কুসুম হয়ে আসছেন জয়া আহসান – ইউ এস বাংলা নিউজ




কুসুম হয়ে আসছেন জয়া আহসান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫ | ৫:০৩ 41 ভিউ
জয়া আহসান অভিনীত ‘পুতুলনাচের ইতিকথা’ চলচ্চিত্রটি আগামী ১ আগস্ট ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এই চলচ্চিত্রের মাধ্যমে এবার কুসুম হয়ে আসছেন জয়া। পশ্চিমবঙ্গের নির্মাতা সুমন মুখোপাধ্যায় কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে এটি পরিচালনা করেছেন। দীর্ঘদিন ধরে সিনেমাটির অপেক্ষায় রয়েছেন জয়া আহসান ভক্তরা। কেননা পর্দায় কুসুম চরিত্রে অভিনয় করেছেন এই বাংলাদেশী অভিনেত্রী। গত রোববার ইনস্টাগ্রামে পুতুলনাচের ইতিকথা মুক্তির চূড়ান্ত তারিখ জানিয়েছে প্রযোজনা সংস্থা ক্যালাইডোস্কোপ। সংস্থাটি জানায়, ১৯৩৫ সালে ভারতবর্ষ পত্রিকায় প্রথমবার ছাপা হয় ‘পুতুলনাচের ইতিকথা’। চলতি বছর উপন্যাসটির প্রথম ধারাবাহিক প্রকাশের ৯০ বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষে ভারতে আগামী ১ আগস্ট সিনেমাটি মুক্তি পাবে। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, নির্মাতা সুমন

মুখোপাধ্যায় দেখেছিলেন তার বাবা অরুণ মুখোপাধ্যায়কে এই উপন্যাসকে মঞ্চে নাট্যরূপ দিতে। সেই থেকেই নির্মাতার মনের মধ্যে ইচ্ছে ছিল কালজয়ী উপন্যাসটি নিয়ে ছবি বানানোর। তার সেই স্বপ্ন সত্যি হলো। এদিকে কুসুম চরিত্রটি নিয়ে জয়া আহসানের ভাষ্য, ‘কুসুম ২৩ বছরের এক তরুণী, যে কিনা রহস্যময় একটি চরিত্র। কুসুমের চরিত্রে আছে খামখেয়ালিপনা এবং খাপছাড়া একটা স্বভাব।’ প্রযোজনা সংস্থা ক্যালাইডোস্কোপের ইনস্টাগ্রাম পোস্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে ফুটে উঠেছে বইয়ের পাতার শশীর জীবনের নানা ঘটনা। একইভাবে অন্য চরিত্রগুলোও তুলে ধরা হয়েছে। শশী চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বিজয়া’ ও ‘বিসর্জন’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন জয়া ও আবির। অন্যদিকে সিনেমাটির কুমুদ চরিত্রে রয়েছেন পরমব্রত

চট্টোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। প্রযোজনা করেছেন সমীরণ দাস। প্রসঙ্গত, টলিউডে মুক্তির অপেক্ষায় রয়েছে জয়া আহসান অভিনীত আরো একটি সিনেমা। আগামী ১৮ জুলাই তার ‘ডিয়ার মা’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এনবিআরের শীর্ষ ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুদক আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে ইসিকে ৪০ লাখ ইউরো দেবে ইইউ বিপিএলের ফিক্সিং নিয়ে যা বললেন তামিম ভারত-পাকিস্তান ম্যাচে বিজ্ঞাপনে রেকর্ড ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে সাভারে ছাত্র হত্যা মামলার আসামি এখন রাজাপুরের ইউএনও বেনাপোল বন্দরে জাল মেনিফেস্টোয় কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি! ফার্স্ট-সেকেন্ড ইয়ারের ছেলেরা সচিব-ডিসিদের পাশে বসে তদবিরে ব্যস্ত: টুকু নজরুল ইসলাম খানের নামে বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত অধ্যাপক আবুল বারকাতের জামিনে মুক্তি দাবি ১২২ নাগরিকের নির্ধারিত দামের চেয়ে পাঁচ টাকা বেশিতে বিক্রি হচ্ছে পাম অয়েল ডাকসু: ২২ ভোটারে একজন প্রার্থী বিএফআইইউ প্রধানের বিষয়ে তদন্তে কেন্দ্রীয় ব্যাংক এক টেবিলে বসবেন পুতিন-জেলেনস্কি, এরপর ত্রিপক্ষীয় বৈঠক: ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাঝেই পুতিনকে ফোন করলেন ট্রাম্প ছয়টি যুদ্ধ থামিয়েছি, কিন্তু এটা সবচেয়ে কঠিন: ট্রাম্প ট্রাম্পের সঙ্গে বৈঠক, ইউরোপীয় নেতারা কে কী বললেন আমাদের যুদ্ধ বন্ধ করা প্রয়োজন: জেলেনস্কি জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক