ক্রিকেট ফিরছে অলিম্পিকে, কবে শুরু হবে খেলা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫
     ৫:০৪ পূর্বাহ্ণ

ক্রিকেট ফিরছে অলিম্পিকে, কবে শুরু হবে খেলা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ | ৫:০৪ 179 ভিউ
বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট অলিম্পিকে ক্রিকেটের ফেরার জন্য ক্রিকেটপ্রেমীরা বহু বছর ধরে অপেক্ষা করেছেন। অবশেষে সে স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস গ্রীষ্মকালীন অলিম্পিকে। টানা ১২৮ বছর পর আবারও অলিম্পিকে জায়গা পাচ্ছে ক্রিকেট, আর এই ঐতিহাসিক টুর্নামেন্ট শুরু হবে ১২ জুলাই থেকে। এলএ২৮ আয়োজক কমিটি সোমবার আনুষ্ঠানিকভাবে ক্রিকেটের সূচি প্রকাশ করেছে। ছয়টি করে পুরুষ ও নারী দল অংশ নেবে এ প্রতিযোগিতায়। ম্যাচগুলো হবে জমজমাট টি-টোয়েন্টি ফরম্যাটে, যেখানে প্রতিদিনই ডাবল হেডার অনুষ্ঠিত হবে। পুরুষ ও নারী উভয় বিভাগের ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ এবং ২৮ জুলাই। ক্রিকেটের ম্যাচগুলো বসবে লস অ্যাঞ্জেলসের প্রায় ৫০ কিলোমিটার দূরে পোমোনার ফেয়ারগ্রাউন্ডে স্থাপন করা

হবে বিশেষভাবে তৈরি অস্থায়ী স্টেডিয়ামে। স্থানীয় সময় সকাল ৯টা এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ম্যাচ শুরু হবে, যা ভারতীয় সময় অনুযায়ী রাত ৯টা ৩০ এবং পরদিন ভোর ৭টা। সূচি অনুযায়ী, ১৪ এবং ২১ জুলাই আরও গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শিগগিরই নিশ্চিত করবে পুরুষ ও নারী বিভাগের ছয়টি করে দল কোন পদ্ধতিতে বাছাই হবে। প্রতিটি দলের জন্য সর্বোচ্চ ১৫ খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করার অনুমতি থাকবে, ফলে মোট ৯০ জন করে খেলোয়াড়ের জন্য অলিম্পিক ভিলেজে কোটা বরাদ্দ রাখা হবে। এর আগে ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে একবারই ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল, যেখানে শুধু একটি ম্যাচই হয়েছিল এবং সেখান থেকে এই খেলাটির

অলিম্পিক যাত্রা থেমে যায়। এরপর ২০২৮ সালে ফিরে আসার মাধ্যমে ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে। এরই মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা ও বহুমাত্রিকতায় যুক্ত হয়েছে কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসের মতো মঞ্চে অংশ নেওয়া। ২০২২ সালে বার্মিংহামে নারী ক্রিকেট কমনওয়েলথ গেমসে অভিষেক ঘটায় এবং ১৯৯৮ সালে পুরুষরা প্রথমবার খেলেছিল কুয়ালালামপুরে। এরপর ২০১০, ২০১৪ ও ২০২৩ এশিয়ান গেমসে ক্রিকেটের উপস্থিতি ছিল। ২০২৮ অলিম্পিকের জন্য ক্রিকেট ছাড়াও আরও চারটি নতুন খেলা যুক্ত করা হয়েছে- বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রস (সিক্সেস) এবং স্কোয়াশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ত্র আছে, যুদ্ধ নেই—কর্মহীন বাহিনী, সীমাহীন ক্ষমতা বাংলাদেশের সেনা-রাজনীতির বাস্তবতা মুনাফার নামে মহাধোঁকা: ঋণের গর্তে বিমান ও বন্দর গ্যাসের দাম বাড়িয়ে ৫০ হাজার কোটি টাকা লোপাট ফার্স্ট হয়েও নিয়োগ পেলেন না শিবাশ্রী, তৃতীয় হয়েও শিক্ষক হলেন ভিসির মেয়ে! জামায়াত নেতার ‘সুপারিশে’ গ্রেপ্তার আ.লীগ নেতার স্ত্রী! থানায় কথা বলতে গিয়েই হাতে হাতকড়া ‘স্বৈরাচার’ তকমা মানতে নারাজ; শেখ হাসিনার পক্ষে আবেগঘন বক্তব্য এক ব্যক্তির শাহরিয়ার কবিরের প্রতি ‘অমানবিক আচরণ’ ও বিচারহীনতা: অন্তর্বর্তী সরকারের জন্য ‘কলঙ্কজনক অধ্যায়’ আওয়ামী লীগ আমলেই ভালো ছিলাম”: চাল ও গ্যাসের আকাশচুম্বী দামে সাধারণ মানুষের আক্ষেপ ১৬ বছরের উন্নয়ন আগামী ৫০ বছরেও কেউ করতে পারবে না বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ‘আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম, এখন কথা বললেই দোসর’—বিক্ষুব্ধ জনতার আক্ষেপ সেনা ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকে বিপন্ন করেছে, স্বাধীনতার চেতনা রক্ষার সময় এসেছে ফসলি জমি কেটে খাল খনন পরিবারসহ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর পালানোর গুঞ্জন, বিক্ষোভে নতুন মাত্রা বিক্ষোভে উত্তাল ইরান, ইসরায়েলে হাই অ্যালার্ট জারি খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা জানাল ইরানি দূতাবাস টেকনাফে শিশু গুলিবিদ্ধ, সশস্ত্র গ্রুপের ৫০ সদস্য আটক এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে দ্বিতীয় পর্বের ভোট চলছে যেভাবেই হোক, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র দখল করবেই : ট্রাম্প