কারাগার থেকে ব্যারিস্টার সুমনের হৃদয়স্পর্শী চিঠি – ইউ এস বাংলা নিউজ




কারাগার থেকে ব্যারিস্টার সুমনের হৃদয়স্পর্শী চিঠি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ | ৭:৪৯ 152 ভিউ
হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও স্যোশাল মিডিয়া সেলিব্রিটি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সম্প্রতি তার পরিবারের সদস্যদের উদ্দেশে দুটি হৃদয়স্পর্শী চিঠি লিখেছেন। এই চিঠিগুলো ১৭ ডিসেম্বর, ২০২৪ তারিখে তার লন্ডনপ্রবাসী ভাই সৈয়দ সোহাগ হক তার ফেসবুক আইডিতে শেয়ার করেছেন, যা বর্তমানে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। মায়ের উদ্দেশে চিঠি ব্যারিস্টার সুমনের মায়ের উদ্দেশে লেখা চিঠিটি তার জীবনের অসীম ভালোবাসা ও শ্রদ্ধার পরিচায়ক। চিঠির মধ্যে তিনি তার মাকে আশ্বস্ত করেছেন, যেন তিনি তার সম্পর্কে দুশ্চিন্তা না করেন। সুমন উল্লেখ করেন, "দোয়া রইল। আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। প্রথমে একটু কষ্ট লাগতো, এখন ঠিক হয়ে গেছি।" তিনি

আরও বলেন, "আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিছি।" এই চিঠি তার মায়ের প্রতি গভীর শ্রদ্ধা এবং তার পরিবারের প্রতি তার আনুগত্যের প্রতিফলন। এছাড়া, তিনি আরও বলেন, "এই ৪৫ বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয়, এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছ থেকে নিতে পারি।" এই বক্তব্যের মাধ্যমে সুমন তার মায়ের প্রতি তার নিরন্তর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার নিজস্ব পরিবারের জন্য তার মায়ের সহায়তার কথা স্মরণ করেছেন। বোন, ভাই ও বোন জামাইদের উদ্দেশে চিঠি ব্যারিস্টার সুমনের বোন, ভাই এবং বোন জামাইদের উদ্দেশে লেখা চিঠিটি তার আত্মবিশ্বাস এবং পরিবারের প্রতি তার ভালোবাসার প্রকাশ। তিনি

বলেন, "আমার জন্য কোনো চিন্তা করো না। রাজবন্দি হিসেবে জেলে আছি, কোনো চোর বা দুর্নীতির হিসেবে নই।" এই বক্তব্যের মাধ্যমে তিনি নিজের অযৌক্তিক গ্রেফতার এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রতি স্পষ্ট অবস্থান প্রকাশ করেছেন। তিনি আরও উল্লেখ করেন, "অনেকে বলে আপনার কি সম্পদ আছে? দীর্ঘদিন জেলে কীভাবে খরচ চালাবেন? আমি উত্তর দিই আমার বেশি সম্পদ না থাকলেও পাঁচটি বোন আছে, একটা ভাই আছে। এটাই আমার বড় সম্পদ।" এই চিঠিতে সুমন তার পরিবারের সদস্যদের প্রতি তার গভীর ভালোবাসা এবং তারা তার জীবনের অন্যতম শক্তি, এমন বক্তব্য দিয়েছেন। আইনগত প্রসঙ্গ ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে বর্তমানে মিরপুর-৬ এলাকা থেকে গ্রেফতার হওয়ার পর একটি হত্যাচেষ্টার মামলায় অভিযুক্ত রয়েছে।

গত ২১ অক্টোবর, ২০২৪ তারিখে পুলিশ তাকে গ্রেফতার করে। তবে, তার ভাই সৈয়দ সোহাগ হক দাবি করেন, "ব্যারিস্টার সুমন তার জীবনের সকল অর্জন মানুষের কল্যাণে ব্যয় করেছে। কোনো অনিয়ম ও দুর্নীতির কাজ করেনি।" তিনি আশা প্রকাশ করেছেন যে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে শিগগিরই সুমন জনতার মাঝে ফিরে আসবে। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের লেখা চিঠিগুলো তার জীবন, সংগ্রাম এবং পরিবারের প্রতি তার অগাধ ভালোবাসা ও সম্মান ব্যক্ত করেছে। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এবং গ্রেফতারের পরেও তিনি তার পরিবারের সদস্যদের প্রতি তার বিশ্বাস ও ভালোবাসা অটুট রেখেছেন। তার চিঠিগুলো প্রমাণ করে যে, একজন ব্যক্তি তার জীবনের সবচেয়ে বড় অর্জন হিসেবে তার পরিবার ও

সমাজকে কিভাবে মূল্যায়ন করেন এবং জীবনকে সঠিক পথে পরিচালনা করতে চান। এছাড়া, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুমনের মুক্তির আশা ব্যক্ত করেছেন তার পরিবার, যারা তার প্রতি গভীর শ্রদ্ধা এবং আস্থা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এবার ইসরাইলি কূটনীতিককে তলব করল স্পেন দরপত্র ছাড়াই ২ কোটি ৬৬ লাখ টাকার কাজ সম্পন্ন সেই অধ্যক্ষ লুটে নিলেন ৫ কোটি টাকা ৩৮৯ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় আনতে তিন চ্যালেঞ্জ চট্টগ্রামে দখল চাঁদাবাজি নিয়ে খুনোখুনি বাড়ছে দখলদাররা গিলে খাচ্ছে কীর্তনখোলা নদী ছাত্র-জনতাকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন ইউএনও ১০ দিনের চীন সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি ইসলাম ও মহানবিকে (সা.) কটূক্তি করেছিলেন ট্রাম্পের মিত্র চার্লি কার্ক লন্ডনে মাহফুজ আলমের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলার চেষ্টা ফ্যাসিস্ট ইউনূসকে যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত ঘোষণা আওয়ামী লীগের হার্ট ভালো রাখতে খাবেন যে ৭ খাবার নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি সরকারি ডাক্তারদের ৮ নির্দেশনা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উচ্চপর্যায়ের নৈশভোজ নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী, কে এই সুশীলা ‘আমরা সবাই জানি বাংলাদেশ দুর্দান্ত ফর্মে আছে’ ভারত-পাক ম্যাচের টিকিট বিক্রিই হচ্ছে না, জানা গেল কারণ নেপালে যেভাবে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার গঠনের পথ