
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪

ব্যাগের ভেতর ছিল অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ

নাটোরে প্রাইভেটকার থামিয়ে চালককে গলা কেটে হত্যা

মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চকরিয়ায় ইয়াবাসহ পাচারকারী গ্রেপ্তার

স্ত্রীকে পিটিয়ে হত্যা : স্বামীর বাড়িতে আগুন বিক্ষুব্ধ জনতার
গাজীপুরে অস্ত্র নিয়ে ধাওয়া করে সাংবাদিককে কুপিয়ে হত্যা

গাজীপুরে এক সাংবাদিককে ধাওয়া দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে একদল অস্ত্রধারী। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অস্ত্রধারীদের থেকে প্রাণে বাঁচতে ওই সাংবাদিক একটি চায়ের দোকানে আশ্রয় নিলে সেখানে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। হত্যাকাণ্ডের মুহূর্তের একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে পূর্বশত্রুতার জেরে ৫–৬ জনের একটি দল তুহিনকে ধারালো অস্ত্র নিয়ে
ধাওয়া করে। তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে আশ্রয় নেন ঈদগাঁ মার্কেট এলাকার একটি চায়ের দোকানে। কিন্তু দুর্বৃত্তরা সেখানে ঢুকেই তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। চায়ের দোকানের মালিক খায়রুল ইসলাম বলেন, “আমি দোকানে বসা ছিলাম। হঠাৎ তুহিন ভাই দৌড়ে এসে দোকানে ঢুকে পড়েন। তার পিছু নিয়েই তিনজন যুবক দোকানে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে। বাইরে আরও দুজন রামদা হাতে দাঁড়িয়ে ছিল। আমি বাধা দিতে গেলে আমাকেও হত্যার হুমকি দেয়।” তিনি আরও বলেন, “চারপাশে অনেক লোক ছিল, সবাই দাঁড়িয়ে দেখেছে, কিন্তু কেউ এগিয়ে আসেনি।” নিহত সাংবাদিকের ফেসবুক প্রোফাইলে দেখা গেছে, ঘটনার কিছুক্ষণ আগেও তিনি গাজীপুরের ট্রাফিক বিশৃঙ্খলা ও
রাস্তাঘাটের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট করেছিলেন। রাত ৮টার দিকে চৌরাস্তার এক ভিডিও পোস্টে তিনি লিখেছিলেন, “যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য, গাজীপুর চৌরাস্তা।” এর আগে জয়দেবপুর রেলগেট এলাকার ভাঙা ড্রেনের ছবি দিয়ে মন্তব্য করেছিলেন, “কর্তৃপক্ষের অবহেলায় জনগণের সম্পদ নষ্ট হচ্ছে।” ঘটনার পর গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. রবিউল হাসান জানান, “আমরা ইতোমধ্যে কিছু ভিডিও ফুটেজ ও ক্লু পেয়েছি। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আটকের জন্য অভিযান শুরু হয়েছে। একজন সাংবাদিককে প্রকাশ্যে এভাবে হত্যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।” গাজীপুরের বাসন থানার ওসি শাহিন খান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। সংশোধনী: প্রতিবেদনটির প্রাথমিক খসড়ায় স্থানীয়
সূত্রের বরাতে উল্লেখ করা হয়েছিল যে, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে একটি লাইভ সম্প্রচার করেছিলেন। তবে পরবর্তী সময়ে তাঁর ফেসবুক প্রোফাইল পর্যালোচনা করে এমন কোনো লাইভের তথ্য নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে বিষয়টি স্পষ্ট করতে উক্ত তথ্য সংশোধন করা হয়েছে।
ধাওয়া করে। তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে আশ্রয় নেন ঈদগাঁ মার্কেট এলাকার একটি চায়ের দোকানে। কিন্তু দুর্বৃত্তরা সেখানে ঢুকেই তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। চায়ের দোকানের মালিক খায়রুল ইসলাম বলেন, “আমি দোকানে বসা ছিলাম। হঠাৎ তুহিন ভাই দৌড়ে এসে দোকানে ঢুকে পড়েন। তার পিছু নিয়েই তিনজন যুবক দোকানে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে। বাইরে আরও দুজন রামদা হাতে দাঁড়িয়ে ছিল। আমি বাধা দিতে গেলে আমাকেও হত্যার হুমকি দেয়।” তিনি আরও বলেন, “চারপাশে অনেক লোক ছিল, সবাই দাঁড়িয়ে দেখেছে, কিন্তু কেউ এগিয়ে আসেনি।” নিহত সাংবাদিকের ফেসবুক প্রোফাইলে দেখা গেছে, ঘটনার কিছুক্ষণ আগেও তিনি গাজীপুরের ট্রাফিক বিশৃঙ্খলা ও
রাস্তাঘাটের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট করেছিলেন। রাত ৮টার দিকে চৌরাস্তার এক ভিডিও পোস্টে তিনি লিখেছিলেন, “যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য, গাজীপুর চৌরাস্তা।” এর আগে জয়দেবপুর রেলগেট এলাকার ভাঙা ড্রেনের ছবি দিয়ে মন্তব্য করেছিলেন, “কর্তৃপক্ষের অবহেলায় জনগণের সম্পদ নষ্ট হচ্ছে।” ঘটনার পর গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. রবিউল হাসান জানান, “আমরা ইতোমধ্যে কিছু ভিডিও ফুটেজ ও ক্লু পেয়েছি। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আটকের জন্য অভিযান শুরু হয়েছে। একজন সাংবাদিককে প্রকাশ্যে এভাবে হত্যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।” গাজীপুরের বাসন থানার ওসি শাহিন খান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। সংশোধনী: প্রতিবেদনটির প্রাথমিক খসড়ায় স্থানীয়
সূত্রের বরাতে উল্লেখ করা হয়েছিল যে, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে একটি লাইভ সম্প্রচার করেছিলেন। তবে পরবর্তী সময়ে তাঁর ফেসবুক প্রোফাইল পর্যালোচনা করে এমন কোনো লাইভের তথ্য নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে বিষয়টি স্পষ্ট করতে উক্ত তথ্য সংশোধন করা হয়েছে।