ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মাঝ আকাশে বৃদ্ধার সঙ্গে কিয়ারার দুর্ব্যবহার
সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন
শীতার্ত মানুষের জন্য আগামীকাল গাইবে চার ব্যান্ড
দুই সিনেমায় তমা মির্জা
৭২ বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত
আমি অভিনেতা, প্রতিটি মাধ্যমে অভিনয় করে যেতে চাই: সোহেল মণ্ডল
বছরের প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেশীয় দুই সিনেমা
কেন রাতের আঁধারে ছেড়েছিলেন বাংলাদেশ? ইয়াশা এবার জানালেন চাঞ্চল্যকর তথ্য
ইয়াশা হাসছেন, ইয়াশা ঘুরে তাকাচ্ছেন মিরপুরের মাঠে। কোনো হার্ড হিটার ব্যাটার নয়, ইয়াশা সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে গিয়েছিলেন ক্রিকেট প্রেমিরা।
এবারের বিপিএল শুরুর ধামাকাটাই যেন দিয়েছিলেন চিটাগং কিংসের এই কানাডিয়ান গ্ল্যামারাস মডেল ও স্পোর্টস প্রেজেন্টার।
ইয়াশার নামের প্লেকার্ড হরদম ঠাঁই পেয়েছে মিরপুর, সিলেট আর চট্টগ্রামে। দেশের গণমাধ্যমগুলোর ক্যামেরার লেন্স খুজে ফিরতো এই মডেলকে।
তবে সব গল্পের শেষটা যেমন মধুর হয়না, তেমনি চিটাগং কিংস আর ইয়াশার এমন মধুর যুগলবন্দীর শেষটাও হয়েছে অদ্ভুত তিক্ততা দিয়ে। ক্লাইমেক্সের শুরুটা কোয়ালিফায়ার রাউন্ডে টুর্নামেন্ট শেষের আগেই হঠাৎ বাংলাদেশ ত্যাগ করেন ইয়াশা। আর তাতেই তৈরি হয় ধোঁয়াশা। শোনা যায় নানা কথা। বিতর্ক বাড়ার আগে চিটাগং আইনি নোটিশ
দেয় এ মডেলকে। আনে চুক্তি ভঙ্গের অভিযোগ। সেইসব ঘটনা নিয়ে এতোদিন মুখ বুঝে থাকা ইয়াশা এবার মুখ খুলেছেন। সোশ্যাল মিডিয়াতে এনেছেন কিংসদের বিপক্ষে গুরুতর অভিযোগ। পারিশ্রমিক পেতে দেরি হওয়া, পুরো পারিশ্রমিক না পাওয়া এবং চুক্তির বাইরে বিজ্ঞাপন চিত্রে অংশ নিতে বলার মত অভিযোগ ইয়াশা এনেছেন চিটাগং কিংসের বিরুদ্ধে। বাংলাদেশ ছাড়ার আগেই কিংসের আইনি নোটিশ পাঠানোর ঘটনাকে বিব্রতকর এবং চুক্তির সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন এ হোস্ট।
দেয় এ মডেলকে। আনে চুক্তি ভঙ্গের অভিযোগ। সেইসব ঘটনা নিয়ে এতোদিন মুখ বুঝে থাকা ইয়াশা এবার মুখ খুলেছেন। সোশ্যাল মিডিয়াতে এনেছেন কিংসদের বিপক্ষে গুরুতর অভিযোগ। পারিশ্রমিক পেতে দেরি হওয়া, পুরো পারিশ্রমিক না পাওয়া এবং চুক্তির বাইরে বিজ্ঞাপন চিত্রে অংশ নিতে বলার মত অভিযোগ ইয়াশা এনেছেন চিটাগং কিংসের বিরুদ্ধে। বাংলাদেশ ছাড়ার আগেই কিংসের আইনি নোটিশ পাঠানোর ঘটনাকে বিব্রতকর এবং চুক্তির সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন এ হোস্ট।



