ওমরাহ পালন করল সেই ভাইরাল শিশু রিফাত
ক্লাসে শিক্ষক প্রশ্ন করছেন, আমাদের জাতীয় মাছ কী? এক ছোট্ট শিশু আত্মবিশ্বাসের সঙ্গে চিৎকার করে উত্তর দিল, জাতীয় মাছ পাঙাশ! ছোট্ট হয়েও শিশুটি যেন যৌক্তিক উত্তরই দিয়েছিল।
ইলিশ খাওয়ার কিংবা সরাসরি দেখার সৌভাগ্য হয় না তো অনেকেরই। যার ফলে অবুঝ সেই শিশুটির বক্তব্য ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। রীতিমতো ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। মাদ্রাসাপড়ুয়া সেই শিশুটির নাম রিফাত। সম্প্রতি রিফাত ওমরাহ পালনের জন্য সৌদি আরব গেছে। পবিত্র ওমরাহ পালন করেছে সে।
জানা গেছে, সৌদি প্রবাসী শাহজাহান মিয়া অর্থায়নে ওমরাহ পালন করেছে জাতীয় মাছ পাঙাস বলে ভাইরাল হওয়া শিশু রিফাত। তার ওমরাহ পালনের ছবিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ভিডিওতে শোনা গেল, শিশু রিফাতের মুখে ‘লাব্বাইক আল্লাহুম্মা
লাব্বাইক’ মধুর ধ্বনি। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লম্বাবাঁক পশ্চিমপাড়া আব্দুস ছোবহান তালুকদার ও লালমিয়া তালুকদার নূরানীয়া মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী রিফাত। জানা গেছে, রিফাতের মাদ্রাসার শিক্ষকসহ মোট ৬ জন পবিত্র ওমরাহ পালন করতে গেছেন। ওমরাহ পালনের খরচ দিয়েছেন সৌদি প্রবাসী শাহজাহান মিয়া।
লাব্বাইক’ মধুর ধ্বনি। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লম্বাবাঁক পশ্চিমপাড়া আব্দুস ছোবহান তালুকদার ও লালমিয়া তালুকদার নূরানীয়া মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী রিফাত। জানা গেছে, রিফাতের মাদ্রাসার শিক্ষকসহ মোট ৬ জন পবিত্র ওমরাহ পালন করতে গেছেন। ওমরাহ পালনের খরচ দিয়েছেন সৌদি প্রবাসী শাহজাহান মিয়া।