গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু – ইউ এস বাংলা নিউজ




গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪ | ৯:০৫ 26 ভিউ
ঢাকায় শ্রম মন্ত্রণালয়ে বৈঠকে এক মাসের বেতন আগামী রবিবার পরিশোধ করা হবে এমন সিদ্ধান্তের পর শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে। অবরোধ তুলে নেয়ার পর সোমবার রাত ১০ টার দিকে ওই রোডে যান চলাচল স্বাভাবিক হয়। গাজীপুরের টিএনজেড অ্যাপারেলসের শ্রমিকেরা তাদের বকেয়া বেতনের দাবিতে গত শনিবার থেকে আন্দোলন করে আসছিল। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্রম মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী রোববারের মধ্যে এক মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে। বাকি বকেয়া ২৮ নভেম্বরের মধ্যে পরিশোধ করা হবে। ওই সিদ্ধান্ত শ্রমিকেরা মেনে নিয়ে রাত ১০টার দিকে মহাসড়ক থেকে সরে যান।

এখন যানবাহন চলাচল শুরু হয়েছে।কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় টিএনজেড অ্যাপারেলসের ছয়টি কারখানা আছে। এসব কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। তিন মাস ধরে শ্রমিকেরা বেতন পাচ্ছেন না। এর আগে শ্রমিকেরা বেতনের দাবিতে কয়েক দফা আন্দোলন করলে সে সময় শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেতন পরিশোধ করার আশ্বাস দেন। এতে শ্রমিকেরা কাজে ফিরে যান। কিন্তু পরপর কয়েক দফা বেতন পরিশোধের দিন-তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ তাঁদের বেতন পরিশোধ করেনি। পরে গত শনিবার সকাল পৌনে নয়টায় শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। টানা ৫২ ঘণ্টা পর সোমবার দুপুরে মহাসড়কে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছিলেন শ্রমিকেরা।

তবে দুই ঘণ্টা পর বিকেল চারটার দিকে আবারও তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন। মন্ত্রণালয় সিদ্ধান্ত মেনে নিয়ে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে রাত দশটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশের জনগণকে অগ্রাধিকার দিতে ভারতের প্রতি শশী থারুরের আহ্বান কাদের উদ্দেশে হুঁশিয়ারি, ব্যাখ্যা করলেন উপদেষ্টা মাহফুজ তিস্তা অভিমুখে ২ দিনের কর্মসূচি বিএনপির ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছেন যেসব বাংলাদেশি ক্রিকেটার নিজের এআই ভিডিও শেয়ার দিয়ে যা বললেন ম্যাক্রোঁ বঞ্চিত ৬৫ কর্মকর্তার পদোন্নতির দাবি আন্তর্জাতিক এআই সনদে সই করল না যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দাবি মেনে নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম মুচলেকায় ছাড়া পেলেন প্রকাশক শতাব্দী ভব মানিকগঞ্জে ফোনে ডেকে নিয়ে যুবলীগ নেতাকে হত্যা গুগল ম্যাপে বদলে গেল মেক্সিকো উপসাগরের নাম ট্রাম্পকে সতর্ক করল হামাস বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতার নেই কেন, প্রশ্ন দেবের ইয়ুথ সামিট স্টার্টআপে নিবন্ধন আহ্বান সার কারখানার সাবেক সেই হিসাব রক্ষকের ৯১ গাড়ি-জমিজমা জব্দ যেসব কারণে ম্যানসিটির কাছে হারতে পারে রিয়াল অপারেশন ডেভিল হান্ট: ৬০৭ জনসহ সারাদেশে গ্রেপ্তার ১৭৭৫ আ.লীগের নারী কর্মীকে হাত-পা বেঁধে পিটুনি, পুলিশে সোপর্দ ওসিসহ ৮ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা ফিক্সিং কাণ্ডে নারী ক্রিকেটার সোহেলী ৫ বছর নিষিদ্ধ