কমছে না ক্রীড়া সামগ্রীর দাম! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জুন, ২০২৫
     ১০:০৭ পূর্বাহ্ণ

কমছে না ক্রীড়া সামগ্রীর দাম!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৫ | ১০:০৭ 94 ভিউ
জাতীয় বাজেটে এবারও ক্রীড়া সরঞ্জামাদির ওপর কর কমছে না। ৩৬.৭৫ ভাগ কর ও অন্যান্য শুল্ক দিয়ে ক্রীড়াসামগ্রী আমদানি করতে হয়। ফলে বাজেটে কোনো সুখবর নেই ক্রীড়াবিদদের জন্য। কমবে না ক্রীড়াসামগ্রীর দাম। বেশি দামে ক্রীড়াসামগ্রী কেনায় দেশে ক্রীড়ার প্রসারে তা বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে ক্রিকেট ব্যাটের জন্য আমদানিকৃত কাঠের ওপর ১২.৭৫ ভাগ কর কমানো হচ্ছে। চাহিদামতো ক্রীড়াসামগ্রী না পাওয়ায় তৈরি হচ্ছে না ভালোমানের ক্রীড়াবিদ। মাত্রাতিরিক্ত শুল্কের কারণে ক্রীড়া সরঞ্জামাদির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে ক্রয়ক্ষমতা। খেলাধুলা যেন বিত্তবানদের ফ্যাশনে পরিণত হচ্ছে। এরকম চলতে থাকলে বাংলাদেশে দক্ষ ক্রীড়াবিদ তৈরি হবে না। মাঠ থাকবে; কিন্তু ভালোমানের খেলোয়াড় থাকবে না। জাতীয় বাজেটে ক্রীড়াসামগ্রীর

ওপর কর কমানোর কোনো আভাস মেলেনি। চড়া শুল্কের কারণে ক্রীড়াসামগ্রী ক্রয়ের সামর্থ্য হারাচ্ছেন দেশের অধিকাংশ ক্রীড়াবিদ। এ ব্যাপারে নেই কোনো সমন্বিত উদ্যোগ। স্থবির হয়ে গেছে ক্রীড়াবিদ তৈরির প্রকল্প। নতুন নতুন ক্রীড়া স্থাপনা নির্মাণ ও সংস্কার নিয়েই ব্যস্ত কর্মকর্তারা। বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন সংস্থা-ক্লাব জেলা ও বিভাগে, স্কুলে ক্রীড়াসামগ্রী বিতরণ করে আসছে। কিন্তু নিম্নমানের এসব সামগ্রী দিয়ে খেলা সম্ভব নয়। খেলার আগেই বাতিলের খাতায় চলে যায়। সরকারি অর্থের শ্রাদ্ধ হলেও খেলাধুলার উন্নয়ন হয় না। বেসরকারি খাতে ক্রীড়াসামগ্রী আমদানি করতে গিয়েও গুনতে হয় মাত্রাতিরিক্ত কর। ফলে খেলাধুলার সামগ্রীর মূল্য এখন আকাশছোঁয়া। প্রায় ৩৭ ভাগ কর দিতে হয় ক্রীড়াসামগ্রী আমদানিতে। ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাবেক

সাধারণ সম্পাদক ও ক্রীড়াসামগ্রী আমদানিকারক কাজী ইউশা মিশু জানালেন, ‘বাংলাদেশে তেমন কোনো ক্রীড়াসামগ্রী উৎপাদন প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। চীন, ভারত ও পাকিস্তান থেকেই সিংহভাগ সামগ্রী আমদানি করা হয়। এজন্য আমদানিকারকদের গুনতে হয় মোটা অঙ্কের মাশুল। ৩৬.৭৫ ভাগ করের মধ্যে ১০ ভাগ ডিউটি চার্জ, ১৭.৭৫ ভাগ ভ্যাট, পাঁচ ভাগ অ্যাডভান্স আয়কর ও পাঁচ ভাগ অ্যাডভান্স ট্রেড ভ্যাট নির্ধারণ করা রয়েছে। এসব কারণে ক্রীড়াসামগ্রীর মূল্য স্বাভাবিক মূল্যের চেয়ে ৬০ থেকে ৭০ ভাগ বেড়ে যায়। এ মূল্যবৃদ্ধিতে আমাদের কিছু করার নেই।’ তার কথা, ‘পাশের দেশ ভারতে এ খাতে করের পরিমাণ মাত্র ১২ ভাগ। আমাদের দেশে বর্তমান যে বৈশ্বিক সংকট চলছে, তাতে ক্রীড়া খাত অনেকটা স্থবির

হয়ে পড়েছে। আগে আমি নিজেই যেখানে ২০ কনটেইনার ক্রীড়াসামগ্রী আমদানি করতাম, সেখানে ২০২৩ সালে মাত্র ছয় কনটেইনার এনেছি। মানুষ ক্রীড়াসামগ্রী তেমন একটা কেনেন না। আমদানিকারকরাও রয়েছেন নানা সমস্যায়। ডলার সংকটের কারণে বাংলাদেশের ব্যাংকগুলোও বিদেশি ব্যাংকগুলোকে এলসির অর্থ পরিশোধে সময়ক্ষেপণ করে। ডলারের দাম বৃদ্ধিও ক্রীড়াসামগ্রীর মূল্য বাড়ার অন্যতম কারণ।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘টকশোতে জ্ঞানদানকারী ধর্ষক’: এবি পার্টি নেতা ফুয়াদের বিরুদ্ধে মামলার নির্দেশে তোলপাড় গ্রামেগঞ্জে ছাত্রদলের নিপীড়নে নারীরা অতিষ্ট ব্রিটিশ কোম্পানি হাউজের নথিতে তারেক রহমানের নাগরিকত্ব ‘ব্রিটিশ’: দ্বৈত নাগরিকত্ব ও নির্বাচনে যোগ্যতা নিয়ে নতুন বিতর্ক ‘বিডিআর বিদ্রোহের তদন্ত করেছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, এখন সব উল্টে দিচ্ছেন’—ফাঁস হওয়া অডিওতে শেখ হাসিনা ‘বিডিআর বিদ্রোহের তদন্ত করেছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, এখন সব উল্টে দিচ্ছেন’—ফাঁস হওয়া অডিওতে শেখ হাসিনা বিয়ের প্রলোভনে ব্র্যাক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: এবি পার্টি নেতা ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে মামলার নির্দেশে জনমনে তীব্র ক্ষোভ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার: অস্ট্রিয়া ও ফ্রান্স সফর করলেন সিজিএস লে. জেনারেল মিজানুর রহমান শামীম ‘শীতের রাতে বৃদ্ধ বাবা-মা ও নারীদের বিরক্ত না করলেও পারতেন’: জাকির শেখ হাসিনার জাদুকরী নেতৃত্ব: এক যুগে দারিদ্র্য থেকে মুক্তি পেল আড়াই কোটি মানুষ, বিশ্বব্যাংকের প্রতিবেদনে ঐতিহাসিক সাফল্যের চিত্র স্থায়ী অবকাঠামো নির্মাণের মুখে ফের রোহিঙ্গা অনুপ্রবেশ, সীমান্ত নিরাপত্তায় ব্যর্থ সরকার: স্থানীয়দের মাঝে উদ্বেগ স্থায়ী অবকাঠামো নির্মাণের মুখে ফের রোহিঙ্গা অনুপ্রবেশ, সীমান্ত নিরাপত্তায় ব্যর্থ সরকার: স্থানীয়দের মাঝে উদ্বেগ ডিজিটাল ফোরাম থেকে টিটিপি নিয়োগ নেটওয়ার্ক সাইবার ফাঁদ ভিশিং গাজায় কমলেও পশ্চিম তীরে ইসরায়েলি নিপীড়ন বেড়েছে পাহাড়ে শান্তি ফেরাতে চুক্তি বাস্তবায়নই একমাত্র পথ দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষকদের সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, বুধবার থেকে বার্ষিক পরীক্ষা লটারির মাধ্যমে দেশের ৫২৭ থানার ওসি পদে রদবদল উত্তরের দুই জেলায় শীতের প্রকোপ ইংলিশ ব্যাটার রবিন স্মিথ মারা গেছেন