কখনোই কোনো রাজনৈতিক দলে ছিলাম না, পদ বা দায়িত্বেও নেই: শাকিব খান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৫
     ৫:৩৭ অপরাহ্ণ

কখনোই কোনো রাজনৈতিক দলে ছিলাম না, পদ বা দায়িত্বেও নেই: শাকিব খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৫ | ৫:৩৭ 181 ভিউ
ঈদুল আজহার পর দুই সিনেমা নিয়ে খবরের শিরেনামে এসেছেন শাকিব খান। সে আলোচনার রেশ থাকতেই উড়াল দেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। দেড়মাস ধরে যুক্তরাষ্ট্রেই রয়েছেন ঢালিউড মেগাস্টার। সম্প্রতি ফেসবুকে তার একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন চর্চা। সাম্প্রতিক কাজ ও নানা প্রসঙ্গ নিয়েই যুক্তরাষ্ট্র থেকে হোয়াটসঅ্যাপে কথা হয় তার সঙ্গে। প্রশ্ন: কেমন আছেন, যুক্তরাষ্ট্রে শেহজাদের সঙ্গে সময়টা কেমন কাটছে? উত্তর: আমি ভালো আছি। দু'বছর আগে আব্রামকে নিয়ে ঘুরে ওকে সুন্দর মেমোরি দিয়েছিলাম। দেশে ফিরে কথা দিয়েছিলাম শেহজাদকে নিয়েও ঘুরবো। তাকেও সুন্দর মেমোরি (স্মৃতি) দেব। তাই করেছি। শেহজাদ অনেক ছোট্ট, সময়টাকে ও খুব এনজয় করছে। এরমধ্যে ওর (শেহজাদ) এখানে কিছু কাজও রয়েছে।

সেগুলোও প্রসেসিং। আলহামদুলিল্লাহ, শেহজাদ খুব আনন্দে সময় কাটাচ্ছে। এটা ওর জন্য মেমোরেবল (স্মরণীয়) হয়ে থাকবে। প্রশ্ন: আপনার তুফান, বরবাদ, তাণ্ডব ব্যাক টু ব্যাক সিনেমাগুলো দেশ-বিদেশে আলোচনা তৈরি করেছে। পরবর্তী সিনেমাগুলো নিয়ে কী পরিকল্পনা করেছেন? উত্তর: ধুমধাড়াক্কা সিনেমা তো অনেক হয়েছে। এবার একটু অন্য ধরণের স্টোরি বেইজ সিনেমা আনতে চাই। সেভাবে প্রস্তুতি নেয়া হচ্ছে এবং কাজ আগাচ্ছে। নেক্সট আসছে সাকিব ফাহাদের পরিচালনায় 'সোলজার', যেটা এই ডিসেম্বরে রিলিজের প্ল্যান আছে এবং পরবর্তীতে আবু হায়াত মাহমুদের পরিচালনায় 'প্রিন্স' রিলিজ হবে ঈদুল ফিতরে। আরো কয়েকটা সিনেমার স্টোরির কাজ চলছে। সবকিছু লক হলে জানতে পারবেন। সবগুলো সিনেমা স্টোরি থেকে শুরু করে সবকিছুই ভিন্ন রকমের। এর

বাইরে চমকপ্রদ কিছু খবর আছে, ধীরে ধীরে সবাই তা জানতে পারবেন। প্রশ্ন: আপনার সিনেমাগুলো যেমন সাফল্য পাচ্ছে, তেমনি পাইরেসি হওয়ার আশঙ্ক্ষা থাকছে! এগুলো ইনটেনশনালি হচ্ছে বলে মনে হয়? উত্তর: সরকারের দায়িত্বশীল পদে যারা আছেন, তাদের এব্যাপারে সুদৃষ্টি প্রয়োজন। কঠোর হওয়া প্রয়োজন এবং দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ সৃষ্টি করতে হবে। পাইরেসির যারাই করছে বিষয়টি ইনটেনশনালি এবং পরিকল্পিতভাবে করছে মনে হয়! সিনেমাকে পাইরেসি করে আমার একার ক্ষতি করছে না, পুরো ইন্ডাস্ট্রিরই ক্ষতি করছে। প্রশ্ন: আপনার 'প্রিয়তমা' মুক্তির পর থেকে সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্সের দর্শকদের সিনেমা দেখার অভ্যাস দারুণভাবে বেড়েছে কিন্তু বছরের অন্যসময়টাতে সিংগেল স্ক্রিনের দর্শক কমে যাচ্ছে... উত্তর: প্রযোজক, পরিবেশক এবং হলমালিকদের অনুরোধে এজন্যই তো

ঈদ ছাড়াও সিনেমা করছি, যাতে ঈদের বাইরেও সিংগেল স্ক্রিনগুলো চাঙ্গা থাকে। আসলে ভালো সিনেমার মাধ্যমে বিনোদিত করতে পারলে ঈদের বাইরেও দর্শকরাই হলে ফ্যামিলি নিয়ে এসে ফেস্টিভ্যাল ভাইব ক্রিয়েট করেন। এজন্য প্ল্যান করেছি, বছরে তিনটি ভালো সিনেমা করবো এবং করছিও। প্রশ্ন: গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শোক জানিয়ে আপনার করা পোস্ট ঘিরে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে কী বলবেন? উত্তর: দেখুন এখন আমাদের দেশে তো সব সেক্টরে সংস্কার চলছে। বিশ্বাস ছিল আমাদের চিন্তা ভাবনাতেও এই সংস্কার প্রতিফলিত হবে। এমন প্রেক্ষাপটে দলমত নির্বিশেষে, জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের যেমন স্মরণ করা উচিত তেমনি দেশের জন্য অতীতে যারা ত্যাগ স্বীকার

করেছেন জাতির সেইসব শ্রেষ্ঠ সন্তানদেরও সম্মান জানানো উচিত। তাদের স্মরণে শ্রদ্ধা প্রদর্শন কোনো রাজনৈতিক দলের সীমাবদ্ধতায় আবদ্ধ থাকা উচিত নয়। জাতির শ্রেষ্ঠ সন্তানেরা সবসময় রাজনীতির ঊর্ধ্বেই থাকুক। দুঃখজনকভাবে অনেক সময় আমাদের জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের নাম, সম্মান এবং ত্যাগ শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এটা থেকে আমাদের বিরত থাকা উচিত। যারা আমাদের দেশ ও মানুষের জন্য জীবনের সর্বস্ব দিয়েছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। তাদের নিয়ে বিভাজন তৈরি নয়, বরং আমাদের সম্মিলিত একতা ও সংহতি গড়ে তোলা উচিত। দেখুন আমি শাকিব খান কখনও কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। কোনো রাজনৈতিক পদ বা দায়িত্বও

আমার নেই। বিগত বছরগুলোতে বিভিন্ন সময়ে আমাকে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার অফার করা হয়েছে, কিন্তু শুধুমাত্র সিনেমার কথা ভেবে আমি সচেতনভাবে এড়িয়ে গিয়েছি। বিগত বছরগুলোতে বিভিন্ন সময়ে আমাকে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার অফার করা হয়েছে, কিন্তু শুধুমাত্র সিনেমার কথা ভেবে আমি সচেতনভাবে এড়িয়ে গিয়েছি। এমনকি কোনো ধরণের পলিটিক্যাল সুযোগসুবিধা নেইনি। বরং অনেকসময় আমাকেই কর্ম থেকে ব্যক্তিজীবনে পলিটিক্যাল লোক দ্বারা অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে সেটা তো সংবাদমাধ্যমের কল্যাণে কারো অজানা থাকার কথা নয়। সম্প্রতি দেওয়া আমার পোস্ট কাউকে মনঃক্ষুণ্ণ করার কোনো উদ্দেশ্য ছিল না। যারা এটাকে কেন্দ্র করে বিভিন্ন ন্যারেটিভ খুঁজছেন তা মোটেও গ্রহণযোগ্য নয়। আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং কর্ম সবসময় দেশ ও দেশের

মানুষের জন্য। প্রশ্ন: দেশে ফিরবেন কবে? উত্তর: আমার পার্সোনাল কিছু কাজ বাকি রয়েছে। এগুলো শেষ করে শিগগিরই ব্যাক করবো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাওয়া ভবনের চাঁদাবাজির টাকা ফেরত চায়, চাঁদাবাজকে এসএসএফ প্রটোকল কেন? প্রশ্নের মুখে তারেক রহমান জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কামরুল হাসান রিপন: ‘মব’ হামলায় রক্তাক্ত পরিবারের সামনেই পৈশাচিক নির্যাতন চালিয়ে পুলিশের কাছে সোপর্দ স্বাধীনতার শত্রুদের প্রতি এক বাঙালি নারীর বজ্রকণ্ঠী হুঙ্কার: ‘চোখ উপড়ে পাকিস্তানে পাঠাবো!’ জুলাই ষড়যন্ত্রের অভিশাপ: ধসে পড়ছে দেশের অর্থনীতির মেরুদণ্ড গার্মেন্টস শিল্প গণতন্ত্র নয়, নির্বাচনের নাটক: বাংলাদেশকে কোন পথে ঠেলে দিচ্ছে এই ভোট? বাংলাদেশ সেনাবাহিনীর ১০ম পদাতিক ডিভিশনের রামু সদরদপ্তরে মার্কিন অটিজম বিশেষজ্ঞদের ‘রহস্যজনক’ সফর মা আন্দোলনকারীদের হত্যা করতে চাইলে এখনও ক্ষমতায় থাকতেন: সজীব ওয়াজেদ জয় ঢাকায় ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান: সেনাবাহিনীতে ‘ইসলামীকরণ’ ও আইন লঙ্ঘন নিয়ে বিতর্ক নয়াদিল্লিতে আ.লীগ নেতাদের সংবাদ সম্মেলন: কর্মীদের উচ্ছ্বাস, আন্তর্জাতিক প্রচার জোরদারের নির্দেশ শেখ হাসিনার হাইকোর্টের রুলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গ্রামীণফোনকে ৬ হাজার কোটি টাকার তরঙ্গ দেয়ার নজিরবিহীন তোড়জোড়! ড: ইউনুস রাষ্ট্রকে ভিক্ষার পণ্যে পরিণত করা এক আন্তর্জাতিক দালাল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচনের নীল নকশার প্রতিবাদে ও ইউনুস সরকারের পদত্যাগ দাবিতে ২০১ প্রকৌশলীর বিবৃতি বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংসের দায় কার? বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি অবৈধ জামাতি ইউনুস সরকারের সাজানো নাটক। – সজীব ওয়াজেদ জয় গাইবান্ধায় লঙ্কাকাণ্ড: আসিফ নজরুলকে জুতা প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগানে পণ্ড সভা মৃত্যুদণ্ড দিয়েও দমানো যাবে না, জনগণ নৌকাই চায়: কড়া হুঙ্কার শেখ হাসিনার সীতাকুণ্ডে জঙ্গিদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, ৩ জন অপহৃত: চরম আইনশৃঙ্খলা বিপর্যয়ের শঙ্কা ক্ষমা চাইবার রাজনীতি বনাম সত্যের রাজনীতি: নওফেলের বক্তব্য কেন বিরোধীদের ঘুম হারাম করেছে খুলনায় এনসিপির পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদাবাজি: আটক ৩ অবৈধ সরকারের পালিত ‘মব সন্ত্রাসীদের’ পৈশাচিক হামলায় রক্তাক্ত জননেতা কামরুল হাসান রিপন: অবিলম্বে মুক্তির দাবি