ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গাজা যুদ্ধবিরতির আলোচনা ৯০ শতাংশ সম্পন্ন
দীর্ঘ ১২ বছর পর দামেস্কে কাজ শুরু করল তুরস্কের দূতাবাস
মধ্যপ্রাচ্য নিয়ে ইরানের ‘স্বপ্নভঙ্গ’, বিকল্প কী
সিরিয়ার ক্ষমতা দখলকারীদের সঙ্গে যোগাযোগ করল যুক্তরাষ্ট্র
হামাসের সাথে শান্তি চুক্তি চায় ৭২ শতাংশ ইসরাইলি
‘অখণ্ড বাংলাদেশ’ গঠনের ডাক, তীব্র প্রতিক্রিয়া দিল্লির
সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনায় মিঠুন চক্রবর্তীর সতর্কবার্তা
গাজায় ত্রাণবাহী শতাধিক ট্রাকে লুটপাট
গাজায় প্রবেশের পর ১০৯টি ট্রাকের একটি ত্রাণবহরে সহিংস লুটপাট হয়েছে। শনিবার এ ঘটনায় ৯৮টি ট্রাক খোয়া গেছে। গাজায় ১৩ মাসের যুদ্ধে লুটপাটের সবচেয়ে বাজে ঘটনাগুলোর এটি একটি।
ফিলিস্তিনিদের জন্য কাজ করা জাতিসংঘ ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ) সোমবার একথা জানিয়েছে।
ইউএনআরডব্লিউএ এর ঊর্ধ্বতন জরুরি ত্রাণ বিষয়ক কর্মকর্তা লুইস ওয়াটারিজ বলেছেন, তাদের সংস্থার খাবারসহ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) দেওয়া খাবার ওই ট্রাকের বহরে করে নিয়ে যাওয়া হচ্ছিল।
খাদ্যবাহী এ ট্রাক বহরকে স্বল্প সময়ের নোটিশে কেরেম শালোম সীমান্ত ক্রসিং থেকে একটি অপরিচিত পথ ধরে যাওয়ার নির্দেশ দেয় ইসরাইল। তারপরেই ট্রাকের বহরে লুটপাট হয়।
তিনি বলেন, এ ঘটনা দক্ষিণ ও মধ্য গাজায় ত্রাণ পৌঁছানোর জন্য সেখানে প্রবেশের গুরুতর চ্যালেঞ্জ
সামনে নিয়ে এসেছে। লুটপাটের সময় মানুষজন আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানান ওয়াটারিজ। পরিস্থিতির ভয়াবহতার কথা উল্লেখ করে তিনি বলেন, অবিলম্বে কিছু করা না গেলে গাজায় মারাত্মক খাদ্য সংকট দেখা দেবে। এতে ত্রাণ সাহায্যের ওপর নির্ভর করে বেঁচে থাকা ২০ লক্ষাধিক মানুষের জীবন আরও বিপন্ন হবে।
সামনে নিয়ে এসেছে। লুটপাটের সময় মানুষজন আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানান ওয়াটারিজ। পরিস্থিতির ভয়াবহতার কথা উল্লেখ করে তিনি বলেন, অবিলম্বে কিছু করা না গেলে গাজায় মারাত্মক খাদ্য সংকট দেখা দেবে। এতে ত্রাণ সাহায্যের ওপর নির্ভর করে বেঁচে থাকা ২০ লক্ষাধিক মানুষের জীবন আরও বিপন্ন হবে।