গণভোট, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ চালুর পরামর্শ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪
     ৬:১০ অপরাহ্ণ

গণভোট, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ চালুর পরামর্শ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪ | ৬:১০ 180 ভিউ
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের পরামর্শ দিয়েছেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্টজনরা। সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময়কালে সংবিধানে গণভোটের বিধান পুনর্বহাল ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদ চালু করারও পরামর্শ দেন তারা। পাশাপাশি সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ন্যায়পাল প্রতিষ্ঠা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনয়ন এবং পরপর দুই মেয়াদের বেশি কেউ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে না পারে সংবিধানে সে বিষয়টি নিশ্চিত করার পক্ষেও মত দিয়েছেন তারা। গতকাল রোববার সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত সংবিধান সংস্কার কমিশনের মতবনিমিয় সভায় এসব পরামর্শ উঠে আসে। সংবিধান সংস্কার বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে পঞ্চম দিনের মতো এ সভায় কয়েকটি পেশাজীবী সংগঠনের

প্রতিনিধি এবং দেশের তরুণ চিন্তাবিদ ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন। কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে এতে অংশ নেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী ও কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম, অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) অরবিট্রেশন ট্রাইব্যুনালের চেয়ারম্যান নাসরিন বেগম, প্যানেল আইনজীবী চৌধুরী মকিমুদ্দিন কেজে আলী, উপমহাসচিব মো. জামিল উদ্দিন মিল্টন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারসের অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন, গার্মেন্টস শ্রমিক সংহতির সহ-সভাপ্রধান অঞ্জন দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহিম চৌধুরী, কেন্দ্রীয় সদস্য সাবিনা

ইয়াসমিন, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের প্রেসিডেন্ট অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, ভাইস-প্রেসিডেন্ট সৈয়দ শাহরিয়ার আমিন, সদস্য এ কে এম রিয়াজউদ্দিন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের প্রেসিডেন্ট চৌধুরী আশিকুল আলম, ভাইস প্রেসিডেন্ট খলিলুর রহমান, বাংলাদেশ ইন্ডিজেনাস পিপলস নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড বায়োডাইভারসিটির (বিপনেট) সদস্য জিডিশন প্রধান সুচিয়াং, সদস্য নবদ্বীপ কুমার, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সদস্য নিরুপা দেওয়ান ও সদস্য ড. হরি পূর্ণ ত্রিপুরা। বিকেলে মতবিনিময় সভায় সংস্কারের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন তরুণ চিন্তাবিদ ও সংস্কৃতিকর্মী সারোয়ার তুষার, সাইয়েদ আবদুল্লাহ, অরূপ রাহী, দীপক কুমার গোস্বামী, অ্যাডভোকেট আরিফ খান, মাহা মির্জা, ইমরান মাহফুজ, ড. সৈয়দ নিজার, ইলিরা দেওয়ান ও আসিফ আকবর। সংস্কার কমিশনের

সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক সুমাইয়া খায়ের, অধ্যাপক মুহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার ইমরান সিদ্দিকী, সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ ও মো. মুস্তাইন বিল্লাহ। সভায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সংসদে ‘ফ্লোর ক্রসিং’, জনগণের মৌলিক অধিকার, তত্ত্বাবধায়ক পদ্ধতি পুনর্বহাল, আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস বহাল রাখার পক্ষে মত দেন পেশাজীবীরা। তারা বলেন, নব্বই ভাগ মুসলমানের দেশে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের কথা থাকাটাই যৌক্তিক। সেজন্য এটি বহাল রাখতে হবে। এ সময় সংস্কার কমিশনের কাজের পরিধি এবং সংস্কার ও সুপারিশ বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কেও প্রশ্ন তোলেন কেউ কেউ। বিশেষ করে সাংবাদিক নেতা শহীদুল ইসলাম এর পক্ষে

মত দেন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ প্রক্রিয়া সম্পর্কে কমিশনের কাছে জানতে চান। আলোচনায় অংশ নিয়ে কাদের গনি চৌধুরী বলেন, বিদ্যমান সাংবিধানিক কাঠামোয় প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা এককভাবে প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত। প্রধানমন্ত্রীর একক নির্বাহী ক্ষমতা সংসদীয় সরকারের আবরণে একটি স্বৈরাচারী একনায়কতান্ত্রিক শাসনের জন্ম দিয়েছে, যা গত ১৫ বছর আমরা লক্ষ্য করেছি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট খুব জরুরি। কারণ দ্বিকক্ষের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটিতে ‘একক ক্ষমতার বল’ বা ‘এক ব্যক্তির শাসন’ চলে না। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী চাইলেই আইন প্রণয়ন ও বাতিল করতে পারেন না। ৭০ অনুচ্ছেদেরও সমালোচনা করে এটি বাতিলের দাবি জানান তিনি। পেশাজীবী সংগঠনের এ নেতা বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে

গণভোটের বিধানটি বাতিল করে মৌলিক বিষয়ে জনগণের মতপ্রকাশের অধিকার খর্ব করা হয়েছে। মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে জনগণের সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান বিলোপ করে কণ্ঠ রোধ করা হয়েছে। গণভোটের বিধান পুনর্বহালের পক্ষে মত দেন তিনি। সভার বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, সংবিধান সংস্কার কমিশন কীভাবে আমাদের সুপারিশ বা পরামর্শ বাস্তবায়ন করবে তা নিয়ে প্রশ্ন তুলেছি। গণভোট, নির্বাচন কমিশন সংস্কারসহ অনেক কিছু রয়েছে, যা বাস্তবায়ন করা কঠিন। কমিশন আমার এসব প্রশ্নের কোনো উত্তর দেয়নি। তারা কেবল নোট হিসেবে নিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কলকাতায় ১৩ বছরে সর্বনিম্ন তাপমাত্রা জানুয়ারিতে, দার্জিলিংয়ে ১.৫ ডিগ্রি অভিযানের মধ্যেও খুনোখুনি, নিরাপত্তার শঙ্কা বাড়ছে বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহনে ইসির সিদ্ধান্ত অপরিণামদর্শী: টিআইবি আগামী সপ্তাহে দায়িত্ব নেবেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ফেলানী হত্যার ১৫ বছর: আজও মেলেনি বিচার, থমকে আছে আইনি লড়াই এআই ব্যবহার করে সহিংসতা হচ্ছে, বন্ধে সরকার ব্যর্থ: ড. দেবপ্রিয় মুস্তাফিজকে স্বাগত জানাল পিএসএল এবার ইরানকে মহান করতে চান ট্রাম্প মার্কিন আগ্রাসনের প্রশংসায় মাচাদো, বললেন ট্রাম্প নোবেলের যোগ্য আমেরিকার জ্বালানিকেন্দ্র হবে ভেনেজুয়েলা: মাচাদো পৌষের শেষে হাড়-কাঁপানো শীত, তাপমাত্রা ৭ ডিগ্রিতে একদিকে মুস্তাফিজ নিয়ে ‘মায়াকান্না’, অন্যদিকে সাকিব-মাশরাফিকে ধ্বংসের নীলনকশা সিলেটের ডিসির বিরুদ্ধে ১০ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে তোলপাড় জামায়াত প্রার্থীর সাম্প্রদায়িক উসকানি,প্রশাসনিক সিদ্ধান্তকে ঘিরে ধর্মবিদ্বেষী বিক্ষোভ নগরে আগুন লাগলে দেবালয় এড়ায় না’ – সংবাদপত্রের ওপর আক্রমণ ও দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা ডিগ্রি-সার্টিফিকেট কেড়ে নিলেও জ্ঞান কেড়ে নিতে পারবে না’: ছাত্রলীগকে শেখ হাসিনা ক্ষমতায় যাওয়ার আগেই তদবির–চাঁদাবাজির অভিযোগে উত্তাল রাজনীতি, তারেক রহমানের নাম ব্যবহার করে কোটি টাকার বাণিজ্যের গুঞ্জন এক রাষ্ট্রে দুই আইন, অপরাধের লাইসেন্স পেল জুলাই যোদ্ধারা, জুলাই ‘যোদ্ধা’ পরিচয়ে ধর্ষণ–খুনও অপরাধ নয় হাঁসের মাংসের যত উপকারিতা নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই জাতিসংঘের