ক্রিকেট ফিরছে অলিম্পিকে, কবে শুরু হবে খেলা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫
     ৫:০৪ পূর্বাহ্ণ

ক্রিকেট ফিরছে অলিম্পিকে, কবে শুরু হবে খেলা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ | ৫:০৪ 130 ভিউ
বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট অলিম্পিকে ক্রিকেটের ফেরার জন্য ক্রিকেটপ্রেমীরা বহু বছর ধরে অপেক্ষা করেছেন। অবশেষে সে স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস গ্রীষ্মকালীন অলিম্পিকে। টানা ১২৮ বছর পর আবারও অলিম্পিকে জায়গা পাচ্ছে ক্রিকেট, আর এই ঐতিহাসিক টুর্নামেন্ট শুরু হবে ১২ জুলাই থেকে। এলএ২৮ আয়োজক কমিটি সোমবার আনুষ্ঠানিকভাবে ক্রিকেটের সূচি প্রকাশ করেছে। ছয়টি করে পুরুষ ও নারী দল অংশ নেবে এ প্রতিযোগিতায়। ম্যাচগুলো হবে জমজমাট টি-টোয়েন্টি ফরম্যাটে, যেখানে প্রতিদিনই ডাবল হেডার অনুষ্ঠিত হবে। পুরুষ ও নারী উভয় বিভাগের ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ এবং ২৮ জুলাই। ক্রিকেটের ম্যাচগুলো বসবে লস অ্যাঞ্জেলসের প্রায় ৫০ কিলোমিটার দূরে পোমোনার ফেয়ারগ্রাউন্ডে স্থাপন করা

হবে বিশেষভাবে তৈরি অস্থায়ী স্টেডিয়ামে। স্থানীয় সময় সকাল ৯টা এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ম্যাচ শুরু হবে, যা ভারতীয় সময় অনুযায়ী রাত ৯টা ৩০ এবং পরদিন ভোর ৭টা। সূচি অনুযায়ী, ১৪ এবং ২১ জুলাই আরও গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শিগগিরই নিশ্চিত করবে পুরুষ ও নারী বিভাগের ছয়টি করে দল কোন পদ্ধতিতে বাছাই হবে। প্রতিটি দলের জন্য সর্বোচ্চ ১৫ খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করার অনুমতি থাকবে, ফলে মোট ৯০ জন করে খেলোয়াড়ের জন্য অলিম্পিক ভিলেজে কোটা বরাদ্দ রাখা হবে। এর আগে ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে একবারই ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল, যেখানে শুধু একটি ম্যাচই হয়েছিল এবং সেখান থেকে এই খেলাটির

অলিম্পিক যাত্রা থেমে যায়। এরপর ২০২৮ সালে ফিরে আসার মাধ্যমে ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে। এরই মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা ও বহুমাত্রিকতায় যুক্ত হয়েছে কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসের মতো মঞ্চে অংশ নেওয়া। ২০২২ সালে বার্মিংহামে নারী ক্রিকেট কমনওয়েলথ গেমসে অভিষেক ঘটায় এবং ১৯৯৮ সালে পুরুষরা প্রথমবার খেলেছিল কুয়ালালামপুরে। এরপর ২০১০, ২০১৪ ও ২০২৩ এশিয়ান গেমসে ক্রিকেটের উপস্থিতি ছিল। ২০২৮ অলিম্পিকের জন্য ক্রিকেট ছাড়াও আরও চারটি নতুন খেলা যুক্ত করা হয়েছে- বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রস (সিক্সেস) এবং স্কোয়াশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াত কি আদৌ মওদুদীর ‘বিকৃত আকিদা’ ঝেড়ে ফেলতে পেরেছে? নাকি আগের পথেই আছে? মহিলা পরিষদ: অক্টোবরে ২৩১ নারী ও কন্যাশিশু নির্যাতন-সহিংসতার শিকার জেলহত্যা দিবস: শেখ হাসিনার বাণীতে কলঙ্কমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা তুলসি গ্যাবার্ডের ঘোষনা ‘ওয়াশিংটনের পুরানো রেজিম চেঞ্জের যুগ শেষ’ অপসো স্যালাইনের প্রায় ৬শ শ্রমিক ছাঁটাই: পোশাক খাতের পর খড়গ এবার ওষুধ শিল্পের ওপর বাংলাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের বিবৃতি ১ কোটি টাকায় বিক্রি হতে পারে সরকারি চাকরি: নতুন প্রশ্ন ফাঁস সিন্ডিকেটের উত্থানে তীব্র উদ্বেগ, প্রতিবাদে নামার আহ্বান হাসান জাহিদের প্রশ্নফাঁস ইস্যুতে সরকারকে কড়া সমালোচনা, যোগ্য প্রার্থীদের জন্য ন্যায্যতার দাবি মালয়েশিয়ায় কর্মী রফতানিতে চরম ধস: শেখ হাসিনার আমলে ৩.৫ লাখের বিপরীতে ইউনুসের সময়ে গেলেন মাত্র ২,৬৭০ জন পর্দার আড়ালে দরকষাকষি: শর্ত নতুন সংবিধান প্রণয়ন জাতীয় চার নেতার অবদান ও জেলহত্যা দিবস নিয়ে স্মৃতিচারণ বিটিএমএ সভাপতি: প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল উন্মাদের মতো কথা বলেন গয়েশ্বরের হুঁশিয়ারি: বিএনপি মাঠে নামলে ইউনূস সরকার টিকবে কিনা সন্দেহ ঘরের কাজ করতে হলে যুবদলকে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে দেশের ৫১২ রেলস্টেশনে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল: মাদক-অস্ত্র পাচারের সহজ পথ ঝিনাইদহে জামায়াত কার্যালয়ে সরকারি প্রণোদনার সার ও বীজের গোপন মজুদ! ইউএনডিপি-কে নির্বাচন সহায়তা স্থগিতের আহ্বান বাংলাদেশ আওয়ামী লীগের নিরপেক্ষতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ শীত কবে আসছে, জানাল আবহাওয়া অফিস নানা সংকটে রিক্রুটিং এজেন্সি, হুমকির মুখে শ্রম রপ্তানি খুলনায় বিএনপি অফিসে গুলি-বোমা হামলা, নিহত ১