খামারবাড়িতে বদলি ঘিরে উত্তেজনা – ইউ এস বাংলা নিউজ




খামারবাড়িতে বদলি ঘিরে উত্তেজনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫ | ৩:৪৭ 57 ভিউ
রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক (প্রশাসন) ড. মুহাম্মদ মাহবুবুর রশীদের বদলিকে কেন্দ্র উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিক্ষুব্ধ কিছু কর্মকর্তা গেটে তালা ঝুলিয়ে বদলি বাতিলের দাবি জানান। বৃহস্পতিবার ডিএই এর প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রশীদকে মেহেরপুরের বারাদি হর্টিকালচার সেন্টারে উপপরিচালক পদে বদলির প্রজ্ঞাপন জারি করে কৃষি মন্ত্রণালয়। বৃহস্পতিবার মাহবুবুর রশীদের স্থলাভিষিক্ত করা হয় উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের উপপরিচলক (আমদানি) মো. মুরাদুল হাসানকে। বদলির প্রজ্ঞাপন জারির পর পরই গেটে তালা ঝুলিয়ে কিছু কর্মকর্তা নতুন দায়িত্বপ্রাপ্ত মো. মুরাদুল হাসানের ২০৭ নম্বর কক্ষে প্রবেশ করে ক্ষোভ প্রকাশ করেন। বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের সদস্যসচিব এবং ডিএই এর

হবিগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. রেজাউল ইসলাম মুকুল, উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের উপপরিচালক (রপ্তানি) হাসান ইমাম, উপপরিচালক (লিগ্যাল ও সাপোর্ট সার্ভিসেস) এ কে এম হাসিবুল হাসান, অতিরিক্ত উপপরিচালক (প্রশাসন-১) নাজিউর রোউফ খান বনি, অতিরিক্ত উপপরিচালক (প্রশাসন-২) মাসুম, মৌলভীবাজারের বীজ প্রত্যয়ন অফিসার গোলাম মোস্তফা শিমুলসহ আরও কয়েকজন উত্তপ্ত বাক্য বিনিময় করেন। মাহবুবুর রশীদের বদলি বাতিল না হলে তারা খামাবাড়ি অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন। এ বিষয়ে ডিএই প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক পদে নতুন দায়িত্ব পাওয়া মো. মুরাদুল হাসান বলেন, বদলিকে ঘিরে কিছু কর্মকর্তা আমার রুমে এসেছেন। তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এতে আমি কিছু মনে করিনি। আমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব

পালন করে যাবো। এ বিষয়ে জানতে চাইলে প্রশাসন ও অর্থ উইংয়ের পরিচালক মো. হাবিবউল্লাহ্ বলেন, ঘটনার সময় আমি মন্ত্রণালয়ে ছিলাম। বিকেলে ৫টার খামারবাড়িতে এসে দেখি মূল গেটে তালা ঝুলছে। তখন আমি বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলে তালা খোলার ব্যবস্থা করি। ভেতরে গিয়ে দেখি কিছু কর্মকর্তা বেশ ক্ষুব্ধ আচরণ করছেন। আমি তাদের সঙ্গে বসে পরিস্থতি শান্ত করেছি। সরকারি চাকরিতে বদলি-পদায়ন স্বাভাবিক নিয়ম। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে সে বিষয়ে আমরা তৎপর আছি। এ দিকে বিক্ষুব্ধ কর্মকর্তারা বলেন, তারা গেটে তালা দেননি। ড. মুহাম্মদ মাহবুবুর রশীদের বদলির প্রজ্ঞাপনের পর খামারবাড়িতে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মাহবুবুর রশীদ বিএনপিন্থী হওয়ার কারণে আওয়ামী লীগের আমলে বঞ্চিত

ছিলেন। ৫ আগস্টের পর বঞ্চিত এই কর্মকর্তাকে প্রশাসন উইংয়ে পদায়ন করা হয়। কিন্তু এখন কোনো অভিযোগ ছাড়াই তাকে বদলি করা হয়েছে। এই সিদ্ধান্ত তারা মেনে নেবেন না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুতিনের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বললেন, ‘গ্রেট প্রোগ্রেস’ একই গাড়িতে উঠলেন ট্রাম্প-পুতিন ট্রাম্প বললেন সম্ভবত আবার দেখা হবে, পুতিন বললেন ‘পরেরবার মস্কোতে’ ট্রাম্প-পুতিনের আলোচনাকে স্বাগত জানিয়ে যা বললেন জেলেনস্কি বাংলাদেশের শতাধিক ওয়েবসাইটে হামলার দাবি ভারতীয় হ্যাকার গ্রুপের আপনি কি যুদ্ধবিরতিতে সম্মত হবেন, পুতিনকে সাংবাদিকের প্রশ্ন ধানমন্ডি ৩২: নিরাপত্তার মধ্যে শোক জানাতে গিয়ে মারধর-হেনস্তার শিকার মাদারীপুরে গণভোজ আয়োজনকালে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে তালিকার বাইরে অধিকাংশ চিকুনগুনিয়ার রোগী ‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য গুরু জেমসের সঙ্গে আড্ডা নিয়ে যা বললেন জায়েদ খান দিল্লিতে ধসে পড়ল মোঘল সম্রাট হুমায়ুনের সমাধি, নিহত ৫ ‘চিরকুট লিখে না গেলে পুলিশ কাকে না কাকে ফাঁসিয়ে টাকা খাবে’ শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি: নাহিদ শনিবার রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানাল ডিএমপি জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন জামায়াত-এনসিপি নির্বাচনে না গেলে ড. ইউনূস পদত্যাগ করতে পারেন: ফুয়াদ পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নিতে আলাস্কার পথে ট্রাম্প হজরত ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান: বুলু