পলাশ মাজহার, সূচী সরকার, আশিকুর রহমান রাজিব, তিথি সরকার, পৃথা সরকার পায়েল, ইসরাত জাহান রেখা, শামীমা খানম মীনা, দীনা, কামাল মিয়া, অনিল সরকার, প্রমিত সরকার, সজিব খান, ফাহিম শাহরিয়ার জয়, তিথি সরকার, স্বজন সরকার, রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি, সানজিদা আক্তার।